Bengali Current Affairs 12th August, 2021
1.World Lion Day পালন করা হয় কবে?
ⓐ ৫ই আগস্ট
ⓑ ১৫ই আগস্ট
ⓒ ১০ই আগস্ট✓
ⓓ ১১ই আগস্ট
2. নীরাজ চোপরার সম্মানে কোন দিনটি প্রত্যেক বছর "জ্যাভলিন থ্রো ডে" হিসেবে পালন করা হবে?
ⓐ 6 আগস্ট
ⓑ 7 আগস্ট ✓
ⓒ 8 আগস্ট
ⓓ 9 আগস্ট
3. কে পুনরায় ভারতের ক্যাবিনেট সেক্রেটারি নিযুক্ত হলেন?
ⓐ পুনম চৌধুরী
ⓑ নীলিমা খাতুন
ⓒ রাজিব গৌবা ✓
ⓓ অনিমা পাত্র
4. ভারতের প্রথম “Heart Failure Biobank” কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
ⓐ বিহার
ⓑ কেরালা ✓
ⓒ ঝাড়খন্ড
ⓓ উড়িষ্যা
5.কোন দেশের সাথে ‘Zayed Talwar 2021’ নামে নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত?
ⓐ মালদ্বীপ
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ সংযুক্ত আরব আমিরাত✓
ⓓ সৌদি আরব
6.টেস্ট ক্রিকেটে সবথেকে উইকেট নেওয়া খেলোয়াড়দের তালিকায় James Anderson-এর স্থান কত?
ⓐ প্রথম
ⓑ তৃতীয়✓
ⓒ দ্বিতীয়
ⓓ চতুর্থ
7. টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক "শ্রীজেসের" নামে কোন রাজ্যে একটি রাস্তার নামকরণ হয়েছে?
ⓐ আসাম
ⓑ কেরালা✓
ⓒ রাজস্থান
ⓓ ত্রিপুরা
8.কোন দেশের INS-2B স্যাটেলাইটটি মহাকাশে লঞ্চ করবে ISRO?
ⓐ নেপাল
ⓑ শ্রীলংকা
ⓒ ভুটান✓
ⓓ মায়ানমার
9. কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব বায়ো - জ্বালানি দিবস (World Biofuel day) হিসেবে পালিত হয় ?
ⓐ ৫ই আগস্ট
ⓑ ১৫ই আগস্ট
ⓒ ১০ই আগস্ট✓
ⓓ ১১ই আগস্ট
10.টোকিও অলিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতলো?
ⓐ ৬টি
ⓑ ৭টি✓
ⓒ ৫টি
ⓓ ৮টি
11. কোন দিনটি প্রত্যেক বছর "বিশ্ব আদিবাসী দিবস" হিসেবে পালিত হয়?
ⓐ 8 আগস্ট
ⓑ 9 আগস্ট ✓
ⓒ 7 আগস্ট
ⓓ 6 আগস্ট
12. ‘Pani Maah’ ক্যাম্পেইন লঞ্চ করলো ভারতের কোন কেন্দ্র শাসিত অঞ্চল?
ⓐ লাদাখ✓
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ⓓ পুদূচেরী
13 . International Army Games 2021 কোথায় আয়োজিত হবে?
ⓐ আমেরিকা
ⓑ ভারত
ⓒ রাশিয়া ✓
ⓓ বাংলাদেশ
14. ISRO কোন রকেট এর সাহায্যে জিও ইমেজিং স্যাটেলাইট GISAT- 1 লঞ্চ করবে?
ⓐ GSLV F 10✓
ⓑ GSLV C 10
ⓒ GSLV G 10
ⓓ None
15.ডিজেল হোম ডেলিভারি দেওয়ার জন্য "ফুয়েল হামসফর" ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা?
ⓐ IOCL✓
ⓑ HPCL
ⓒ BPCL
ⓓ কোনোটিই নয়
No comments:
Post a Comment