Bengali Current Affairs 19th August, 2021
1.সম্প্রতি কত গুলি জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো?
ⓐ ৫টি
ⓑ ৩টি
ⓒ ৪টি✓
ⓓ ৭টি
2. ‘Honour FIRST’ ইনিশিয়েটিভ এর জন্য কোন ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় নেভি?
ⓐ রিজার্ভ ব্যাঙ্ক
ⓑ Axis Bank
ⓒ IDFC First Bank✓
ⓓ HDFC Bank
3.পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাংকের উদ্বোধন হল কোথায়?
ⓐ দিল্লি ✓
ⓑ গুজরাট
ⓒ কর্ণাটক
ⓓ পাঞ্জাব
4.সম্প্রতি, Hakainde Hichilema (হাকাইন্ডে হিচিলমা) কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতেছেন?
[A] আর্মেনিয়া
[B] নাইজেরিয়া
[C] জাম্বিয়া✓
[D] কংগো
5. কোন রাজ্য বন্দনা কাটারিয়া কে "বেটি বাঁচাও বেটি পড়াও" যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করলো?
ⓐ আসাম
ⓑ রাজস্থান
ⓒ উত্তর প্রদেশ
ⓓ উত্তরাখান্ড ✓
6. কোন রাজ্য নতুন চারটি জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে?
ⓐ ঝাড়খন্ড
ⓑ বিহার
ⓒ ত্রিপুরা
ⓓ ছত্রিশগড় ✓
7.সম্প্রতি National Youth Award পেলেন কে?
ⓐ মহম্মদ আজম✓
ⓑ মহম্মদ আনিস
ⓒ অভিজিৎ ব্যানার্জি
ⓓ কমলেশ শর্মা
8.কোন তেল কোম্পানি ‘FuelKart’ -এর নামে হোম ডেলিভারি শুরু করেছে?
[A] Reliance
[B] BPCL ✓
[C] Essar
[D] IOCk
9. ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করার ঘোষণা করলো কোন দেশ?
ⓐ আমেরিকা
ⓑ কানাডা✓
ⓒ রাশিয়া
ⓓ জাপান
10.কোন রাজ্য ‘Investor Summit 2021’ -এর আয়োজন করেছে?
[A] মহারাষ্ট্র
[B] পশ্চিমবঙ্গ
[C] উত্তর প্রদেশ
[D] গুজরাট✓
11. সম্প্রতি, প্রকাশিত “Accelerating India: 7 Years Of Modi Government” পুস্তকটি কে লিখেছেন?
[A] অখিলেশ মিশ্রা✓
[B] শ্রীবাস্তব শশী
[C] বি. পি নাইডু
[D] অখিল জম্বাল
12. সম্প্রতি, কোন রাজ্যে “Aadi Pooram Festival” উদযাপিত হয়েছে?
[A] রাজস্থান
[B] উড়িষ্যা
[C] মেঘালয়
[D] তামিলনাড়ু✓
13. সম্প্রতি প্রকাশিত "Fateful Triangle: How China Shaped U.S.-India Relations During the Cold War "নামক বইটি কে লিখেছেন?
ⓐ ঝুম্পা লাহিরি
ⓑ বরিয়া মজুমদার
ⓒ তন্বী মদন ✓
ⓓ অরুন্ধতী রায়
14. কোন কেন্দ্রীয় মন্ত্রী "Operation Blue Freedom" অভিযান চালু করলেন?
ⓐ নরেন্দ্র মোদি
ⓑ ড: বীরেন্দ্র কুমার ✓
ⓒ অমিত শাহ
ⓓ স্মৃতি ইরানি
15. সম্প্রতি প্রয়াত চিন্ময় চ্যাটার্জি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ কাবাডি
ⓑ হকি
ⓒ ফুটবল✓
ⓓ ক্রিকেট
No comments:
Post a Comment