Monday, September 23, 2019

25 টি জি কে


                       25 টি গুরুত্বপূর্ণ জি কে




১) প্রাসাদ নগরী কাকে বলা হয়? — কলকাতা।


২)উত্তরের ভেনিস কাকে বলা হয়? — স্টকহোম।


৩) সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? - 0°C এবং 100°C।


৪) ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন ও উৰ্ব্ব স্থিরাঙ্ক কত? —32°F এবং 212°F।


৫) সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন কে? - সুইডিশ বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস।


৬) ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন কে? - ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল।


৭) মূত্রে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে কি বলে? - গ্লাইকোসুরিয়া।


৮) পরাগযোগ ও নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন কে কি  বলা হয় ? -পার্থেনোকার্পি।


৯) জলসমের CGS ও SI একক কী?-  যথাক্রমে গ্রাম ও কিগ্রা।


১০) সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয়? - অসদ।


১১) প্রকৃতিতে সৃষ্ট আভ্যন্তরীণ প্রতিফলনের একটি উদাহরন -  হল মরীচিকা।


১২) বইয়ের ছােট অক্ষর এবং ঘড়ির সূক্ষ্ম যন্ত্রপাতি দেখার জন্য কোন কাচ ব্যবহৃত হয়? - বিবর্ধক কাচ।


১৩) কোন বিজ্ঞানী পরমাণুর মধ্যে নিউটনের উপস্থিতি প্রমাণ করেন? -  স্যাডউইক।


১৪) মূল সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা ছিল কয়টি? - 47টি (বর্তমানে 52 টি)।


১৫) প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল? - 1951 খ্রিস্টাব্দে।


১৬) প্রতিহার বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা কে ছিলেন ? -প্রথম নাগভট্ট।


১৭) প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?-  মিহিরবাজ।


১৮) সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?- হেমন্ত সেন।


১৯) বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ কে ছিলেন? - - -অতীশ দীপঙ্কর।


২০) চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? - দ্বিতীয় পুলকেশী।


২১) চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ কাকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা হিসাবে অভিহিত করেছিলেন? - দ্বিতীয় পুলকেশী।


২২) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? - দন্তি দুর্গ।


২৩) রাজেন্দ্র চোল কোন উপাধি ধারণ করেছিলেন?— গঙ্গাইকন্ড ও উত্তম চোল।


২৪) লক্ষ্মণ সেনের সভাপতি কে ছিলেন?-  হলায়ুধ।


২৫) গুপ্তযুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কে? - আর্যভট্ট ও বরাহমিহির

..........................................................................

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...