Saturday, August 21, 2021

Bengali Current Affairs 18th August, 2021


Bengali Current Affairs 18th August, 2021

1. কোন রাজ্য তাদের নিজস্ব "পদ্ম পুরস্কার' চালু করার কথা ঘোষণা করল?

ⓐ আসাম 

ⓑ পাঞ্জাব

ⓒ কেরালা ✓

ⓓ কর্ণাটক 


2. . কোন রাজ্য e-FIR রেজিস্ট্রেশন পরিষেবা চালু করল?

ⓐ গুজরাট
ⓑ কর্ণাটক
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ ঝারখান্ড

3. ভারতের প্রথম Drone Forensic Lab & Research Centre তৈরি হচ্ছে কোন রাজ্যে?

ⓐ কেরালা✓
ⓑ কর্ণাটক
ⓒ মহারাষ্ট্র
ⓓ তামিলনাড়ু


5. সম্প্রতি, কোন কেন্দ্রীয় মন্ত্রী দেশব্যাপী “Fit India Freedom Run 2.0” শুরু করেছেন?

[A] পীযূষ গোয়েল
[B] নির্মলা সীতারমন
[C] সঞ্জয় মাজরেকার 
[D] অনুরাগ ঠাকুর✓

6. নিম্নলিখিত কোন দেশ 17 আগস্ট তারিখে স্বাধীনতা দিবস পালন করে?

[A] মালেশিয়া
[B] ইন্দোনেশিয়া✓
[C] শ্রীলংকা
[D] থাইল্যান্ড

7. তালিবান ফোর্সের দ্বারা ক্ষমতা দখল হওয়ায় কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলো Ashraf Ghani?

ⓐ পাকিস্তান
ⓑ আফগানিস্তান✓
ⓒ কিরগিস্থান
ⓓ উজবেকিস্তান

8. ‘Union Home Minister’s Medal for Excellence in Investigation’ দ্বারা সম্মানিত হলেন ত্রিপুরার কোন মহিলা সাব-ইন্সপেক্টর?

ⓐ সুমনা মজুমদার
ⓑ গার্গী মুখার্জি
ⓒ বিদিশা পায়রা
ⓓ রীতা দেবনাথ✓

9. সম্প্রতি কোন রাজ্যের এয়ারপোর্টের নাম মহারাজা অগ্রসেনার নামে রাখা হলো?

ⓐ পাঞ্জাব
ⓑ মহারাষ্ট্র
ⓒ হরিয়ানা✓
ⓓ গুজরাট

10. ২০২০-২১ সালে ভারতে বিলিয়নার-এর সংখ্যা কমে কত হলো?

ⓐ ১৩৬ জন✓
ⓑ ১৪১ জন
ⓒ ১৩৫ জন
ⓓ ১৩০ জন

11.হরিয়ানার নতুন DGP হিসাবে কে নিযুক্ত হলেন?

ⓐ এম. এস. চ্যাটার্জি
ⓑ প্রশান্ত কুমার আগার্বাল✓
ⓒ আশীষ চক্রবর্ত্তী
ⓓ তরুণ সামন্ত

12. 2021 সালের আগস্ট মাসের মধ্যে সারা ভারতে কতগুলি "প্রধানমন্ত্রী জন ঔষধি" কেন্দ্র স্থাপন করা হলো ?

ⓐ 15000
ⓑ 10000
ⓒ 9000
ⓓ 8000✓

13. সম্প্রতি প্রয়াত Gerd Muller, কোন দেশের প্রখ্যাত ফুটবলার ছিলেন?

ⓐ আর্জেন্টিনা
ⓑ ব্রাজিল
ⓒ জার্মানি✓
ⓓ ইংল্যান্ড


14.সম্প্রতি অবসর ঘোষণাকারী উন্মুক্ত চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ ক্রিকেট✓
ⓑ ফুটবল
ⓒ হকি
ⓓ গল্ফ


15.সম্প্রতি কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন বিনোদ কে. দশরী?

ⓐ Hero Moto
ⓑ TVS
ⓒ Royal Enfield✓
ⓓ Yamaha


16.ডিফেন্স আইটেম কেনার জন্য কোন দেশকে ১০০ মিলিয়ন ডলার লোন দিল ভারতের Exim Bank?

ⓐ মালদ্বীপ
ⓑ মরিশাস✓
ⓒ মায়ানমার
ⓓ মালেশিয়া


17. কোন দিনটি প্রত্যেক বছর পার্সি নববর্ষ হিসেবে পালিত হয়?

ⓐ 14 আগস্ট
ⓑ 15 আগস্ট
ⓒ 16 আগস্ট✓
ⓓ 17 আগস্ট


18. কোন ব্যাংক ভারতীয় প্যারা অলিম্পিক কমিটির সাথে চুক্তি করলো?

ⓐ Indian Bank ✓
ⓑ Bandhan Bank
ⓒ SBI
ⓓ ICICI Bank


19. স্যাটেলাইট ফোন যুক্ত ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?

ⓐ সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক
ⓑ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ✓
ⓒ জিম করবেট  ন্যাশনাল পার্ক
ⓓ ভরতপুর ন্যাশনাল পার্ক


20. কোন রাজ্য অলিম্পিক পদকজয়ী "লাভলিনা বর্গহাইন" কে DSP পদে নিয়োগ করলো ?

ⓐ গুজরাট 

ⓑ আসাম ✓

ⓒ বিহার 

ⓓ ছত্রিশগড় 


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...