Monday, September 23, 2019

30 টি গুরুত্বপূর্ণ জিকে



                    30 টি গুরুত্বপূর্ণ জিকে




১) হিমবাহের কোন ভূমিরূপ এর আরেক নাম "এগস ইন বাস্কেট"?

ক) কোরি
খ) মোরেন
গ) এস্কার 
ঘ) ড্রামলিন✓            study with ishany


২) আলেকজান্ডার দ্বীপপুঞ্জ টি নিম্নলিখিত কোন দেশের শাসনাধীন?

ক) রাশিয়া 
খ) কানাডা 
গ) ব্রাজিল
 ঘ) আর্জেন্টিনা✓


৩) কর্ণের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি?

ক) কর্ণপটহ 
খ) ইনকাস 
গ) সিস্টোলিথ 
ঘ) ওটোলিথ ✓


৪) মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কত?

ক) ৩৩ টি ✓
খ) ৩৪ টি
গ) ৩৫ টি
ঘ) ৪০ টি


৫) কোন তারিখে ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির দিবস বা সদ্ভাবনা দিবস পালিত হয়?

ক) 21 আগস্ট 
খ) 20 আগস্ট ✓           study with ishany
গ) 14 ই আগস্ট 
ঘ) 15 ই আগস্ট


৬) 'Half Girlfriend 'বইটি কার লেখা?

ক) ভি এস নাইপল
খ) বাণী বসু 
গ) চেতন ভগত ✓
ঘ) যশবন্ত সিং


৭) কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?

ক)1860 
খ) 1862 ✓
গ) 1870
ঘ) 1864


৮) "অব্যক্ত"  এর রচয়িতা কে?

ক) স্বামী বিবেকানন্দ
খ) অরবিন্দ ঘোষ
গ) আচার্য জগদীশচন্দ্র বসু ✓  study with ishany
 ঘ) জহরলাল নেহেরু


৯) বেহালা বাদ্যযন্ত্র র কটি তার থাকে?

ক) ছটি
খ) পাঁচটি
গ) চারটি✓
ঘ) সাতটি


১০) সবুজ গ্রন্থি কার রেচন অঙ্গ?

ক) চিংড়ি ✓
খ) আরশোলা
গ) এমিবা
ঘ) কোনোটিই নয়


১১) মানবদেহের ক্ষুদ্রতম হার কোন অঙ্গে অবস্থিত?

ক) হাত
খ) পা
গ) কান✓                 study with ishany
ঘ) নাক

১২) ভারতের উচ্চতম বাঁধ কোনটি?

ক) ভাকরা নাঙাল
খ) হিরাকুদ
গ) তেহরী✓
ঘ) কোনটি নয়


১৩) শক্তিস্থল কার সমাধিস্থল?

ক) জহরলাল নেহেরু
খ) রাজীব গান্ধী
গ) ইন্দিরা গান্ধী✓
ঘ) কোনোটিই নয়


১৪) হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্র বাজান?

ক) সেতার
খ) সরোদ
গ) বাঁশি✓
ঘ) তবলা

১৫) সোনালী তন্তু কাকে বলে?

ক) পাট✓
খ) ধান                         study with ishany
গ) গম
ঘ) কার্পাস


১৬) সিকিম কত সালে স্বাধীন অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে?

ক) 1975✓
খ) 1980
গ) 1981
ঘ) 1982


১৭) "One Century is Not Enough " কার আত্মজীবনী?

ক) শচীন টেন্ডুলকার
খ) রাহুল দ্রাবিড়
গ) সৌরভ গাঙ্গুলী✓
ঘ) কোনোটিই নয়


১৮) ভারতের প্রথম মিসাইল এর নাম কি?

ক) পৃথ্বী✓
খ) ব্রম্য
গ) তেজস
ঘ) অগ্নি

১৯) গ্রীন পার্ক ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত?

ক) দিল্লি
খ) কানপুর✓                    study with ishany
গ) কটক
ঘ) চেন্নাই

২০) বাস্কেটবলে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?

ক) 5 জন✓
খ) 6 জন
গ) 7 জন
ঘ) 9 জন



২১) বিশ্ব ওজোন দিবস কবে পালন করা হয়?

ক) 10 সেপ্টেম্বর 
খ) 12 সেপ্টেম্বর 
গ) 16 সেপ্টেম্বর ✓
ঘ) 18 সেপ্টেম্বর


২২) সুবর্ণ কোন যুগের মুদ্রা?

ক) পাল যুগ 
খ) গুপ্ত যুগ ✓
গ) মুঘল যুগ                     study with ishany
ঘ)  কোনোটিই নয়


২৩)" Waiting for the Mahatma" বইটির লেখক কে?

ক) শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ
খ) R.k. নারায়ান✓
গ) ভি এস নইপাল
ঘ) যশবন্ত সিং


২৪) বীরহোর কোথাকার উপজাতি?

ক) উত্তর প্রদেশ
খ) মধ্যপ্রদেশ✓
গ) জম্মু-কাশ্মীর
ঘ) ঝাড়খন্ড


২৫) বিগবেন কোথায় অবস্থিত?

ক) লন্ডন✓
খ) অস্ট্রেলিয়া
গ) প্যারিস
 ঘ) রাশিয়া


২৬) ডেন্ড্রলজি কি?

ক) উদ্ভিদ সম্পর্কিত বিদ্যা ✓study with ishany
খ) পতঙ্গ সম্পর্কিত বিদ্যা
গ) পাখি সম্পর্কিত বিদ্যা 
ঘ) ফুল সম্পর্কিত বিদ্যা

২৭) হাইড্রোজেন জালানো হলে কি উৎপন্ন হয়?

ক) অক্সিজেন 
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) জল✓
ঘ) কোনো পরিবর্তন হবে না

২৮) বায়ুযান রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়?

ক) সিসা 
খ) অ্যালুমিনিয়াম ✓          study with ishany
গ) নিকেল
 ঘ) তামা


২৯) ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় প্রকাশিত বিখ্যাত গ্রন্থ" ইন্ডিয়া ফর ইন্ডিয়ান" পুস্তকের লেখক কে?

ক) চিত্তরঞ্জন দাস✓
খ) জহরলাল নেহেরু
গ) সরদার বল্লভ ভাই প্যাটেল
ঘ) মতিলাল নেহেরু


৩০) ব্ল্যাক আর্থ এই রোগটি কিসের উপর প্রভাব বিস্তার করে?

ক) ধান 
খ) আখ 
গ) কার্পাস✓           study with ishany
ঘ) গম

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...