Bengali Current Affairs 10th August, 2021
1.২০২০ টোকিও অলিম্পিকে ভারতে হয়ে প্রথম সোনার মেডেল জিতলেন কে?
ⓐ নীরাজ চোপড়া✓
ⓑ রবি কুমার দহিয়া
ⓒ লভলিনা বর্গহাইন
ⓓ মীরা বাই চানু
2.Brunel Medal জিতলো মাংদেছু জলবিদ্যুৎ প্রকল্প, এটি কোন দেশে অবস্থিত?
ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ নেপাল
ⓓ ভুটান✓
3.টোকিও অলিম্পিকে ভারতীয় রেসলার বজরং পুনিয়া কিসের পদক জিতলেন?
ⓐ সোনা
ⓑ রূপো
ⓒ ব্রোঞ্জ✓
ⓓ প্ল্যাটিনাম
4.অযোধ্যার রাম মন্দির ২০২৩ সালের কোন মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে?
ⓐ জানুয়ারি
ⓑ সেপ্টেম্বর
ⓒ ডিসেম্বর✓
ⓓ এপ্রিল
5.মালদ্বীপের মতো ওয়াটার ভিলা ভারতের কোন কেন্দ্র শাসিত অঞ্চলে তৈরি করা হবে?
ⓐ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ⓑ লাক্ষাদ্বীপ✓
ⓒ পুদুচেরী
ⓓ দমন ও দিউ
6. "A Begum and A Rani" শিরোনামে বই লিখলেন কে?
ⓐ রুদ্রাংশু মুখার্জি✓
ⓑ শুভ্রাংশু দত্ত
ⓒ অনিক চৌধুরী
ⓓ বিজয় কুমারণ
7.দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত?
ⓐ বাংলাদেশ✓
ⓑ চীন
ⓒ মালদ্বীপ
ⓓ ইজরায়েল
8.হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং-এ ১ মিলিয়ন কাস্টমার অতিক্রম করলো কোন ব্যাঙ্ক?
ⓐ ICICI Bank
ⓑ HDFC Bank
ⓒ Axis Bank✓
ⓓ State Bank of India
9. সম্প্রতি ভারতে কোন কোম্পানির সিঙ্গেল ডোজ ভ্যাকসিন অনুমোদন করা হলো?
ⓐ Bharat Biotech
ⓑ Cipla
ⓒ Johnson & Johnson✓
ⓓ কোনোটিই নয়
10.সম্প্রতি বাংলাদেশকে কত গুলি অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত?
ⓐ ৩০টি✓
ⓑ ২৮টি
ⓒ ২০টি
ⓓ ৫০টি
11. কোন রাজ্য পুলিশ “Crime and Criminal Tracking Networking System” -এর অধীনে প্রথম স্থান অধিকার করেছে?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] হরিয়ানা✓
12. সম্প্রতি, প্রকাশিত “Orienting: An Indian In Japan” পুস্তকটি কে লিখেছেন?
[A] পল্লবী আইয়ের✓
[B] ঝুম্পা লাহিড়ী
[C] প্রদীপ যাদব
[D] কামিনী দেশমুখ
13. ভোকেশনাল কোর্সে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কত শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করবে তামিলনাড়ু?
ⓐ ৭%
ⓑ ১০%
ⓒ ৭.৫%✓
ⓓ ৫%
14.প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজীবনম প্রোজেক্ট লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ হরিয়ানা
ⓒ মহারাষ্ট্র
ⓓ কেরালা ✓
15. টোকিও অলিম্পিক 2020 তে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতল?
ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র ✓
ⓑ রাশিয়া
ⓒ চীন
ⓓ জাপান
,
No comments:
Post a Comment