Bengali Current Affairs 8th August, 2021
1. ভারতের প্রথম মহিলা হকি প্লেয়ার হিসেবে অলিম্পিকে হ্যাট্রিক করলেন কোন খেলোয়ার ?
A. Mirabai chanu
B. Vandana Kataria✓
C. Lovlina Borgohain
D. Raniram Pal
2. টোকিও অলিম্পিকে ফাইনালে হার ভারতের Ravi Kumar Dahiya. তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. কুস্তি✓
B. দৌড়
C. সাতার
D. বক্সিং
4. প্রতিবছর “জাতীয় তাঁত দিবস বা National Handloom Day ” কবে পালিত হয়?
[A] 6 আগস্ট
[B] 7 আগস্ট✓
[C] 8 আগস্ট
[D] 9 আগস্ট
5. 2022 সালের ডিফেন্স এক্সপো কোন শহরে অনুষ্ঠিত হবে ?
A. কোলকাতা
B. দিল্লী
C. কোচি
D. গান্ধিনগর✓
6. Narcotics Control Bureau এর প্রধান কে নিযুক্ত হলেন ?
A. SN Pradhan✓
B. Vinay Prakash
C. Abdulla Shahid
D. Spoorthi Priya
7. নতুন ব্যাঙ প্রজাতি মিনার্ভারিয়া পেন্টালি কোন অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে সম্প্রতি ?
A. সুন্দরবন
B. পশ্চিমঘাট✓
C. দার্জিলিং
D. জিম করবেট
8.সম্প্রতি কোথায় ভারতের প্রথম “অর্কিড সংরক্ষণ কেন্দ্র” খোলা হয়েছে ?
A. অরুনাচলপ্রদেশ
B. হিমাচলপ্রদেশ
C. উত্তরাখন্ড✓
D. বিশাখাপত্তানাম
9. সম্প্রতি ভারতের করোনা ভ্যাক্সিনেশন প্রোগ্রামের জন্য কোন দেশ ভারত কে 25 মিলিয়ন ডলারের অর্থ সাহায্য করলো ?
A. কানাডা
B. রাশিয়া
C. ইজরায়েল
D. আমেরিকা✓
10. Quinn প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে খেললেন। ইনি কোন দেশের প্লেয়ার ?
A. দক্ষিণ কোরিয়া
B. কানাডা✓
C. অস্ট্রেলিয়া
D. আয়ারল্যান্ড
11. টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় রেলওয়ের কর্মী দের কত কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো ভারতীয় রেল ?
A. 1কোটি
B. 2কোটি
C. 3কোটি✓
D. 4কোটি
12. টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কোন কোন ভারতীয় ছবি নির্বাচিত হলো ?
A. Paka & Dug Dug✓
B. Gita Rani & Queen
C. I Am Kalam & Into The Wild
D. Schindler’s list & The Shawshank Redemption
13. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘মডেল হেপাটাইটিস বি চিকিৎসা কেন্দ্র’ লঞ্চ করলেন ?
A. পশ্চিমবঙ্গ
B. রাজস্থান
C. মনিপুর✓
D. কেরলা
14. কাকে CR Rao স্বর্ণপদক পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে?
ⓐ অমর্ত্য সেন
ⓑ জগদিশ ভগবতী
ⓒ সি রঙ্গরাজন
ⓓ জগদীশ ভগবতী এবং সি রঙ্গরাজন ✓
15. ভারতের প্রথম যুদ্ধজাহাজ হিসেবে কোন যুদ্ধজাহাজকে উড়িষ্যার গোপালপুর ঐতিহ্যবাহী বন্দরে আমন্ত্রণ করা হয়েছে?
ⓐ INS বিক্রান্ত
ⓑ INS খঞ্জর ✓
ⓒ INS পৃথ্বী
ⓓ INS অভয়
No comments:
Post a Comment