Saturday, August 21, 2021

Bengali Current Affairs 20th August, 2021

 


Bengali Current Affairs 20th August, 2021

1. কোন ভারতীয় মহিলাকে জাতিসঙ্ঘে মহিলা প্রবক্তা নিযুক্ত করা হয়েছে?

[A] মানুষী সিং
[B] মিনল কুমারী
[C] উজ্জ্বলা কাপুর
[D] জোয়া আগারওয়াল✓


2. স্বাধীনতার 75 বছরপূর্তি উপলক্ষে কতগুলি "বন্দে ভারত ট্রেন" চালু করা হয়েছে?

ⓐ 50
ⓑ 60
ⓒ 70
ⓓ 75 ✓


3. কোন ভারতীয় কে প্রথম আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান দ্বারা সম্মানিত করা হবে?

ⓐ সরদার বল্লভ ভাই প্যাটেল
ⓑ সুভাষচন্দ্র বসু
ⓒ মহাত্মা গান্ধী ✓
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর


4. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রত্যেক স্কুলে দেশভক্তি পাঠ্যক্রম চালু করল?

ⓐ দিল্লি✓
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ আন্দামান
ⓓ উত্তর প্রদেশ


5. কোন রাজ্য সরকার e -crop survey ইনিশিয়েটিভ লঞ্চ করল?

ⓐ উত্তর প্রদেশ
ⓑ মহারাষ্ট্র ✓
ⓒ ঝাড়খন্ড
ⓓ মধ্যপ্রদেশ


6. " Ramrao : The Story of India's Farm Crisis শিরোনামে বই লিখলেন কে?

ⓐ রোমিলা থাপার
ⓑ রাস্কিন বন্ড
ⓒ জয়দীপ হার্দিকার ✓
ⓓ অরুন্ধতী রায়

7. গভর্ন্যান্স সিস্টেমে স্বচ্ছতা আনতে কোন রাজ্য 'PROOF'  নামক মোবাইল অ্যাপ লঞ্চ করল?

ⓐ দিল্লি
ⓑ জম্মু-কাশ্মীর ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ


8. চীন কত সালের মধ্যে সমস্ত দেশকে কার্বন নিউট্রাল করার কথা ঘোষণা করলো ?

A. 2025
B. 2030
C. 2060✓
D. 2067


9. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি ?

ⓐ গাজিয়াবাদ
ⓑ হটান ✓
ⓒ বেনারস
ⓓ লাহোর


10. 2021 সালের আগস্ট মাসে কোন রাজ্যে প্রথমবারের মতো কৃষির জন্য আলাদা বাজেট পেশ করা হয় ?

A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. তামিলনাড়ু✓
D. পশ্চিমবঙ্গ


11. সম্প্রতি, কোন দেশে “World Youth Archery Championships 2021” অনুষ্ঠিত হয়েছে?

[A] চীন
[B] জাপান
[C] রাশিয়া
[D] পোল্যান্ড✓


12. কোন রাজ্য সরকার “রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবক অভিযান” শুরু করেছে?

[A] উত্তরাখন্ড
[B] উত্তরপ্রদেশ✓
[C] ঝাড়খন্ড
[D] তেলেঙ্গানা


13. সম্প্রতি কে Jio MAMI Film Festival এর চেয়ারম্যান নিযুক্ত হলেন?

ⓐ প্রিয়াঙ্কা চোপড়া ✓
ⓑ দীপিকা পাড়ুকোন
ⓒ নিতা আম্বানি
ⓓ ঐশ্বর্য রাই


14. কোন রাজ্য সরকার “স্বাস্থ্য কল্যাণ যোজনা” -এর অধীনে 3.5 কোটি রাজ্যবাসীকে স্মার্ট হেলথ কার্ড প্রদানের ঘোষণা করেছে?

[A] কেরালা
[B] উড়িষ্যা✓
[C] ঝাড়খন্ড
[D] কর্ণাটক


15. “ICC Men’s T20 World Cup 2021” কবে শুরু হবে?

[A] 15 অক্টোবর
[B] 16 অক্টোবর
[C] 17 অক্টোবর✓
[D] 18 অক্টোবর


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...