Friday, August 13, 2021

Bengali Current Affairs 9th August, 2021

 


Bengali Current Affairs 9th August, 2021

1.রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো?

ⓐ অটল বিহারী বাজপেয়ী
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ ধ্যান চাঁদ✓
ⓓ প্রণব মুখার্জি

2. Zoological Survey of India(ZSI)-এর প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ মনামি পাল
ⓑ ধৃতি ব্যানার্জি✓
ⓒ মালা সর্দার
ⓓ ব্রততী মালিক

3. কোন মন্ত্রক "Biotic Pride Guidelines" প্রকাশ করল?

ⓐ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক✓
ⓑ রেল মন্ত্রক
ⓒ শিক্ষা মন্ত্রক
ⓓ কোনোটিই নয়

4. কোন রাজ্য সরকার বেকারত্ব নির্মূল করতে “Har Hith Store Scheme” শুরু করেছে?

[A] হরিয়ানা✓
[B] রাজস্থান
[C] গুজরাট
[D] পাঞ্জাব

5. সম্প্রতি, প্রকাশিত “Leopard Diaries – The Rosette in India” পুস্তকটি কে লিখেছেন?

[A] সঞ্জীব মনহাস
[B] কৌশিক বসু
[C] রজত কুমার
[D] সঞ্জয় গুব্বি✓

6. নিম্নলিখিত কোনটির সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বেকারত্বের কারণে 24% আত্মহত্যার মামলা বৃদ্ধি পেয়েছে?

[A]  NITI Aayog
[B] Ministry of Information and Broadcasting
[C] National Crime Records Bureau✓
[D] Election Commission

7. নিম্নলিখিত কোনটি “General Insurance Business (Nationalisation) Amendment Bill” পাশ করেছে?

[A] সুপ্রিম কোর্ট
[B] লোকসভা
[C] মহারাষ্ট্র হাইকোর্ট
[D] রাজ্যসভা✓

8. ভারতীয় পুরুষ হকি দল “টোকিও অলিম্পিক 2020” – এ কোন পদক জিতেছে?

[A] স্বর্ণ পদক
[B] রৌপ্য পদক
[C] ব্রোঞ্জ পদক✓
[D] কোনো পদক জিতেনি

9. কোন রাজ্য সরকার ‘Makkalai Thedi Maruthuvam’ (মক্কালাই থেডি মারুথুভম )নামক একটি স্বাস্থ্যসেবা প্রকল্প শুরু করেছে?

[A] কেরালা
[B] কর্ণাটক
[C] তামিলনাড়ু✓
[D] তেলাঙ্গানা

10. ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড Bvlgari-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী ?

A. কিয়ারা আদভানি
B. দীপিকা পাড়ুকোন
C. প্রিয়াঙ্কা চোপড়া✓
D. ঐশ্বর্য্য রাই বচ্চন

11.বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি.এম. কানাডে, কোন রাজ্যের নতুন লোকায়ুক্তা হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ দিল্লি
ⓑ পাঞ্জাব
ⓒ ঝাড়খণ্ড
ⓓ মহারাষ্ট্র✓

12.ভারতের কোন রাজ্যে সফটওয়্যার ল্যাব তৈরি করবে IBM কোম্পানী?

ⓐ কর্ণাটক
ⓑ কেরালা✓
ⓒ তামিলনাড়ু
ⓓ মহারাষ্ট্র

13.পঞ্চম দেশ হিসাবে ISA Framework Agreement স্বাক্ষর করলো কে?

ⓐ সুইডেন
ⓑ ডেনমার্ক
ⓒ জার্মানি✓
ⓓ শ্রীলংকা

14.সামুদ্রিক পার্ক গুলির প্রবাল ধ্বংস থেকে রক্ষা করতে সানস্ক্রিন প্রোডাক্ট ব্যান করলো কোন দেশের সরকার?

ⓐ থাইল্যান্ড✓
ⓑ মালদ্বীপ
ⓒ কানাডা
ⓓ সিঙ্গাপুর

15. Eurosport India চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা?

ⓐ আমির খান
ⓑ বরুণ ধাওয়ান
ⓒ শাহরুখ খান
ⓓ জন আব্রাহাম✓


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...