Monday, September 23, 2019

50 টি গুরুত্বপূর্ণ জিকে




                       50 টি গুরুত্বপূর্ণ জিকে


CLEARKSHIP/ মিসলেনিয়াস/ কনস্টেবল/ WBCS


১) অর্নিথলজি কি?

ক) অস্থি সংক্রান্ত বিদ্যা
খ) পক্ষী সংক্রান্ত বিদ্যা ✓
 গ) গন্ধ সংক্রান্ত বিদ্যা
 ঘ) ওপরের কোনোটিই নয়

২) " Dermatology " নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?

ক) বংশগতি
খ) ম্যালেরিয়া             Study with ishany
গ) চর্ম ও চর্ম রোগ ✓
 ঘ) রোগ

৩) মাওরি উপজাতি কোথায় বসবাস করে ?

ক) কানাডা
খ) অস্ট্রেলিয়া
গ) জাপান
 ঘ) নিউজিল্যান্ড✓


৪) ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন কত নং ধারায়?

ক) 352 নং ✓
খ) 353 নং
গ) 354 নং
ঘ) 356 নং

৫) কৃত্তিম বীজ তৈরিতে কিসের প্রলেপ দেওয়া হয়?

ক) সোডিয়াম এলজিনেট✓
খ) সোডিয়াম সাইট্রেট
গ) সোডিয়াম কার্বনেট          Study with ishany
ঘ) পারদ

৬) পদার্থের চতুর্থ অবস্থা কি?

ক) প্লাজমা✓
খ) কঠিন
গ) আঠালো
 ঘ) চরম শীতল

৭) উপজাতি সম্প্রদায়ের প্রথম মহিলা পাইলট কে?

ক) অমৃতা সরেন
খ) অনুপ্রিয়া লাকরা✓
গ) সাবিতা কিস্কু
ঘ) রিতা টুডু


৮) অর্থনীতি হলো -

ক) কম্পিউটার বিজ্ঞান
খ) ভৌতবিজ্ঞান
গ) কলা বিজ্ঞান✓
ঘ)প্রাকৃতিক বিজ্ঞান


৯) মাইক্রোসফট ইন্ডিয়ান নতুন এমডি কে হলেন?

ক) রাজীব কুমার ✓
খ) প্রেরণা সিংহ
গ)  সুনিল আরোরা                Study with ishany
ঘ) সুশান্ত সিং

১০) RBCএর গড় আয়ু কত দিন ?

ক) 120 দিন✓
খ) 140 দিন
গ) 160 দিন
ঘ)  90 দিন

১১) "দ্য রিপাবলিক " গ্রন্থের লেখক কে?

ক) প্লেটো ✓
খ) ম্যাকিয়াভেলি
গ) জেমস মিল
ঘ) বেন্থাম

১২) IR8, IR18 এগুলি কি ?

ক) ধানের প্রকার✓
খ) গমের প্রকার
গ) গাছের রোগ                 Study with ishany
ঘ) পশুর রোগ

১৩) আত্মঘাতী থলি কাকে বলে?

ক) মাইট্রোকন্ডিয়া
খ) সেন্ট্রোজোম
গ) লাইসোজোম ✓
ঘ) গলগী বডি

১৪) সজীব জীব কোষের আবিষ্কারক কে?

ক) লিউয়েন হুক✓
খ) মেন্ডেলিফ
গ) মেন্ডেল
ঘ)ওয়াটসন

১৫) Vit E এর রাসায়নিক নাম কি?

ক) টকেফেরাল ✓
খ) ক্যালসিফেরোল
গ) রেটিনোল
ঘ) কোনোটিই নয়

 ১৬) আরশোলার হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ বিভক্ত ?

ক) 13 টি ✓
খ) 15 টি
গ) 19 টি
 ঘ) 21টি


১৭) সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানত না?

ক) ঘোড়া ✓
খ) গরু                            Study with ishany
গ) কুকুর
ঘ) ভেড়া


১৮) "Socialist" শব্দটি ভারতীয় সংবিধানের  মুখবন্ধে যোগ করা হয় কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে?

ক) 38 তম সংশোধনী আইন
খ) 42 তম সংশোধনী আইন✓
গ) 46তম সংশোধনী আইন
ঘ) 44তম সংশোধনী আইন

১৯) Global innovation index 2019 ভারতের স্থান কত?

ক) 44
খ) 52 ✓
গ) 55
ঘ) 58


২০) বায়ুমন্ডলের কোন গ্যাসটি সূর্যালোকের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি কে প্রতিহত করে এবং জীবকুল কে ধ্বংসের হাত থেকে রক্ষা করে?

ক) হিলিয়াম
খ) অক্সিজেন
 গ) ওজন ✓
 ঘ) মিথেন


২১) মানুষের নখ কি দিয়ে তৈরি?

ক) পিগমেন্ট
খ) ইলাস্টিন
গ) অ্যালবুমিন                  Study with ishany
 ঘ) কেরাটিন✓

২২) দিলীপ ট্রফি 2019 কে জিতল?

ক) ইন্ডিয়া রেড ✓
খ) ইন্ডিয়া ব্লু
গ) ইন্ডিয়া গ্রীন
ঘ) ইন্ডিয়াইয়োলো

২৩) রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়ি কে কি বলে?

ক) বার্খান
খ) সিফ
গ) ধন্ড
ঘ) ধ্রিয়ান✓


২৪) গাজর কি?

ক) মূল ✓
খ) কাণ্ড
গ) ফুল
 ঘ) ফল


২৫) আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন তরলের?

ক) অ্যালকোহল
খ)  পারদ
গ) জল✓
ঘ) কেরোসিন

২৬) ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য কি ?

ক) মান
খ) দিক
গ) মান ও  দিক✓             Study with ishany
ঘ) কোনাটিই নয়

২৭) "হরিয়ানা হ্যারিকেন "নামে কে পরিচিত?

ক) বীরেন্দ্র শেবাগ
খ) শচীন টেন্ডুলকার
গ) কপিল দেব✓
ঘ) মহেন্দ্র সিং ধোনি


২৮) 4° সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার জলের ভর কত?

ক) 1 গ্রাম
খ) 1 কেজি✓
গ) 1 মিলিগ্রাম 
ঘ) 1 কুইন্টাল

২৯) "আপার কাট" নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

ক) ব্যাডমিন্টন
খ) বেসবল
গ) হকি
 ঘ) লন টেনিস✓        Study with ishany

৩০) মানবদেহে কোন ভিটামিন  সংশ্লেষিত হয়?

ক) A
খ) D✓
 গ)E
 ঘ) K

৩১) ভারতের কোন বিমানবন্দর বিশ্বের প্রথম সৌরচালিত বিমানবন্দরের মর্যাদা পেল?

ক) দমদম বিমানবন্দর
খ)  পালামৌ বিমানবন্দর
গ) কোচি বিমানবন্দর✓
ঘ) চেন্নাই বিমানবন্দর



৩২) লন্ডন অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট উইসেন বোল্ট কোন দেশের অ্যাথলিট?

ক) জামাইকা ✓
খ) ইথিওপিয়া
গ) মালি সাউথ
ঘ) আফ্রিকা

৩৩) "Daughter of Nation "পুরস্কারে কাকে সম্মানিত করা হলো?

ক) নির্মলা সীতারামন
খ)  হিমা দাস
 গ) লতা মঙ্গেসকার✓
  ঘ) পি টি ঊষা

৩৪) এপিজে আবদুল কালাম দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত?

ক) গুজরাট
খ) তামিলনাড়ু
গ) কেরল
 ঘ) ওড়িশা✓

৩৫) ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?

ক) স্পার্মলজি 
খ) পোমোলজি✓                  Study with ishany
গ) পেডোলজি
 ঘ) অন্থলজি


৩৬) বিখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন?

ক) ওস্তাদ আলাউদ্দিন খান✓
খ) আলী আকবর খান
গ) এনায়েত খান
ঘ) বিলায়েত খান

৩৭) কলা পাতার রসে কোন এসিড থাকে?

ক) জেনিস্টাইন✓
খ) ল্যাকটিক 
গ) সাইট্রিক
 ঘ) ফরমিক

৩৮) "Citizen and Society"বইটির লেখক কে?

ক) প্রণব মুখোপাধ্যায়
খ) হামিদ আনসারি ✓
গ) সুষমা স্বরাজ
ঘ) মনমোহন সিং


৩৯) পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক?

ক) পূর্ব মেদিনীপুর✓
খ) উত্তর 24 পরগনা
গ) কলকাতা
ঘ) হাওড়া

৪০) সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত?

ক) রাজস্থান✓                     Study with ishany
খ) গুজরাট
গ) তামিলনাড়ু
ঘ) জম্মু-কাশ্মীর

৪১) কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?

ক) অন্ধ্রপ্রদেশ
খ) গুজরাট
গ) তামিলনাড়ু✓
ঘ) মধ্যপ্রদেশ

৪২) কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?

ক) আগ্নেয় শিলা
খ) পাললিক শিলা✓
গ) নিস
ঘ) ব্যাসল্ট

৪৩) ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠী  বসবাস করে?

ক) ত্রিপুরা✓
খ) অরুণাচল প্রদেশ
গ) জম্মু কাশ্মীর
ঘ) রাজস্থান

৪৪) নাকো হ্রদ কোথায় অবস্থিত?

ক) হিমাচল প্রদেশ✓
খ) আসাম
গ) গুজরাট
ঘ) উত্তর প্রদেশ

৪৫) আলেকজান্ডার যখন ভারত আক্রমন করেন তখন উত্তর ভারতে কারা রাজত্ব করছিল?

ক) মৌর্য
খ) নন্দ ✓                         Study with ishany
গ) সুঙ্গো
ঘ) পাল

৪৬) গীত গোবিন্দ র লেখক কে?

ক) জয়দেব ✓
খ) অশ্বঘোষ
গ) বিদ্যাপতি
ঘ) মীরাবাঈ

৪৭) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) 1927 সালে
খ) 1925 সালে✓
গ)  1930 সালে
 ঘ) 1940 সালে


৪৮) ভারতীয় জাতীয় কংগ্রেস কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল ?

ক) দিল্লি
খ)  মুম্বাই✓                           Study with ishany
গ)  কলকাতা
 ঘ) মাদ্রাজ

৪৯) লাল গ্রহ বলা হয় কাকে?

ক) বৃহস্পতি
খ) শুক্র
গ) শনি
ঘ) মঙ্গল✓

৫০) হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

 ক) দেরাদুন
 খ) নৈনিতাল
  গ) দার্জিলিং✓
  ঘ)  সিমলা




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...