Monday, September 23, 2019

50 টি গুরুত্বপূর্ণ জিকে



                 50 টি গুরুত্ব পূর্ণ জিকে


WBCS/ NTPC /Miscellaneous /Clerkship/ Group D /Constable


১) অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত আছে?

ক) পাঁচটি✓
 খ) তিনটি
 গ) সাতটি
  ঘ)  নয়টি

২) বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) উমেশচন্দ্র দত্ত✓        Study with ishany
খ) শিশির কুমার ঘোষ
গ)  উমেশচন্দ্র ব্যানার্জি
 ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়


৩) মেরি কম কোন রাজ্যের অধিবাসী ?

ক) অরুণাচল প্রদেশ
 খ) মনিপুর ✓
গ)  ত্রিপুরা
 ঘ) রাজস্থান


৪) ভারতের কোন বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত?

ক) গান্ধীজী
খ) রামকৃষ্ণ দেব
গ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত✓
ঘ)  চিত্তরঞ্জন দাস

৫) অজন্তা গুহাচিত্র কোন রাজ্যে আছে ?

ক) মহারাষ্ট্র✓
 খ) মধ্যপ্রদেশ                  study with ishany
গ) উত্তরপ্রদেশ
 ঘ)  ঝাড়খন্ড


৬) ডাম্বুলার স্বর্ণ মন্দির কোন দেশে অবস্থিত ?

ক) শ্রীলঙ্কা ✓
খ) বাংলাদেশ
 গ) পাকিস্তান
 ঘ) চিন

৭) অনুচক্রিকার গড় আয়ু কত দিন?

ক) ১০ দিন✓
খ) ৫ দিন
গ) ২০ দিন
ঘ)৩০ দিন

৮) মানুষের করোটিতে কয়টি অস্থি থাকে?

ক)  24 টি ✓
খ) 30টি
গ)  20টি
 ঘ)10টি

৯) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

 ক) শ্রীমাভো বন্দরনায়েক ✓
 খ) ইন্দিরা গান্ধী
  গ) মার্গারেট থ্যাচার
  ঘ) বেগম খালেদা জিয়া

১০) "কুরু " এর বর্তমান নাম কি?

ক) এলাহাবাদ
খ) বিহার
গ)  দিল্লি✓                    study with ishany
ঘ) মধ্যপ্রদেশ

১১) চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?

ক) বিন্দুসার✓
 খ) অজাতশত্রু
 গ) অশোক
 ঘ) হর্ষ

১২) ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি?

ক) পপলিন
খ) মসলিন
গ) রেশম
 ঘ) খাদি✓


১৩) চা ও কফির মুখ্য উত্তেজক উপাদান কি?

ক) নিকোটিন
খ) ক্লোরোফিল
গ) ক্যাফেইন ✓
 ঘ)অ্যাসপিরিন

১৪) ক্লোভ অয়েল পাওয়া যায় কোন গাছে?

ক) রবার
খ) লবঙ্গ✓               study with ishany
গ) দারচিনি
 ঘ) তেজপাতা


১৫) ভারতের  অর্থনীতির প্রকৃতি কিরূপ?

ক) সমাজতান্ত্রিক
খ) গণতান্ত্রিক
গ) মিশ্র✓
ঘ) কোনোটিই নয়



১৬) যেসকল প্রাণীদের রক্ত ঠান্ডা তাদের কি বলে?

ক) পাইকিলোথার্ম
 খ) হোমিওথার্ম
 গ) এন্ডোথার্ম✓
 ঘ) কোনোটিই নয়


১৭) কোন প্রাণী ত্বক দ্বারা জল শোষণ করে ?

ক) ইঁদুর
খ) মোলক ✓
গ) ভেড়া
ঘ) হাঙ্গর

১৮) জব চার্নক কে কলকাতায় বাণিজ্যের অধিকার কে দিয়েছিলেন?

ক) মুর্শিদকুলি খাঁ
খ) শায়েস্তা খাঁ
 গ) সুজাউদ্দিন
ঘ) ফারুকশিয়ার✓        study with ishany

১৯) সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোথায়?

ক) লাল আলোয়
খ) সবুজ আলোয়✓
গ) নীল আলোয়
ঘ) কমলা আলোয়

২০) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?

ক) গোদাবরী✓
খ) নর্মদা
গ) কাবেরী
 ঘ) মহানদী

২১) বংশগতির একক কি?

ক) নেফ্রন
খ) ডিম্বাণু
গ) জাইগোট
ঘ) জিন✓

২২) পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটি?

 ক) শিলিগুড়ি✓            Study with ishany
 খ) জলপাইগুড়ি
 গ)দার্জিলিং
 ঘ)ডুয়ার্স

২৩) ভারতে আগত প্রথম বিদেশি দূত কে ?

 ক) মেগাস্থিনিস✓
 খ) ফা হিয়েন
  গ) হিউয়েন সাং
  ঘ) কোনোটিই নয়


২৪) এর মধ্যে কোন দেশ টি সার্ক গোষ্ঠী ভুক্ত দেশ নয়?

 ক) নেপাল
 খ) পাকিস্তান
 গ) মায়ানমার✓
  ঘ) ভুটান

২৫) জীব বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে?

ক) এন্টোমোলজি ✓
খ) ইকোলজি
গ) মাইক্রোবায়োলজি
 ঘ) বংশগতি

২৬) ভিনেগারের যে জৈব পদার্থ থাকে সেটি হল-

ক) ফরমিক অ্যাসিড
খ) অ্যাসিটিক অ্যাসিড✓      study with ishany
গ) ফরমালডিহাইড
ঘ) অ্যাসিটালডিহাইড


২৭) কল্পনা লাজমি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত?

ক) সাহিত্য
খ) সিনেমা✓
গ) রাজনীতি
 ঘ) ক্রীড়া


২৮) হিমোসায়ানিন কোন প্রাণীর  রক্তে পাওয়া যায়?

ক) ব্যাঙ
খ) কেঁচো
গ) চিংড়ি✓
ঘ) আরশোলা


২৯) জাগ্রেব কোন দেশের রাজধানী?

ক) বেলজিয়াম
খ) লিবিয়া
 গ) কেনিয়া
 ঘ ) ক্রোয়েশিয়া✓                study with ishany


৩০) এক্স রশ্মি কে আবিষ্কার করেন?

ক )রাদারফোর্ড
খ) ফ্যারাডে
 গ) রন্টজেন✓
  ঘ) নিউটন

৩১) ন্যাশনাল ডিফেন্স একাডেমী কোথায় অবস্থিত?

ক) খাদাক্ভাসলা✓
খ) দেরাদুন
গ )ওয়েলিংটন
 ঘ) পুনে


৩২) প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?

ক) তারাপুর✓
খ) রত্নগিরি
গ) সুরাট
ঘ) কোনোটিই নয়

৩৩) ডাম্বুলার স্বর্ণ মন্দির কোন দেশে অবস্থিত ?

ক) শ্রীলঙ্কা ✓                  study with ishany
খ) বাংলাদেশ
 গ) পাকিস্তান
 ঘ) চিন


৩৪)   শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কার সাথে যুক্ত?

ক) কৃষি
খ) চলচ্চিত্র
গ) বিজ্ঞান ও প্রযুক্তি ✓
ঘ) স্পোর্টস

৩৫) ভারতের সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয়?

ক) বিজয় ভটকর ✓
খ) রঘুনাথ মালেস্বকার
গ) নন্দন কুমার
ঘ) আর্য ভট্ট


৩৬) "বেদে ফিরে যাও" কে বলেছেন?

ক) শ্রীরামকৃষ্ণ
খ) স্বামী বিবেকানন্দ
গ)দয়ানন্দ সরস্বতী ✓
ঘ) কোনটি না


৩৭) শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?

ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ) বৃহদ্রথ ✓
গ) অশোক
ঘ) বিন্দুসার


৩৮) অ্যাস্ট্রোনমি বলতে কোন বিষয়ের পড়াশোনা বোঝায় ?

ক) চন্দ্র
খ)  সূর্য
গ) তারা✓                   study with ishany
ঘ) আকাশ

৩৯) বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালিত হয়?

ক)18 ই আগস্ট
খ)19আগস্ট ✓
গ) 20আগস্ট
ঘ) 21আগস্ট

৪০) BMR বাড়ায় যে হরমোনটি সেটা হল

ক) ইনসুলিন
খ) অক্সিন
 গ)থাইরক্সিন ✓
 ঘ) ADH

৪১) ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) দিল্লি
খ) ভূপাল
গ)দেরাদুন ✓
ঘ)মধ্যপ্রদেশ


৪২) ভারতের কোন অভয়ারণ্যে সর্বাধিক হাতি পাওয়া যায়?

ক) নন্দা দেবি
খ) কাজিরাঙ্গা✓                study with ishany
গ) গির
ঘ)  মানস



৪৩) কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায়?

ক) জাইলেম✓
খ) ফ্লোয়েম
গ) কোলেনকাইমা
ঘ) প্যারেনকাইমা


৪৪) পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?

ক) সাইট্রিক এসিড
খ) ল্যাকটিক অ্যাসিড
গ) ফরমিক অ্যাসিড✓        Study with ishany
ঘ) টারটারিক অ্যাসিড



৪৫) BCG টিকা কিসের জন্য দেওয়া হয়?

ক) টিবি✓
খ) পোলিও
গ) হেপাটাইটিস
ঘ) স্কার্ভি


৪৬) মানব দেহের কোন অঙ্গ শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাতে সাহায্য করে?

ক) যকৃত✓
খ) হৃদপিণ্ড
গ) বৃক্ক
ঘ) ত্বক

৪৭) বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে কোন যুদ্ধ হয়েছিল?

ক) খানুয়ার যুদ্ধ✓
খ) পানিপথের প্রথম যুদ্ধ
গ) হলদিঘাটের যুদ্ধ
ঘ) ঘর্ঘরার যুদ্ধ

৪৮) দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গেট্রেনের যাত্রী উল্টো দিকে ঝুঁকে পড়ার কারণ কি?

ক) গতিজাড্য
খ) স্থিতি জাড্য✓  study with ishany
গ) দুটোই
ঘ) কোনোটিই নয়


৪৯) জলে আংশিক ডোবানো সোজা দন্ড কে বাঁকা দেখানোর কারণ কি?

ক) প্রতিফলন
খ) প্রতিসরণ✓
গ) সমাবর্তন
ঘ) ব্যতিচার


৫০) ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে?

ক) নর্মদা✓
খ) ভাগীরথী
গ) দামোদর
ঘ) কৃষ্ণা



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...