Bengali Current Affairs 10th June , 2021
1.World Oceans Day (বিশ্ব মহাসাগর দিবস) পালন করা হয় কবে?
ⓐ ৮ই মার্চ
ⓑ ৮ই জুন✓
ⓒ ১২ই এপ্রিল
ⓓ ৫ই জুন
2. 2021 Nature TTL Photography Awards জিতলো কোন ভারতীয় বংশোদ্ভূত ফটোগ্রাফার?
ⓐ থমাস বিজয়ন✓
ⓑ পিনারায়ী বিজয়ন
ⓒ ডেভিড ডায়োপ
ⓓ এদের কেউ নন
3. সম্প্রতি নবগঠিত "রাইমোনা জাতীয় উদ্যান" কোন রাজ্যে অবস্থিত?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ উত্তরাখান্ড
ⓒ আসাম✓
ⓓ কর্ণাটক
4.17th Sustainable Development Goals রিপোর্ট ভারতের স্থান কত?
ⓐ ১১৫
ⓑ ১১৬
ⓒ ১১৭✓
ⓓ ১১৯
5. রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার (United Nation general assembly) 76 তম প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন ?
ⓐ তেদ্রস অধানম
ⓑ আব্দুল্লাহ শাহীদ✓
ⓒ ডেভিড মালপাস
ⓓ ইব্রাহিম মোহাম্মদ সলিহ
6. ‘Jahan vote, Wahan vaccination’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ লাদাখ
ⓑ মহারাষ্ট্র
ⓒ দিল্লি✓
ⓓ কর্নাটক
7.HSBC India-র CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ হিতেন্দ্র দাভে✓
ⓑ জিতেন্দ্র সিং চৌহান
ⓒ রামলাল শর্মা
ⓓ মোহাম্মদ জাফর ইকবাল
8. কোন এয়ারপোর্ট "নেট এনার্জি নিউট্রাল স্ট্যাটাস" পেল ?
ⓐ কলকাতা
ⓑ ব্যাঙ্গালোর✓
ⓒ মুম্বাই
ⓓ চেন্নাই
9.ভারতের আইন বিষয়ের পড়ুয়াদের জন্য Tech Scholars Programme লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ Google
ⓑ Facebook✓
ⓒ Coursera
ⓓ Microsoft
10. কোন দেশ থেকে ভারত তিনটি MH-60 রোমিও হেলিকপ্টার ক্রয় করল?
ⓐ আমেরিকা ✓
ⓑ চীন
ⓒ জার্মানি
11. কোন রাজ্য সরকার মহিলাদের টিকা করনের জন্য বিশেষ ধরনের "গোলাপি বুথ" চালু করল?
ⓐ উত্তর প্রদেশ ✓
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ হিমাচল প্রদেশ
12. সম্পূর্ণ মে মাসে GST সংগ্রহের পরিমাণ কত?
ⓐ ১.১৫ লক্ষ কোটি
ⓑ ১.০৩ লক্ষ কোটি✓
ⓒ ১.০২ লক্ষ কোটি
ⓓ ১.০০ লক্ষ কোটি
13 . সম্প্রতি কোন দেশের দৌড়বাজ (long-distance runner) "শিফন হাসান" সবচেয়ে কম সময়ে 10 কিমি পথ অতিক্রম করে রেকর্ড করলেন ?
ⓐ আয়ারল্যান্ড
ⓑ আইসল্যান্ড
ⓒ নেদারল্যান্ড ✓
ⓓ সুইজারল্যান্ড
14. স্কুল শিক্ষায় পারফরম্যান্স গ্রেডিং সূচিতে প্রথম স্থান অধিকার করল কোন রাজ্য?
ⓐ চন্ডিগড়
ⓑ তামিলনাড়ু
ⓒ পাঞ্জাব ✓
ⓓ আসা
No comments:
Post a Comment