Saturday, September 25, 2021

Bengali Current Affairs 21st September, 2021


Bengali Current Affairs 21st September, 2021

1. 18 সেপ্টেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন ক্যাপ্টেন অমরিন্দার সিং?

ⓐ গুজরাট
ⓑ নাগাল্যান্ড
ⓒ পাঞ্জাব✓
ⓓ হরিয়ানা

2.National Small Industries Corporation Ltd.(NSIC)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

ⓐ মিতুল মধক
ⓑ অদিতি আরোরা
ⓒ কৌশিকী সেন
ⓓ অলকা নাঙ্গিয়া আরোরা✓

3. ‘Translating Myself and Others’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ ঝুম্পা লাহিড়ি✓
ⓑ অরুন্ধতী রায়
ⓒ তসলিমা নাসরিন
ⓓ কিরন শাহ

4.টি-২০ বিশ্বকাপের পর ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন পদে ইস্তফা দেবেন কে?

ⓐ মহেন্দ্র সিং ধোনি
ⓑ সৌরভ গাঙ্গুলি
ⓒ রোহিত শর্মা
ⓓ বিরাট কোহলি✓

5.United Nations Conference on Trade and Development(UNCTAD)-এর প্রথম মহিলা সেক্রেটারী জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Popy Akhter
ⓑ Rebecca Grynspan (রেবেকা গ্রিনস্প্যান)✓
ⓒ Rittle Stuart
ⓓ Santorini Paul

6.সম্প্রতি কোন রাজ্যের Sirarakhong Chilli & Tamenglong Orange জি. আই ট্যাগ পেলো?

ⓐ নাগাল্যান্ড
ⓑ অরুনাচল প্রদেশ
ⓒ মেঘালয়
ⓓ মনিপুর✓

7.সম্প্রতি “Matra Bhumi Yojana” লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ মহারাষ্ট্র
ⓑ কর্ণাটক
ⓒ উত্তরপ্রদেশ✓
ⓓ বিহার

8.Asian Snooker Championship জিতলো কোন খেলোয়াড়?

ⓐ আমির সারখোষ
ⓑ পঙ্কজ আদভানি✓
ⓒ অজিত আহুজা
ⓓ বিশ্বনাথন আনন্দ

9. লেটেস্ট FIFA Rankings-এ ভারতের স্থান কত?

ⓐ ১০৫
ⓑ ১০৬
ⓒ ১০৭✓
ⓓ ১০৮

10.সম্প্রতি প্রয়াত অলিম্পিকে দুবার সোনার মেডেল জয়ী অ্যাথলেট Yuri Sedykh (ইউরি সেদিখ), কোন দেশের নাগরিক?

ⓐ আমেরিকা
ⓑ ফ্রান্স
ⓒ রাশিয়া✓
ⓓ জাপান

11. সম্প্রতি কোন সংস্থা 2021 সালের আফ্রিকা ফুড প্রাইজ জিতলো ?

A. ICRISAT✓
B. NTPC
C. Spice Health
D. BHEL

12. প্রতিবছর কবে ‘International Coastal Cleanup Day’ বা ‘আন্তর্জাতিক উপকূল সচ্ছতা দিবস’ পালিত হয়?

[A] সেপ্টেম্বর মাসের তৃতীয় শুক্রবার
[B] সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার✓
[C] সেপ্টেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার
[D] সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার

13. ‘Surya Kiran-XV’ ভারতীয় সেনা এবং কোন দেশের মধ্যে সংযুক্ত সামরিক অনুশীলন?

[A] মালদ্বীপ
[B] নেপাল✓
[C] শ্রীলংকা
[D] বাংলাদেশ

14. সম্প্রতি, কবে “World Patient Safety Day 2021” পালিত হয়েছে? 

[A] 13 সেপ্টেম্বর
[B] 17 সেপ্টেম্বর✓
[C] 15 সেপ্টেম্বর
[D] 19 সেপ্টেম্বর

15. সম্প্রতি কোন রাজ্য ‘Caravan’ পর্যটন নীতি গ্রহণ করেছে ?

A. মহারাষ্ট্র
B. কেরালা✓
C. তামিলনাড়ু
D. অন্ধ্র প্রদেশ


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...