Saturday, June 12, 2021

Bengali Current Affairs 6th June , 2021

 


Bengali Current Affairs 6th June , 2021

1. কোন রাজ্য সরকার রাজ্যের গ্রামগুলিতে "Solar Based Electrification Program"  লঞ্চ করল?

ⓐ মেঘালয়
ⓑ মনিপুর
ⓒ গোয়া ✓
ⓓ ত্রিপুরা

2.ভারতে হোয়াটস অ্যাপ কোম্পানির Grievance Officer হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ জয়ন্ত কৃষ্ণ বর্মন
ⓑ পরেশ বি. লাল✓
ⓒ সুবোধ কুমার
ⓓ সুরজিৎ খান

3. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বৃহত্তম বুদ্ধ মূর্তি স্থাপিত হলো ?

ⓐ বিহার✓
ⓑ ঝাড়খন্ড
ⓒ ছত্রিশগড়
ⓓ আসাম

4. কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল "সক্ষম" পেনশন স্কিম লঞ্চ করল ?

ⓐ দিল্লি
ⓑ জম্মু-কাশ্মীর ✓
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ উত্তর প্রদেশ

5.International Dairy Federation- এর বোর্ডে নির্বাচিত হলেন কোন ভারতীয়?

ⓐ গোকুল দাস
ⓑ সন্দীপ মৌর্য
ⓒ বিপ্লব কান্তি দাস
ⓓ আর. এস. সোধী✓

6.Sustainable Development Goals(SDG) India Index 2020-21-এ শীর্ষ স্থানে আছে কোন রাজ্য?

ⓐ কেরালা✓
ⓑ দিল্লি
ⓒ কর্ণাটক
ⓓ বিহার

7.সম্প্রতি, GST কাউন্সিলের 43তম বৈঠকে সভাপতিত্ব কে করেন?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ অনুরাগ ঠাকুর
ⓒ ড: হর্ষবর্ধন
ⓓ নির্মলা সীতারমন✓

8.Copa America 2021 হোস্ট করতে চলেছে কোন দেশ?

ⓐ কলম্বিয়া
ⓑ আর্জেন্টিনা
ⓒ ব্রাজিল✓
ⓓ জার্মানি

9. কোন রাজ্য সরকার X-ray on wheels  লঞ্চ করল?

ⓐ পাঞ্জাব
ⓑ তামিলনাড়ু
ⓒ উড়িষ্যা ✓
ⓓ উত্তর প্রদেশ

10.জল জীবন মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য কত কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র?

ⓐ ৫ হাজার কোটি
ⓑ ৭ হাজার কোটি✓
ⓒ ১০ হাজার কোটি
ⓓ ৪ হাজার কোটি

11. নিম্নলিখিত কোন সংস্থা প্রথম “Asia-Pacific Cyber Security Council” লঞ্চ করেছে?

ⓐ Apple
ⓑ Infosys
ⓒ Microsoft✓
ⓓ TCS

12. নিম্নলিখিত, কোন দিবসটি 4 জুন তারিখে পালিত হয়?

ⓐ International Child Day
ⓑ International Day of Innocent Children Victims of Aggressions✓
ⓒ World Day Against Child Labour
ⓓ World Environment Day

13. বিশ্ব অবিভাবক দিবস (Global Day of Parents) কবে পালিত হয়?

ⓐ 30 মে
ⓑ 31 মে
ⓒ 1 জুন✓
ⓓ 2 জুন

14. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে?

ⓐ ৫ই জুন✓

ⓑ ২২শে এপ্রিল

ⓒ ৫ই মে

ⓓ ২৫শে জুন


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...