Friday, August 20, 2021

Bengali Current Affairs 17th August, 2021

 


Bengali Current Affairs 17th August, 2021

1. 2021 সালের স্বাধীনতা দিবস উদযাপনের থিম কি ছিল ?

ⓐ Nation First, Always The First✓
ⓑ Nation on the Way
ⓒ Our Great Nation
ⓓ D. We Together with our Nation


2. BCCI টোকিও অলিম্পিকে ভারতের পদক বিজয়ীদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। BCCI স্বর্ণপদকপ্রাপ্ত নীরজ চোপড়াকে কত টাকা নগদ পুরস্কার দেবে ?

ⓐ 50 লাখ
ⓑ 1 কোটি✓
ⓒ 2 কোটি
ⓓ 3 কোটি


3. 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে নিম্নের কোথায় ?

ⓐ ব্রিসবেন
ⓑ প্যারিস✓
ⓒ টোকিও
ⓓ লস এঞ্জেলেস

4. পশ্চিমবঙ্গের কোন হাসপাতাল নীতি আয়োগের বিচারে জেলা হাসপাতালে গুলির মধ্যে সেরার শিরোপা পেল ?

ⓐ এম আর বাঙ্গুর হসপিটাল✓
ⓑ রায়পুর জিলা হাসপাতাল
ⓒ তিরুনেভেলি হসপিটাল কেরালা
ⓓ. চিন্নাস্বামী হসপিটাল


5. কোন শহর “ভূষকা বন্ধন” প্রকল্পের উদ্ভোধন করলেন ?

ⓐ ধানবাদ
ⓑ আহমেদাবাদ
ⓒ সোনাবাদ
ⓓ. ওরঙ্গাবাদ✓


6.কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা-র কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো?

ⓐ ১ বছর✓
ⓑ ২ বছর
ⓒ ৩ বছর
ⓓ কোনোটিই নয়

7.  'A Different Route to Success’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ নিরাজ জৈন
ⓑ রমেশ নারায়ণ✓
ⓒ সুভাষ মিত্তাল
ⓓ প্রিয়ম্বদা সেন

8.সম্প্রতি প্রয়াত গোপাল ভেংরা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ ক্রিকেট
ⓑ হকি✓
ⓒ ফুটবল
ⓓ ব্যাডমিন্টন


9. ভারতের 69তম দাবা গ্র্যান্ডমাস্টার (Chess Grandmaster) খেতাব কে পেয়েছে?

ⓐ জুন ডুডা
ⓑ অনুপম সিং
ⓒ হরি বাবু
ⓓ হর্ষিত রাজা✓

10. সম্প্রতি, ভারত কত তম স্বাধীনতা দিবস পালন করেছে?

ⓐ 73 তম
ⓑ 75 তম✓
ⓒ 71 তম
ⓓ 77 তম

11. প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী কোন দিনটিকে “Partition Horrors Remembrance Day” পালনের ঘোষণা করেছেন?

ⓐ 12 আগস্ট
ⓑ 13 আগস্ট
ⓒ 14 আগস্ট✓
ⓓ 15 আগস্ট

12. . সম্প্রতি, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে “Bungas Awam Mela” -এর আয়োজন করা হয়েছে?

ⓐ লাক্ষাদ্বীপ
ⓑ জম্মু ও কাশ্মীর✓
ⓒত্রিপুরা
ⓓ লাদাখ


13.টোকিও প্যারাঅলিম্পিকে ভারত থেকে কতজন খেলোয়াড় অংশ নিচ্ছে?

ⓐ ৩৫ জন
ⓑ ২৭ জন
ⓒ ৫৪ জন✓
ⓓ ৪৫ জন


14.ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে ৩ ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করলো কোন কোম্পানী?

ⓐ HCL Technologies✓
ⓑ TCS
ⓒ Infosys
ⓓ Wipro


15.সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল কোন ভারতীয় সামরিক বাহিনী?

ⓐ ইন্ডিয়ান এয়ার ফোর্স
ⓑ ইন্ডিয়ান আর্মি
ⓒ ইন্ডিয়ান নেভি✓
ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ড


16. জেলের সমস্ত নথি কম্পিউটারাজাইড করার জন্য কোন প্রকল্প চালু করা হলো ?

ⓐ e-Tracking
ⓑe-Prisons✓
C. e-Mulakat
ⓓ. e-Meet


17. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ই-ফসল জরিপ উদ্যোগ চালু করেছেন যা 15 আগস্ট, 2021 থেকে রাজ্যে কার্যকর হল ?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ উত্তর প্রদেশ
C. মহারাষ্ট্র✓
ⓓতামিলনাড়ু


18. কতবছরের পুরনো সিংহ এর সাবক উদ্ধার হলো সাইবেরিয়া অঞ্চলে ?

ⓐ 40 হাজার✓
ⓑ. 55 হাজার
ⓒ 70 হাজার
ⓓ 80 হাজার


19. সম্প্রতি কোন সংস্থা এই রিপোর্ট দিলো যে কোভ্যাক্সিন এবং কোভিসিল্ড এর মিশ্রণ করোনা ভাইরাসের ক্ষেত্রে বেশী উপযোগী ?

ⓐ WHO
ⓑ ICMR✓
ⓒ IISC
ⓓ KMB


20. নরেন্দ্র মোদি 10 ই আগস্ট কোন রাজ্যে ‘উজ্জ্বলা 2.0’ প্রকল্প চালু করলেন ?

ⓐ. উত্তর প্রদেশ✓
ⓑ তামিলনাড়ু
ⓒ রাজস্থান
ⓓ. গুজরাট


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...