Thursday, December 19, 2019

বাংলা সাহিত্যের ইতিহাস



বাংলা সাহিত্যের ইতিহাস

১) কৃত্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন?
-নদীয়া জেলার শান্তিপুরের নিকট ফুলিয়া গ্রামে

২) কৃত্তিবাস ওঝার রামায়ণ পাঁচালি গ্রন্থের পঞ্চম  কান্ডের নাম কি?
-সুন্দর কান্ড

৩) কৃত্তিবাস ওঝার কাব্য প্রথম কোথা থেকে মুদ্রিত হয়?
-শ্রীরামপুর মিশন থেকে

৪) কৃত্তিবাস ওঝার রামায়ণ পাঁচালি গ্রন্থে মোট কতগুলো শ্লোক আছে?
-২৪০০০

৫)wine and olive oil area-কোন জায়গা সম্বন্ধে বলা হয়?
-দক্ষিণ ইউরোপ সম্বন্ধে

৬) ভারতে হিন্দু আমলে যে মাংস রান্নার পদ্ধতি ছিল তার বিশেষ বর্ণনা  কোন গ্রন্থে পাওয়া যায়?
-কৌটিল্যের অর্থশাস্ত্র

৭) সুনীতিকুমারের আত্মজীবনীর নাম কি?
-জীবন কথা

৮) কাজী নজরুলের পিতার নাম কি?
-কাজী ফকির আহমেদ

৯) কাজী নজরুলের প্রথম কবিতার বইয়ের নাম কি?
-ব্যথার দান

১০) কাজী নজরুলের ফনিমনসা গ্রন্থের রচনাকাল কত?
-১৯২৭ খ্রিষ্টাব্দ

১১) পালামৌ  গ্রন্থে কোন ইংরেজি পত্রিকার উল্লেখ আছে?
- হরকরা

১২) ইকবাল কোন কোন ভাষায় কাব্য রচনা করেন?
-উর্দু ও ফারসি

১৩) ইকবালের জাভিদ নামা গ্রন্থের রচনাকাল কত?
-১৯৩২

১৪) মোপাসাঁর সংক্ষিপ্ত নাম কি?
-গী দ্য মোপাসাঁ

১৫) মোপাসাঁর  সঙ্গে কোন বাঙালি সাহিত্যিক এর মিল আছে?
-বাঙালি সাহিত্যিক সুবোধ ঘোষ

১৬) ব্যোম যাত্রীর ডায়েরি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
-সন্দেশ পত্রিকা

১৭) বাংলা কে প্রথম গোল্ড এনে দিলো কে?
-হিয়া মিত্র

১৮) রবীন্দ্রনাথকে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন কে?
-সীতানাথ দত্ত

১৯) আমাদিগকে বিচিত্র বিষয় শিক্ষা দিবার জন্য সেজ দাদার বিশেষ উৎসাহ ছিল। সেজ দাদার নাম কি?
-হিমেন্দ্রনাথ 

২১) পাকিস্তানের আধ্যাত্বিক পিতা হিসেবে কে পরিচিত?
-ইকবাল

২২)সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন কত সালে?
-১৯০৪ সালে

২৩) সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধের রচনাকাল কত?
-১৯৬০ খ্রিষ্টাব্দ

২৪) সৈয়দ মুজতবা আলীর  হাস্য মধুর প্রবন্ধের রচনাকাল কত?
-১৯৬৬ খ্রিস্টাব্দ

২৫)দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি?
-গন্ধর্ব নারায়ন মিত্র

২৬) বঙ্কিমচন্দ্র নীলদর্পণ কে কোন বিদেশী উপন্যাসের সঙ্গে তুলনা করেছেন?
-uncle tom's cabin এর সঙ্গে

২৭) রাজীব লোচন কোন নাটকের চরিত্র?
-বিয়ে পাগলা বুড়ো

২৮)  লীলাবতী নাটকের রচনাকাল কত?
-১৮৬৭ খ্রিষ্টাব্দ

২৯)he is with Shakespeare কার সম্পর্কে বলা হয়?
-দীনবন্ধু মিত্র
https://drive.google.com/file/d/1vYo7ul3mkqwQmVEwyuoH-E4epsGuXAU_/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...