Friday, August 20, 2021

Bengali Current Affairs 14th August, 2021

 


Bengali Current Affairs 14th August, 2021

1. সম্প্রতি কে পুরস্কার ICC Player of the Month for July ( Man)  পেলেন?

ⓐ সাকিব উল হাসান(BAN) ✓
ⓑ মিচেল মার্শ (AUS),
ⓒ হেডেন ওয়ালশ জুনিয়র (WI)
ⓓ None


2. সম্প্রতি কে পুরস্কার ICC Player of the Month for July ( Women) পেলেন?

ⓐ হেইলি ম্যাথিউস (WI)
ⓑ ফাতিমা সানা (PAK)
ⓒ স্টাফানি টেলর (WI) ✓
ⓓ None


3. সম্প্রতি Banking Fraud Awareness Campaign এর জন্য RBI কাকে নিয়োগ করলো?

ⓐ পিভি সিন্ধু
ⓑ নীরাজ চোপরা✓
ⓒ বজরং পুনিয়া
ⓓ মীরাবাঈ চানু


4. সম্প্রতি প্রকাশিত নিউ ইয়ুথ ডেভেলপমেন্ট ইনডেক্স 2020 তে ভারতের রেঙ্ক কত?

ⓐ 122✓
ⓑ 120
ⓒ 75
ⓓ 69


5. কোন রাজ্য "বন- ধন -যোজনার" সাতটি পুরস্কার পেয়েছে?

ⓐ ত্রিপুরা
ⓑ মনিপুর 

ⓒ মিজোরাম 

ⓓ নাগাল্যান্ড✓

6. কত সালে অলিম্পিক গেমসে ক্রিকেট খেলা কে অন্তর্ভুক্ত করা হবে?

ⓐ 2024
ⓑ 2028 ✓
ⓒ 2032
ⓓ None


7. Internet Governance Forum 2021 হোস্ট করবে কোন দেশ?

ⓐ পাকিস্তান
ⓑ ইয়েমেন
ⓒ পেরু
ⓓ ভারত✓

8. কোন সেক্টরের কর্মীদের জন্য রাজীব গান্ধী অ্যাওয়ার্ডের ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার?

ⓐ ব্যাংকিং
ⓑ তথ্য প্রযুক্তি✓
ⓒ সামাজিক কর্ম
ⓓ সামরিক


9. .Combat Role-এর জন্য Indo Tibetan Border Police (ITBP)-এ প্রথম কোন দুই মহিলা অফিসার অন্তর্ভুক্ত হলেন?

ⓐ শিবাঙ্গি ও ঋতু
ⓑ প্রকৃতি ও দীক্ষা✓
ⓒ মানসী ও প্রিয়া
ⓓ মীরা ও বৈশাখী

10. UNICEF-এর EVAC ক্যাম্পেইনের জন্য সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা?

ⓐ জন আব্রাহাম
ⓑ আমির খান
ⓒ আয়ুষ্মান খুরানা✓
ⓓ অমিতাভ বচ্চন


11. Wrestling Federation of India (WFI) কোন কুস্তিগীর (Wrestler) কে সাময়িকভাবে সাসপেন্ড করেছে?

ⓐ ভিনেশ ভোগাট✓
ⓑ অংশু মালিক
ⓒ বজরং পুনিয়া
ⓓ দীপক পুনিয়া


12. সম্প্রতি, কবে ভারতের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে?

ⓐ 8 আগস্ট
ⓑ 9 আগস্ট
ⓒ 10 আগস্ট
ⓓ 11 আগস্ট✓


13. মায়ের পদবি ব্যবহারে পূর্ণ অধিকার আছে সন্তানের রায় দিল - কোন হাইকোর্ট?

ⓐ কলকাতা হাইকোর্ট
ⓑ দিল্লি হাইকোর্ট ✓
ⓒ মাদ্রাজ হাইকোর্ট
ⓓ গুজরাট হাইকোর্ট


14.সম্প্রতি 'কুথিরান টানেল' কোন রাজ্যে খােলা হয়েছে? 

ⓐ তামিলনাড়ু 
ⓑ কেরালা✓
ⓒ আসাম
ⓓ এর কোনটিই নয়


15.কোন রাজ্যের নারী ক্ষমতায়ন এবং শিশু বিকাশ দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মহিলা হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়া?

ⓐ দিল্লি
ⓑ উত্তরাখন্ড✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ মনিপুর


16.অনলাইনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো UNICEF India?

ⓐ ফেসবুক✓
ⓑ গুগল
ⓒ মাইক্রোসফট
ⓓ জিও


17. Mohammad Mokhber – কোন দেশের প্রথম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?

ⓐ ইরাক
ⓑ ইরান✓
ⓒ দুবাই
ⓓ সিরিয়া


18. বিশ্বে প্রথম দেশ হিসাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উপর পেটেন্ট গ্র্যান্ট করলো কোন দেশ?

ⓐ জাপান
ⓑ দক্ষিণ কোরিয়া
ⓒ দক্ষিণ আফ্রিকা✓
ⓓ তাইওয়ান


19. “The Year That Wasn’t – The Diary of a 14-Year-Old” শিরোনামে বই লিখলো কে?

ⓐ সুকন্যা দাস
ⓑ বর্ষা যাদব
ⓒ মৌসুমী মজুমদার
ⓓ বৃশা জৈন✓

20. সম্প্রতি প্রয়াত অনুপম শ্যাম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ অভিনয়✓
ⓑ সঙ্গীত
ⓒ সংবাদ পরিবেশক
ⓓ ক্রিকেট


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...