Bengali Current Affairs 16th August, 2021
1. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2020 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের নাম কি?
ⓐ বাংলাদেশ✓
ⓑ পাকিস্তান
ⓒ ভারত
ⓓ চীন
2. মমতা ব্যানার্জি কোথায় আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমন্ত্রিত হলেন?
ⓐ ইতালি✓
ⓑ আমেরিকা
ⓒ বাংলাদেশ
ⓓ সৌদি আরব।
3. কোন দিনটি প্রতিবছর "আন্তর্জাতিক অঙ্গদান দিবস" হিসেবে পালিত হয়?
ⓐ 10 আগস্ট
ⓑ 11 আগস্ট
ⓒ 12 আগস্ট
ⓓ 13 আগস্ট ✓
4. প্রথম "হিমালয়ান চলচ্চিত্র উৎসব" কোথায় আয়োজিত হবে?
ⓐ সিকিম
ⓑ নৈনিতাল
ⓒ লাদাখ ✓
ⓓ জম্মু-কাশ্মীর
5. কোন দেশে ভারতের হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন বি. নাগাভুষণ রেড্ডি?
ⓐ সিঙ্গাপুর
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ পেরু
ⓓ মালেশিয়া✓
6. কোন রাজ্য সরকার “Indira Gandhi urban Credit Card Scheme” শুরু করেছে?
[A] ছত্তিসগড়
[B] মহারাষ্ট্র
[C] উত্তরাখণ্ড
[D] রাজস্থান✓
7. নিম্নলিখিত কোন সংস্থা সাবসনিক ক্রুজ মিসাইল “Nirbhay” -এর সফল পরীক্ষণ করেছে?
[A] BDL
[B] DRDO✓
[C] ISRO
[D] BEL
8. “Durand Cup 2021” ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্টিত হবে?
[A] চন্ডিগড়
[B] কোলকাতা✓
[C] ভোপাল
[D] মুম্বাই
9. সম্প্রতি, প্রকাশিত ‘The Great Hindu Civilisation: Achievement, Neglect,Bias and the Way Formed’ পুস্তকটি কে লিখেছেন?
[A] কৌশিক ক্ষত্রী
[B] রাজ্ কুমার
[C] অরুন্ধতী রায়
[D] পবন কুমার বর্মা✓
10. কোন রাজ্য সরকার Covid-19 -এর কারনে অনাথ শিশুদের শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে 1 শতাংশ আসন সংরক্ষন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
[A] রাজস্থান
[B] মহারাষ্ট্র✓
[C] উত্তরপ্রদেশ
[D] গুজরাট
11. Cashify কোম্পানির প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ অক্ষয় কুমার
ⓑ মহেন্দ্র সিং ধোনি
ⓒ রাজকুমার রাও✓
ⓓ প্রভাষ
12. কোন দেশ ব্যালিস্টিক মিসাইল "গজনবী" এর সফল পরীক্ষা করলো?
ⓐ চীন
ⓑ পাকিস্তান ✓
ⓒ ভারত
ⓓ আমেরিকা
13. কোন দেশ ভার্চুয়ালি "IBSA Tourism Ministers" বৈঠক আয়োজন করল?
ⓐ ভারত✓
ⓑ ব্রাজিল
ⓒ সাউথ আফ্রিকা
ⓓ আমেরিকা
14. সম্প্রতি গঙ্গাপ্রসাদ কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলেন?
ⓐ মনিপুর ✓
ⓑ মিজোরাম
ⓒ ত্রিপুরা
ⓓ ঝারখান্ড
15. "Health Quest Study" ইভেন্ট কে উদ্বোধন করলেন?
ⓐ কে .সিভান ✓
ⓑ অমর্ত্য সেন
ⓒ সনু সুদ
ⓓ নীরাজ চোপরা
No comments:
Post a Comment