Friday, October 1, 2021

Bengali Current Affairs 22nd September, 2021

 Bengali Current Affairs 22nd September, 2021

1. সম্প্রতি, 20 সেপ্টেম্বর তারিখে কে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন?

[A] নভজোত সিং সিধ্ধু

[B] চরণচিৎ সিং চান্নি✓

[C] প্রকাশ সিং বাদল

[D] অম্বিকা সোনি

2. RBI Innovation Hub-এর চিফ টেকনোলজি অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অরুণ কুমার সিং

ⓑ বিজেন্দ্র রাওয়াত

ⓒ অমিত সাক্সেনা✓

ⓓ হার্শিত রাজা

3. Sustainable Development Goals-এর অ্যাডভোকেট হিসাবে কাকে নিযুক্ত করলো জাতি সংঘ?

ⓐ অমর্ত্য সেন

ⓑ ইন্দু মালহোত্রা

ⓒ মালালা ইউসুফজাই

ⓓ কৈলাশ সত্যার্থী✓


4. ‘Hyperice’ কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ বিরাট কোহলি✓

ⓑ অক্ষয় কুমার

ⓒ কৃতি স্যানন

ⓓ নিরাজ চোপড়া

5.সম্প্রতি ‘PRAGATI’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ Wipro

ⓑ Infosys

ⓒ LIC✓

ⓓ TCS


6.International Civil Aviation Organization (ICAO)-এর এভিয়েশন সিকিউরিটি কমিটির প্রথম মহিলা চেয়ার পারসন হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ অংশুলা রাও

ⓑ শেফালী জুনেজা✓

ⓒ দীপ্তি নন্দী

ⓓ মানবী বর্মন


7.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ কত শতাংশ হ্রাস পেয়েছে?

ⓐ ৫%

ⓑ ১৯%

ⓒ ২১%✓

ⓓ ২২%

8. বিশ্বে স্টক মার্কেটে ভারতের স্থান কত?

ⓐ প্রথম

ⓑ তৃতীয়

ⓒ পঞ্চম

ⓓ ষষ্ঠ✓


9.আমেরিকান কোডিং প্ল্যাটফর্ম ‘TYNKER’-কে কিনে নিলো কোন ভারতীয় কোম্পানি?

ⓐ Unacademy

ⓑ Byju's✓

ⓒ Pariskha

ⓓ Akash International


10.অডিও ও ফিল্ম প্রোডাকশন বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে "মিউজিক বাস" লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ দিল্লি✓

ⓑ কেরালা

ⓒ কর্ণাটক

ⓓ মহারাষ্ট্র


11. National Rifle Association of India (NRAI) -এর প্রেসিডেন্ট পদে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?

[A] সঞ্জয় বন্সল

[B] রনিন্দর সিং ✓

[C] অজয় পাল

[D] সঞ্জয় শর্মা


12. ভারতে নির্মিত বিশ্বের দীর্ঘতম মহাসড়ক দ্বারা কোন দুটি শহর যুক্ত হবে?

[A] দিল্লি-মুম্বাই✓

[B] দিল্লি-কোচি

[C] দিল্লি-হায়দ্রাবাদ 

[D] দিল্লি-রাঁচি

13. কোন রাজ্য বিধানসভা বাল্যবিবাহ নিবন্ধনের জন্য একটি বিল পাশ করেছে?

[A] মধ্যপ্রদেশ

[B] গুজরাট

[C] রাজস্থান✓

[D] কর্ণাটক

14. সম্প্রতি, কবে ‘International Day of Peace’ পালিত হয়েছে?

[A] 17 সেপ্টেম্বর

[B] 19 সেপ্টেম্বর

[C] 21 সেপ্টেম্বর✓

[D] 15 সেপ্টেম্বর

15. কোন পাবলিক সেক্টর ব্যাংক যুগ্মভাবে “Rajbhasa Kirti” পুরস্কার পেলো ?

A. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক

B. ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক✓

C. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আই.সি.আই.সি.আই ব্যাঙ্ক

D. কানাডা ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাংক


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...