বিগত বছরের মিসলেনিয়াস প্রশ্নপত্র 2006
১) নিচের কোনটি মৌলিক অধিকার?
ক) কর্মের অধিকার
খ) সম্পত্তির অধিকার
গ) বাধ্যতামূলক শিক্ষার অধিকার
ঘ) শোষণের বিরুদ্ধে অধিকার√
২) গ্যালভানাইজেশন এ ব্যবহৃত ধাতু হলো-
ক) লোহা
খ) রুপা
গ) দস্তা√
ঘ) তামা
৩)কোন সংশোধনী আইনে পঞ্চায়েত মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হয়েছে?
ক) 70 তম সংশোধনী আইন
খ) 71 তম সংশোধনী আইন
গ) 73 তম সংশোধনী আইন√
ঘ) 75 তম সংশোধনী আইন
৪) পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন-
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী√
গ) অর্থমন্ত্রী
ঘ) পরিকল্পনামন্ত্রী
৫)300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপারের ওপর দিয়েইথাইল অ্যালকোহল এর বাষ্প প্রবাহিত করলে উৎপন্ন হয়-
ক)C2H4√
খ)CH3CHO
গ)CH 3COCH 3
ঘ)C2H6
৬) "কল্লোল"নাটকটি রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
৭) পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে-
ক) অধ্যক্ষ, লোকসভা ,রাজ্যসভা√
খ) উপরাষ্ট্রপতি ,রাজ্যসভা, লোকসভা
গ) রাষ্ট্রপতি ,রাজ্যসভা, লোকসভা
ঘ) প্রধানমন্ত্রী ,রাজ্যসভা ও লোকসভা
৮) তিমি মাছের শ্বাস যন্ত্রটির হলো-
ক) ফুলকা
খ) ফুসফুস√
গ) ফুসফুস ও ফুলকা উভয়
ঘ) বায়ুথলি
৯)নিম্নোক্ত দের মধ্যে কে অর্জুন পুরস্কার লাভ করেন নি?
ক) সূর্য শেখর গাঙ্গুলী
খ) তরুণ দীপ রায়
গ) দোলা ব্যানার্জি
ঘ) ঝানু হাসদা√
১০) সিনকোনায় যে উপকার পাওয়া যায় তা হল
ক) রেসারপিন
খ) নিকোটিন
গ) মরফিন
ঘ) কুইনাইন√
১১)ক্রিকেটের আইনের কোন ধারা অনুযায়ী আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে যদি তা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়?
ক) আইন নং 25√
খ) আইন নং 26.5
গ) আইন নং 27.9
ঘ) আইন নং 30
১২)"কাদম্বরী" রচয়িতা কে?
ক) কালিদাস
খ) সজনীকান্ত দাস
গ) অশ্বঘোষ
ঘ) বানভট্ট√
১৩) কোন দেশে pangolin দেখা যায়?
ক) আফ্রিকা√
খ) ইউরোপ
গ) রাশিয়া
ঘ) জাপান
১৪) ইন্দ্রজিত দাস গুপ্ত প্রযোজিত হিন্দিতে রবীন্দ্রসংগীত এর একটি ভিডিওতে অস্মিত প্যাটেলের সঙ্গে একজন বাঙালি অভিনেত্রী কে অংশগ্রহণ করেন?
ক) জুন মালিয়া
খ) কনীনিকা ব্যানার্জি
গ) ঋতুপর্ণা √
ঘ) দেবশ্রী রায়
১৫)"গোদান"এর লেখক কে?
ক) শ্রী লাল শুক্লা
খ) নাগার্জুন
গ) প্রেমচাঁদ মুন্সী√
ঘ) রহুল সংকৃত্যায়ান
১৬) যে মাছ সমুদ্রের ডিম পাড়ে-
ক) বান
খ) ইলিশ√
গ) তেলাপিয়া
ঘ) মাগুর
১৭)ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত "খেয়াল" এর উদ্ভাবক কে?
ক) তানসেন
খ) আমির খসরু
গ) কবির
ঘ) ওঙ্কার নাথ ঠাকুর√
১৮)"গোরা"লিখেছেন-
ক) প্রমথ চৌধুরী
খ) সুরেন্দ্রনাথ ঠাকুর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর√
ঘ) প্রভাত কুমার মুখোপাধ্যায়
১৯)পুং গর্ধব কে কি বলা হয়?
ক) জ্যাক√
খ) জিল
গ) টম
ঘ) জেরি
২০) পঙ্কজ উদাস কোন ধরনের গানে বিশিষ্ট?
ক) খেয়াল
খ) ভজন√
গ) ঠুমরি
ঘ) গজল
২১)" অরণ্যের অধিকার" এর রচয়িতা কে?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) মহাশ্বেতা দেবী√
গ) মহাদেবী বর্মা
ঘ) অনুপমা দেবী
২২)লোকনৃত্য হিসাবে" ডান্ডিয়া" উদ্ভব ঘটেছে এই রাজ্যে-
ক) গুজরাট√
খ) মহারাষ্ট্র
গ) কর্ণাটক
ঘ) কেরল
২৩)"ইডিয়ট"রচয়িতা কে?
ক) বরিস পাস্তারনক
খ) রবার্ট ফ্রস্ট
গ) দস্তএভসকি√
ঘ) অল্টাস হাসলে
২৪) কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত?
ক) স্তন্যপায়ী
খ) পক্ষী √
গ) বানর
ঘ) সৌরজগৎ
২৫)তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিল এর পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয় কারণ-
ক) এটি সহজে স্থায়ী চুম্বক এ পরিণত হয়
খ) এর চৌম্বক প্রবণতা বেশি√
গ) এর চৌম্বক শক্তি যতখুশি বাড়ানো যায়
ঘ) এর চৌম্বক প্রবণতা কম
২৬)লোকনৃত্য হিসাবে" লাই হারাওবা "বিকশিত হয়েছে এই রাজ্যে-
ক) মনিপুর
খ) অরুণাচল প্রদেশ
গ) মিজোরাম
ঘ) নাগাল্যান্ড√
২৭)"লক্ষণের শক্তিশেল"-নাটকটির লেখক কে?
ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
খ) সুকুমার রায়√
গ) সত্যজিৎ রায়
ঘ) সন্দীপ রায়
২৮)"ক্যান্টারবেরি টেলস"এর লেখক কে?
ক) হারম্যান মেন ভিল
খ) জণ মিল্টন
গ) জিওফ্রে চসার√
ঘ) স্টিফেন স্পেন্ডর
২৯)একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক হবে-
ক) ঋণাত্মক
খ) এক অপেক্ষা বেশি
গ) এক√
ঘ) এক অপেক্ষা কম
৩০)ভারতীয় নাটকের প্রবর্তন ও জনক হিসাবে কাকে গণ্য করা হয়?
ক) কালিদাস√
খ) ভবভূতি
গ) ভাস
ঘ) শূদ্রক
৩১)সম্প্রতি বিজ্ঞানীদের কাছে কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারিয়েছে?
ক) প্লুটো√
খ) নেপচুন
গ) শনি
ঘ) বুধ
৩২) যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল সেটি হল-
ক) কেন্দ্রীয় বিভাজন
খ) কেন্দ্রীয় সংযোজন√
গ) তেজস্ক্রিয় বিঘটন
ঘ) কৃত্তিম মৌলান্তর
৩৩) "কল্লোল"নাটকটি রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
৩৪) আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
ক) ঋগ্বেদ√
খ) সামবেদ
গ) যজু বেদ
ঘ) অথর্ববেদ
৩৫)"দি বং কানেকশন" চলচ্চিত্রের পরিচালক কে?
ক) গৌতম ঘোষ
খ) অঞ্জন দত্ত√
গ) বুদ্ধদেব দাশগুপ্ত
ঘ) তরুণ মজুমদার
৩৬) রামচরিত এর রচয়িতা কে?
ক) ধর্মপাল
খ) সন্ধ্যাকর নন্দী√
গ) গোপাল
ঘ) রামপাল
৩৭) সীফ হচ্ছে -
ক) মরুভূমি
খ) উপসাগর
গ) প্লায়া হ্রদ
ঘ) বালিয়াড়ি√
৩৮) তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
ক) 1565√
খ) 1192
গ)1191
ঘ)1526
৩৯)সম্প্রতি কোন ফিল্ম "গান্ধীগিরি"র ধারণা জনপ্রিয় করে তুলেছে?
ক) ম্যায়নে গান্ধী কো নেহি মারা
খ) গান্ধী
গ) লাগে রাহো মুন্না ভাই√
ঘ) হে রাম এ গান্ধী
৪০) চুন হলো-
ক)CaCo3
খ)CaO√
গ)Ca Cl 2
ঘ)CaH2
৪১)"আকবরনামা" কার লেখা?
ক) আবুল ফজল√
খ) টোডরমল
গ) ইবন বতুতা
ঘ) বদাউনি
৪২)Shorea Robusta আর লাতিন নাম?
ক) শাল√
খ) শিশু
গ) সেগুন
ঘ) চন্দন
৪৩)হুগলি জেলার সিঙ্গুর গ্রাম সম্প্রতি খবরে কেন এত গুরুত্ব পেয়েছে?
ক) কৃষকদের আন্দোলনের জন্য
খ) খরার জন্য
গ) দ্রুত শিল্প বিকাশের জন্য
ঘ)টাটা গোষ্ঠীর মোটর গাড়ি নির্মাণ প্রকল্পের উদ্দেশ্য জমি অধিগ্রহণের সরকারি পদক্ষেপের জন্য√
৪৪) মিথেনের দহনে তৈরি হয়-
ক) CO2+H2
খ )CO2+H2o√
গ) N2+H2
ঘ)O2+H2
৪৫) রুদ্রপ্রয়াগ এই দুই নদীর সঙ্গমে অবস্থিত-
ক) অলকানন্দা- ভাগীরথী
খ) অলকানন্দা - মন্দাকিনী√
গ) মন্দাকিনী -শোন গঙ্গা
ঘ) মন্দাকিনী -গঙ্গা
https://drive.google.com/file/d/1vG2IsCKpPlJDRQjlGFnwF8_byEVazZIU/view?usp=drivesdk
No comments:
Post a Comment