Friday, October 1, 2021

Bengali Current Affairs 23rd September, 2021

 

Bengali Current Affairs 23rd September, 2021

1. মধ্যপ্রদেশের ছিন্দবারা বিশ্ববিদ্যালয় (Chhindwar University) -এর নাম পরিবর্তিত নাম কী?

[A] ভগবান শ্রীরাম বিশ্ববিদ্যালয়
[B] মহরানা প্রতাপ বিশ্ববিদ্যালয়
[C] রাজা শঙ্কর বিশ্ববিদ্যালয়✓
[D] অরুন জেটলি বিশ্ববিদ্যালয়

2.. কোন রাজ্য ‘Cooper Mahseer’ বা ‘Katley’ – কে রাজ্য মাছ ঘোষণা করেছে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ সিকিম✓
ⓒ গুজরাট
ⓓ মেঘালয়

3.পঙ্কজ ত্রিপাঠী কোন ব্যাঙ্কের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

ⓐ Paytm Payment Bank
ⓑ Airtel Payment Bank
ⓒ Fino Payments Bank✓
ⓓ কোনোটিই নয়

4.ভারতের ৭০তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে?

ⓐ হার্শিত রাজা
ⓑ অভিমন্যু মিশ্র
ⓒ রাজা ঋত্বিক✓
ⓓ কনেরু হাম্পি

5. সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য কোন কোম্পানির সাথে টাই আপ করলো NITI Aayog?

ⓐ Byju's✓
ⓑ Unacademy
ⓒ Udemy
ⓓ Pariskha

6.সম্প্রতি প্রয়াত মনোরমা মহাপাত্র কোন রাজ্যের প্রখ্যাত লেখিকা এবং সমাজ কর্মী ছিলেন?

ⓐ ত্রিপুরা
ⓑ উড়িষ্যা✓
ⓒ আসাম
ⓓ পশ্চিমবঙ্গ

7.Adani Enterprises-এর নতুন CEO এবং এডিটর-ইন-চিফ হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সঞ্জয় পাগুলিয়া✓
ⓑ অমিত সাক্সেনা
ⓒ বিধুন মিত্র
ⓓ অমিয় ঘোষ

8.গিরগিটির মতো রং পরিবর্তনে সক্ষম কৃত্রিম চামড়া তৈরি করলো কোন দেশের গবেষকরা?

ⓐ উত্তর কোরিয়া
ⓑ চীন
ⓒ দক্ষিণ কোরিয়া✓
ⓓ জাপান

9. Bigg Boss OTT-এর প্রথম বিজেতা হলেন কে?

ⓐ শমিতা শেট্টি
ⓑ দিব্যা আগার্বাল✓
ⓒ নিশান্ত ভাট
ⓓ রণবিজয় সিং

10.কোন রাজ্যের জল সংরক্ষণ ক্যাম্পেইনের গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মনিকা শেওকান্ড?

ⓐ রাজস্থান
ⓑ গুজরাট
ⓒ বিহার
ⓓ হরিয়ানা✓

11. “Global Innovation Index 2021” -এ ভারতের অবস্থান কত তম?

[A] 45তম
[B] 46তম✓
[C] 47তম
[D] 48তম

12. সম্প্রতি প্রকাশিত, ‘The three khans: and the emergence of new India’ পুস্তকটি লিখেছেন?

[A] ঝুম্পা লাহিড়ী
[B] সুনিতা ডোভাল
[C] কাবেরী বমজাই✓
[D] সলমান খান

13. সম্প্রতি, প্রয়াত Abdelaziz Bouteflika (আবদুল আজিজ বুতেফ্লিকা)(84) কোন দেশের পূর্ব রাষ্ট্রপতি ছিলেন?

[A] আলজেরিয়া✓
[B] মালদ্বীপ
[C] অস্ট্রেলিয়া
[D] তাজিকিস্তান

14. নিম্নের কোন সংস্থা “Shoonya” অভিযান চালু করলো ?

A. পরিবহন মন্ত্রক
B. রেল মন্ত্রক
C. নীতি আয়োগ✓
D. বিমান মন্ত্রক

15.  প্রকাশ শ্রীবাস্তব কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন ?

A. কলকাতা হাইকোর্ট✓
B. গুয়াহাটি হাইকোর্ট
C. এলাহাবাদ হাইকোর্ট
D. মাদ্রাজ হাইকোর্ট









,

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...