Friday, November 1, 2019

চর্যাপদ_থেকে_৫০ টি_প্রশ্নোত্তর




চর্যাপদ_থেকে_৫০  টি_প্রশ্নোত্তর 
                          

১.চর্যাপদের ভাষা হিন্দি বলে কে দাবী করেন ?
উ:-বিজয় চন্দ্র মজুমদার/রাহুল সংকৃত‍্যায়ন।

২.অতীশ দীপঙ্করের গুরু কে ?
উ:-শান্তি পা।

৩.চর্যাপদ বাংলায় রচিত তা কে প্রথম প্রমান করেন ?
উ:-সুনীতি কুমার চট্টোপাধ্যায়

৪.কোন অবাঙালী পন্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন ?
উ:-রাহুল সংকৃত‍্যায়ন।

৫.নারী জীবনের উক্তি আছে কার গানে ?
উ:-কুক্কুরী পা।

৬.সবচেয়ে বেশি পদ কার ভনিতায় ?
উ:-কাহ্ন পা।

৭.চর্যা শব্দটি কোন ধাতু থেকে এসেছে ?
উ:-চর ধাতু।

৮.চর্যার ভাষায় লিঙ্গ কত প্রকার ?
উ:-২ প্রকার।

৯.মুনি দত্তের মতে আদি সিদ্ধাচার্য কে ?
উ:-লুই পা।

১০.চর্যার পদ গুলি যে গান তা কিভাবে বোঝা যায় ?
উ:-রাগ ও রাগিনীর ব‍্যবহারে।

১১.চর্যায় কোন কোন নদীর নাম আছে ?
উ:-গঙ্গা ও যমুনা।

১২.চর্যার সাধনতত্ত্বে নাভিতে অবস্থিত চক্রের নাম কী ?
উ:-নির্মাণ চক্র।(প্রথম চক্র).

১৩.চর্যায় কাকে চিত্রধর্মি কবি বলা হয় ?
উ:-ভুসুক পা।

১৫.কোন গ্রন্থে জয়কান্ত মিশ্র দাবী করেন যে চর্যা মৈথিলি ভাষার নিদর্শন ?
উ:-"A history of Mithila Literature"গ্রন্থে।

১৬.চর্যায় উল্লেখিত ফলের নাম কী ?
উ:-তেঁতুল।

১৭.চর্যায় কতগুলি প্রবাদ বাক‍্যের উল্লেখ আছে ?
উ:-৬ টি।

১৮.চর্যার সাধনতত্ত্বে হৃদয়ে অবস্থিত চক্রের নাম কী ?
উ:-ধর্মচক্র।(দ্বিতীয় চক্র).

১৯.চর্যাপদের সাধনতত্ত্বের কন্ঠে অবস্থিত চক্রের নাম কী ?
উ:-সম্ভোগ চক্র।(তৃতীয় চক্র).

২০.চর্যার সাধনতত্ত্বের মস্তকে অবস্তিত চক্রের নাম কী ?
উ:-মহাসুখ/সহজ চক্র।(চতুর্থ চক্র).

২১.চর্যায় মোট পূর্ণাঙ্গ গান কয়টি আছে ?
উ:-৪৬ টি।

২২.চর্যাপদের কত শতাংশ ভাষা বাংলা ?
উ:-৬৯%

২৩.আংশিক লুপ্ত চর্যাগীতির কবি কে ?
উ:-ভুসুক পা।

২৪.চর্যাপদে ব‍্যবহৃত কয়েকটি অন্ত্যজ শ্রেণির নাম কী ?
উ:-শবর,তন্ত্রী,ডোম্বী ইত‍্যাদি।

২৫.কুক্কুরী পাদের নামে একটি সংস্কৃত রচনার নাম কী ?
উ:-মহামায়া সাধন।

২৬.চর্যাপদের শেষ পৃষ্ঠা সংখ্যা কত ?
উ:-৬৯.

২৭.চর্যাপদের পুঁথি কোন পাতায় লেখা ?
উ:-তালপাতায়।

২৮.হরপ্রসাদ শাস্ত্রী আবিস্কৃত চর্যাপদে মোট কতগুলি রাগের প্রয়োগ লক্ষ‍্য করা যায় ?
উ:-১৯ টি।

২৯.হরপ্রসাদ শাস্ত্রী আবিস্কৃত চর্যাপদে একবার ব‍্যবহৃত হয়েছে এমন রাগের সংখ্যা কত ???
উ:-১০ টি।

৩০.চর্যার কত নং পদে ভুসুক পা "বঙ্গালী"শব্দটি ব‍্যবহার করেছেন ?
৪৯নং।

৩১.সম্ভোগচক্রে অবস্থান কালীন অনুভূতি কী ?
উ:-বিরমানন্দ।

৩২.নির্মানচক্রে অবস্থান কালীন অনুভূতি কী ?
উ:-আনন্দ।

৩৩.ধর্মচক্রে অবস্থান কালীন অনুভূতি কী ?
উ:-পরমানন্দ।

৩৪.মহাসুখচক্রে অবস্থান কালীন অনুভূতি কী ?
উ:-সহজানন্দ।

৩৫.নব চর্যাপদ কে কবে প্রকাশ করেন ?
উ:-অসিতকুমার বন্দ‍্যোপাধ‍্যায়,১৯৮৯ সালে।

৩৬.পটমঞ্জরী ব‍্যতীত অন‍্য কোন রাগে সর্বাধিক পদ পাওয়া যায় ?
উ:-মল্লারী।(৫ টি).

৩৭.চর্যাপদের সাথে কোন তিনটি গ্রন্থ প্রকাশ হয় ?
উ:-সরোজবজ্রের-দোহাকোষ,কৃষ্ণাচার্যের-দোহাকোষ, ডাকার্নব।

৩৮.ভুসুক পা এর অন‍্যান‍্য নাম গুলি কী কী ?
উ:-শান্তিদেব,রাউত, অচল সেন।

৩৯.চর্যাপদের ভাষা কী ?
উ:-সন্ধ্যা ভাষা।

৪০.নব চর্যাপদ কে কত সালে আবিষ্কার করেন ?
উ:-শশীভূষণ দাশগুপ্ত,১৯৬৩সালে।

৪১.নব চর্যাপদ কী ?
উ:-চর্যাপদ সংকলন গ্রন্থ।

৪২.নব চর্যাপদ গুলি বাংলায় কী নামে পরিচিত ?
উ:-চাচা সংগীত।

৪৩.চর্যার লিপির নাম কী ?
উ:-কুটিল লিপি।

৪৪.চর্যাপদের অপর নাম কী ?
উ:-তারাবলী।

৪৫.চর্যাগীতির সংস্কৃতি টিকার নাম কী ?
উ:-নির্মলগিরি।

৪৬.চর্যাগীতির ফটোরূপ কত সালে প্রকাশিত হয় ?
উ:-১৯৭৮ সালে।

৪৭.চর্যাগীতি ও শ্রীকৃষ্ণকীত্তন কাব‍্যের একই রাগ কী আছে ?
উ:-বরাড়ি/পটমঞ্জরী।

৪৮.চর্যাপদের প্রকৃত নাম কী ?
উ:-চর্যাগীতিকোষ।

৪৯.হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার নাম কী ?
উ:-চর্য্যাচর্য্যবিনিশ্চয়।

৫০."ভবণই গহণ গম্ভীর বেগে বাহি" আলোচ‍্য পদের পদকর্তা কে ?
উ:-চাটিল পাদ।


https://drive.google.com/file/d/1cesq-jnzw7qDcv-RjMaj2rhC8L_xEgGW/view?usp=drivesdk



6 comments:

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...