Wednesday, December 18, 2019

বাংলা সাহিত্যের ইতিহাস



বাংলা সাহিত্যের ইতিহাস 

1)চর্যাপদ কে আবিষ্কার করেন?
উঃহরপ্রসাদ শাস্ত্রী

2)চর্যাপদ কি নামে প্রকাশিত হয়?
উঃ হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে

3)চর্যাপদে ব্যবহৃত ছন্দের নাম কি?
উঃপাদাকুলক

4)চর্যার প্রধান পদকর্তা কে?   
উঃকাহুপা

5)চর্যার পুঁথি কিসের উপর লেখা?
উঃতালপাতার উপর

6)কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়েছে?
উঃ1200 খ্রীঃ থেকে 1350 খ্রীঃ পযর্ন্ত 

7)অন্ধকার যুগের পরবর্তী প্রথম বাংলা সাহিত্যের নাম কি?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন

8)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?
উঃ বডু চন্ডীদাস

9)কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

10)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পদের সংখ্যা কত?
উঃ418 টি

11)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান রসের নাম কি?
উঃ শৃঙ্গার রস

12)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়?
উঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে

13)শ্রীকৃষ্ণকীর্তনে মোট কতগুলো রাগ-রাগিনী উল্লেখ আছে?
উঃ 32 টি।          

14)শ্রীকৃষ্ণকীর্তনে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত?
উঃ 133 টি

15)মঙ্গলকাব্য কোন যুগের সাহিত্য?
উঃ মধ্যযুগের

16)মঙ্গলকাব্য রচনার অন্যতম উদ্দেশ্য কি?
উঃ মঙ্গল দেব-দেবীর পূজা প্রচার

17)মঙ্গলকাব্যের আদি কবির নাম কি?
উঃ কানাহরি দত্ত

18)কানাহরি দত্ত কোন শতকের কবি ছিলেন?
উঃ পঞ্চদশ শতকের

19)মঙ্গলকাব্যের মধ্যে প্রাচীনতম মঙ্গলকাব্যের নাম কি?
উঃ মনসামঙ্গল

20)চন্ডিমঙ্গলের আদি কবির নাম কি?
উঃ মানিক দত্ত

21)চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম কি?
উঃ মুকুন্দ চক্রবর্তী 

22)মুকুন্দ চক্রবর্তীর জন্ম স্থান কোথায়?
উঃ বর্ধমান জেলার দামুন্যা গ্রামে

23)মুকুন্দরাম কে কোন ধরনের কবি বলা হয়?
উঃ দুঃখবাদী কবি

24)ফুল্লরার বারমাস্য কার রচনা?
উঃ মুকুন্দ চক্রবর্তী।              

25)সারদা চরিত গ্রন্থের রচনা কে?
উঃ দ্বিজ মাধব

26)ধর্মমঙ্গলের আদি কবির নাম কি?
উঃ ময়ূর ভট্ট

27)অনাদ্য মঙ্গলের রচয়িতা কে?
উঃ রূপরাম চক্রবর্তী 

28)চৈতন্যজীবনীর আদি গ্রন্থের নাম কি?
উঃ  শ্রী শ্রী কৃষ্ণচৈতন্যচরিতামৃতম

29)মুরারিগুপ্ত রচিত চৈতনজীবনী গ্রন্থের নাম কি?
উঃ শ্রী শ্রী কৃষ্ণচৈতন্যচরিতামৃতম

30)বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্যজীবনী গ্রন্থের নাম কি?
উঃ চৈতন্য ভগবত        


https://drive.google.com/file/d/1uwr5NRjHJk0i40qhc-v39b2QiTJeT74W/view?usp=drivesdk






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...