Friday, August 20, 2021

Bengali Current Affairs 15th August, 2021

 


Bengali Current Affairs 15th August, 2021

1. কোন রাজ্য NASSCOM  দ্বারা AI Game Changer Award 2021 জিতল ?

ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ কর্ণাটক
ⓒ তেলেঙ্গানা✓
ⓓ বিহার

2. কোন রাজ্য Doorstep Healthcare স্কিম চালু করলো?

ⓐ তেলেঙ্গানা
ⓑ তামিলনাড়ু ✓
ⓒ ঝারখান্ড
ⓓ ছত্রিশগড়

3. কোন রাজ্য কোভিড -19 Death Information Portal লঞ্চ করল?

ⓐ কর্ণাটক
ⓑ পাঞ্জাব
ⓒ কেরালা✓
ⓓ আসাম

4.National Pharmaceutical Pricing Authority (NPPA)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

ⓐ শুভাশীষ সমাদ্দার
ⓑ কমলেশ কুমার পান্ত✓
ⓒ নিখিল গুপ্ত
ⓓ বিনেশ পাল

5.কোন দেশের সাথে প্রথমবার Al-Mohed Al-Hindi 2021 নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করতে চলেছে ভারত?

ⓐ সংযুক্ত আরব আমিরাত
ⓑ জর্ডান
ⓒ দক্ষিণ আফ্রিকা
ⓓ সৌদি আরব✓

6.2028 Los Angeles Olympics-এ ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ ক্যাম্পেইন চালাবে কোন সংস্থা?

ⓐ BCCI
ⓑ ICC✓
ⓒ IOC
ⓓ কোনোটিই নয়

7.লেটেস্ট World Athletics Rankings-এ নিরাজ চোপড়ার স্থান কত?

ⓐ দ্বিতীয়✓
ⓑ প্রথম
ⓒ তৃতীয়
ⓓ সপ্তম

8.ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘Digital Prayaas’ অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ SEBI
ⓑ NABARD
ⓒ IFFCO
ⓓ SIDBI✓

.9.প্রথম রাজ্য হিসাবে শহরাঞ্চলে Forest Resource Rights স্বীকৃতি দিতে চলেছে কে?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ মহারাষ্ট্র
ⓒ ছত্তিশগড়✓
ⓓ হরিয়ানা

10.Kakori Train Conspiracy-এর নাম পরিবর্তন করে Kakori Train Action রাখলো কোন রাজ্য সরকার?

ⓐ পাঞ্জাব
ⓑ উত্তরপ্রদেশ✓
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র

11.JK Tyre & Industries Ltd-এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন  ড্রাইভার?

ⓐ Narain Karthikeyan✓
ⓑ Lewis Hamilton
ⓒ Sebastian Vettel
ⓓ Michael Schumacher

12.ভারতের প্রথম Water Plus City-এর তকমা পেলো কোন শহর?

ⓐ ভোপাল
ⓑ পুরী
ⓒ ইন্দোর (মধ্যপ্রদেশ)✓
ⓓ দিল্লি

13.বার্সেলোনার সাথে চুক্তি শেষ হওয়ার পর কোন ফুটবল ক্লাবে যুক্ত হলেন লিওনেল মেসি?

ⓐ Chelsa
ⓑ Liverpool
ⓒ Paris Saint-Germain✓
ⓓ কোনোটিই নয়

14. ভারতীয় বায়ুসেনা কোথায় বিশ্বের সর্বোচ্চ ‘Air Traffic Controller (ATC)’ নির্মাণ করেছে?

[A] সিয়াচিন

[B] গ্যাংটক

[C] কাশ্মীর

[D] লাদাখ✓

15. নিম্নলিখিত কে “FIDE World Cup 2021” জিতেছে?

[A] Magnus Carlsen

[B] Sergey karjakin

[C] Viswanathan Anand

[D] Jan-Krzysztof Duda (জান-ক্রজিসটফ দুদা)✓

16. কোন বিমানবন্দর বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমানবন্দর খেতাব “Skytrax World Airport Awards 2021” পেয়েছে?

[A] Tokyo Haneda International Airport

[B] Hamad International Airportz✓

[C] Changi International Airport

[D] Incheon International Airport

17.সম্প্রতি, প্রকাশিত “The Earthspinner” পুস্তকটি কে লিখেছেন?

[A] সুধা মূর্তি

[B] ঝুম্পা লাহিড়ী

[C] কৌশিশ সিং

[D] অনুরাধা রায়✓

18. 8 আগস্ট 2021 সালে কোন রাজ্য “Hareli Festival” উদযাপিত হয়েছে?

[A] বিহার

[B] উড়িষ্যা

[C] তামিলনাড়ু

[D] ছত্তিসগড়✓

19.UNSC Debate-এ সভাপতিত্বকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কে?

ⓐ মনমোহন সিং

ⓑ অটল বিহারী বাজপেয়ী

ⓒ নরেন্দ্র মোদী✓

ⓓ ইন্দিরা গান্ধী


20 . “সম্প্রতি, প্রকাশিত “How the Earth Got Its Beauty” পুস্তকটি কে লিখেছেন?

[A] তাহিরা খুরানা

[B] সুধা মূর্তি✓

[C] বরিশা জৈন

[D] অরুন্ধতী রয়



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...