Saturday, August 21, 2021

Bengali Current Affairs 21st August, 2021

 



 Bengali Current Affairs 21 August, 2021

1. World Photography Day পালন করা হয় কবে?

ⓐ ১৯শে জুন
ⓑ ১৯শে আগস্ট✓
ⓒ ২৯শে জুলাই
ⓓ ৯ই সেপ্টেম্বর


2.. কোন রাজ্য Anti Terrorist Squad (ATS) ট্রেনিং সেন্টার চালু করল?

ⓐ উত্তর প্রদেশ✓
ⓑ গুজরাট
ⓒ পাঞ্জাব
ⓓ কর্ণাটক


3.19th Spilimbergo Open Chess Tournament জিতলো ভারতের কোন দাবাড়ু?

ⓐ কোনেরু হামপি
ⓑ বিশ্বনাথন আনন্দ
ⓒ রৌনক সদ্বানী✓
ⓓ নিহাল সারিন


4. সম্প্রতি "Amway India" কাকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিয়োগ করলো?

ⓐ নীরাজ চোপরা
ⓑ বজরং পুনিয়া
ⓒ মীরাবাঈ চানু ✓
ⓓ লাভলিনা বর্গহাইন


5.কোন্ দেশের প্রধানমন্ত্রী " মুহিউদ্দীন ইয়াসিন" সম্প্রতি ইস্তফা দিলেন ?

ⓐ মালয়েশিয়া✓
ⓑ পাকিস্তান
ⓒ বাংলাদেশ
ⓓ আফগানিস্তান


6. সম্প্রতি, কবে ভারতের পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী -এর মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে?

[A] 14 আগস্ট
[B] 15 আগস্ট
[C] 16 আগস্ট✓
[D] 17 আগস্ট


7. সম্প্রতি, কবে “World Humanitarian Day 2021” পালিত হয়েছে?

[A] 16 আগস্ট
[B] 17 আগস্ট
[C] 18 আগস্ট
[D] 19 আগস্ট✓

8. ‘SAGO’ নামে অ্যাডভাইসরী গ্রুপ গঠন করলো কোন সংস্থা?

ⓐ WHO✓
ⓑ UNESCO
ⓒ NATO
ⓓ UNO


9. ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের মুখ্য কোচ পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] জন স্মিথ
[B] রোহান শাস্ত্রী
[C] থমাস ব্যাক
[D] থমাস ডেনেরবি✓


10.কোন দেশের সাথে ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত?

ⓐ জাপান
ⓑ রাশিয়া
ⓒ মালদ্বীপ
ⓓ ইংল্যান্ড✓


11.সম্প্রতি প্রয়াত Maki Kaji, কোন পাজল গেমের স্রষ্টা ছিলেন?

ⓐ ক্যান্ডি ক্রাশ
ⓑ সুডোকু✓
ⓒ রুবিকস কিউব
ⓓ ব্রেন টিজার


12. আরও কত বছরের জন্য ভারতের জাতীয় হকি টিমের স্পনসর হবে উড়িষ্যা সরকার?

ⓐ ১২ বছর
ⓑ ৫ বছর
ⓒ ১০ বছর✓
ⓓ ৭ বছর

13. "The Dream of Revolution: A Biography of Jayaprakash Narayan” শিরোনামে বই লিখলেন কে?

ⓐ বিমল প্রসাদ
ⓑ সুজাতা প্রসাদ
ⓒ বিমল প্রসাদ এবং সুজাতা প্রসাদ ✓
ⓓ উপরের কেউ নয়

14.কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন খেলোয়াড়?

ⓐ নীরাজ চোপড়া
ⓑ রবি কুমার দোহিয়া
ⓒ অভিনব বিন্দ্রা
ⓓ পারাত্তু রবীন্দ্রন সৃজেশ✓


15. সম্প্রতি, প্রকাশিত “A Different Route to Success” পুস্তকটি কে লিখেছেন?

[A] বিমল জালান
[B] অমিতাভ ঘোষ
[C] রমন মিশ্রা
[D] রমেশ নারায়ণ✓


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...