বিগত বছরের মিসলেনিয়াস প্রশ্নপত্র 2007
১)দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সংগীতকার ও সাধক
ক) ত্যাগ রাজা
খ) ডি .সুব্রামানিয়াম√
গ) আর রামচন্দ্রন
ঘ) পি ভেঙ্কট রমন
২) কোন যৌগটি তড়িৎযোজী?
ক) অক্সিজেন অনু
খ) সোডিয়াম ক্লোরাইড√
গ) জল
ঘ) অ্যামোনিয়া
৩) কুচিপুরি নৃত্য টি কোন ভারতীয় রাজ্যের নৃত্য?
ক) কেরালা
খ) তামিলনাড়ু
গ) কর্ণাটক
ঘ) অন্ধপ্রদেশ√
৪) বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল?
ক) লর্ড মেয়ো
খ) লর্ড লিটন
গ) লর্ড ডাফরিন
ঘ) লর্ড রিপন√
৫) পরমাণুর ভেতর নিউট্রনের সংখ্যা
ক) ইলেকট্রন ও প্রোটনের সমান
খ) ঘূর্ণন নিউক্লিয়াসে র চারদিকে নির্দিষ্ট কক্ষপথে
গ) প্রভাব পড়ে নিউক্লিয় আধানে
ঘ) সংখ্যার বিভিন্নতা সমস্থানিক আইসোটোপ যৌগের উৎপত্তির কারণ√
৬)কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারারাত অনুষ্ঠিত হয়?
ক) মোহিনীঅট্টম
খ) কথাকলি√
গ) ওট্টাম খুল্লাল
ঘ) কুচিপুড়ি
৭) বদ্ধ সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন?
ক) ডারউইন
খ) উইলিয়াম হার্ভে√
গ) মেন্ডেল
ঘ) হিপোক্রিটাস
৮)"অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা" কে প্রবর্তন করেন?
ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড কার্জন
গ) লর্ড হেস্টিংস
ঘ) লর্ড ওয়েলেসলি√
৯) নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে?
ক) 17 গ্রাম NH3√
খ) 22 গ্রাম CO2
গ)1.7 গ্রাম NH3
ঘ) 4.4 গ্রাম CO2
১০) কোন বাঙালি নাট্যকার "এবং ইন্দ্রজিৎ" লেখেন?
ক) মনোজ মিত্র
খ) বাদল সরকার√
গ) মোহিত চট্টোপাধ্যায়
ঘ) দীনেশ বসু
১১) এদের মধ্যে কোন ইংরেজি লেখকের এর মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে?
ক) রুই ইয়ার্ড কিপ্লিং√
খ) রবার্ট ব্রাউনিং
গ) জিম করবেট
ঘ) উইলিয়াম ব্লেক
১২) 1 গ্রাম জল থেকে0°C 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে
ক) -1°C
খ) -80°C
গ) 1°C
ঘ) O°C√
১৩) পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল?
ক) 15 ই আগস্ট 1947
খ) 15 ই আগস্ট 1930
গ) 26 শে জানুয়ারি 1950
ঘ) 26 শে জানুয়ারি 1930√
১৪) এই সংস্থা গুলির মধ্যে কোনটি 2050 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ 50% হ্রাস করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে?
ক) রাষ্ট্রসংঘ
খ)UNDP
গ)G-8√
ঘ)SAARC
১৫) অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে -
ক) প্রোপেন
খ) বিউটেন
গ) বেনজিন
ঘ) ইথেন√
১৬)নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম?
ক) উত্তর প্রদেশ√
খ) মধ্যপ্রদেশ
গ) পশ্চিমবঙ্গ
ঘ) মহারাষ্ট্র
১৭)"পঞ্চ নদের দেশ "নামে অভিহিত কোন রাজ্যটি?
ক) গুজরাট
খ) আসাম
গ) ছত্রিশগড়
ঘ) পাঞ্জাব√
১৮) চীনের জাতীয় খেলা হল-
ক) ফুটবল
খ) হকি
গ) পোলো
ঘ) টেবিল টেনিস√
১৯) ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হল-
ক) পশ্চিমবঙ্গ√
খ) পাঞ্জাব
গ) উত্তর প্রদেশ
ঘ) হরিয়ানা
২০) ঝালাইয়ের কাজে এবং কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ব্যবহৃত জৈব যৌগ টি হল-
ক)CH 4
খ)C2H6
গ)C2H2√
ঘ)C2H4
২১) "পেনহোল্ড গ্রিপ"কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) টেনিস
খ) টেবিল টেনিস√
গ) হকি
ঘ) ক্রিকেট
২২) ভারতের প্রাচীনতম তৈল খনি হলো-
ক) মোরান
খ) মাকুম
গ) ডিগবয়√
ঘ) ডিব্রুগড়
২৩) রোলাঁ গারো -নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
ক) ব্যাডমিন্টন
খ) ফুটবল√
গ) টেনিস
ঘ) হকি
২৪) রাজ্যের প্রথম বিচারালয় এর মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন?
ক) রাজ্যের রাজ্যপাল
খ) ভারতের রাষ্ট্রপতি√
গ) রাজ্যের মুখ্যমন্ত্রী
ঘ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
২৫) কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত?
ক) জামশেদপুর√
খ) কটক
গ) ঝাড়খন্ড
ঘ) দিল্লি
২৬) তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ-
ক) বাড়ে√
খ) কমে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) কোনোটিই নয়
২৭)"তত্ত্ববোধিনী সভা "প্রতিষ্ঠা করেছিলেন-
ক) ডিরোজিও
খ) রামমোহন রায়
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর√
ঘ) স্বামী বিবেকানন্দ
২৮) খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয়?
ক) রেকটাম এ
খ) ইলিয়াম এ
গ) কোলন এ
ঘ) সিকাম এ√
২৯) তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়। একে বলে-
ক) জুল প্রক্রিয়া√
খ) জুল থমসন প্রক্রিয়া
গ) সিবেক প্রক্রিয়া
ঘ) পেলটিয়ার প্রক্রিয়া
৩০) ডঃ এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত?
ক) কথক নৃত্য
খ) ভারতনাট্যম নৃত্য
গ) বেহালা বাদন
ঘ) কণ্ঠসঙ্গীত√
৩১)নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য হলো উদ্ভিদের জন্য নয়?
ক) পটাশিয়াম
খ) ফসফরাস
গ) ক্যালসিয়াম
ঘ) আয়োডিন√
৩২)"হরিজন পত্রিকা"কে সম্পাদনা করেছিলেন?
ক) অরবিন্দ ঘোষ
খ) মহাত্মা গান্ধী√
গ) জহরলাল নেহেরু
ঘ) আম্বেদকার
৩৩) অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে-
ক) এক ভাগ HNO3 তিন ভাগHCL√
খ) তিন ভাগ HNO 3 এক ভাগ HCL
গ) এক ভাগ H2SO4 তিন ভাগ HCL
ঘ) তিন ভাগ HCLএক ভাগH2SO4
৩৪) ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসে বিখ্যাত?
ক) সন্তুর বাদন
খ) সরোদ বাদন√
গ) বেহালা বাদন
ঘ) তবলা বাদন
৩৫) বাড়িতে A.C ব্যবহার করা হয় কারণ A.C-
ক) নিরাপদ
খ) সহজেই উৎপাদনশীল√
গ) সস্তা
ঘ) পরিবহন সাশ্রয়কারী
৩৬) সাধারণত গ্রাম সভার সদস্য বলতে কাদের বোঝায়?
ক) গ্রামের প্রতিটি পরিবারের প্রধান ব্যক্তি
খ) গ্রামের সমস্ত ভোটারদের
গ) গ্রামের প্রাপ্তবয়স্ক পুরুষদের
ঘ) মনোনীত সদস্যদের√
৩৭) অনার্দ্র CAO দ্বারা শুষ্ক করা যায়-
ক)H2S গ্যাস কে
খ)NH3 গ্যাস কে√
গ)CO 2 গ্যাস কে
ঘ)HCL গ্যাস কে
৩৮)"মাদাম বোভারি"উপন্যাসটির লেখক কে?
ক) এমিল জোলা
খ) ফ্লবেয়ার√
গ) কাফকা
ঘ) ভিক্টর হুগো
৩৯)দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 প্রকার করের হাত থেকে অব্যহতি দেন?
ক) মোবারক শাহ খলজী
খ) গিয়াসউদ্দিন তুঘলক
গ) ফিরোজ শাহ তুঘলক√
ঘ) সিকান্দার লোদী
৪০)"ইন্দিরা ঠাকুরন "কোন উপন্যাসের চরিত্র?
ক) আরণ্যক
খ) পথের পাঁচালী√
গ) ইছামতি
ঘ) দেবযান
৪১) ব্যাকটেরিয়া তে কোন ধরনের সালোকসংশ্লেষ উপস্থিত?
ক)PS 1√
খ)PS2
গ)উভয়
ঘ)কোনোটিই নয়
৪২)যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচিত করে তা গঠিত হয়-
ক) কেবলমাত্র লোকসভার সদস্য গণ দ্বারা
খ) কেবলমাত্র রাজ্যসভার সদস্য গণ দ্বারা
গ) কেন্দ্রীয় আইনসভার উভয়পক্ষ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য গণ দ্বারা√
ঘ) উভয় সভার সদস্য গণ দ্বারা
৪৩) জিভের কোন অংশে স্বাদ কোরক অবস্থান করে?
ক) প্রান্ত√
খ) পিছন
গ) পার্শ্ব
ঘ) মাঝখান
৪৪) 'হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন' জন্মগ্রহণ করেন-
ক) পোল্যান্ড
খ) রাশিয়া
গ) ডেনমার্ক√
ঘ) জার্মানি
৪৫) কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন?
ক) বাংলা
খ) সংস্কৃত√
গ) মৈথিলী
ঘ) অপভ্রংশ
৪৬) পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বেসরকারি বন্দরটি হলো-
ক) ফলতা
খ) কাকদ্বীপ
গ) কুলপি√
ঘ) সাগরদ্বীপ
৪৭)"জিম কর্বেট "জন্মগ্রহণ করেন-
ক) ইংল্যান্ড
খ) ভারত√
গ) জার্মানি
ঘ) ফ্রান্স
৪৮)নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে জ্বালানি ব্যবহার করা হয়-
ক) গ্রাফাইট
খ) ভারী জল
গ) ক্যাডমিয়াম
ঘ) ইউরেনিয়াম√
৪৯) মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) লোকসভা√
ঘ) রাজ্যসভা
৫০) আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখভাগ-
ক) রেটিনা√
খ) করোএড
গ) স্কেলেরা
ঘ) কর্নিয়া
৫১)"সংবাদ প্রভাকর" পত্রিকার সম্পাদক ছিলেন-
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) অক্ষয় কুমার দত্ত
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) ঈশ্বর গুপ্ত√
৫২) কোন্ নগরকে কে ভারতের প্রবেশদ্বার বলে?
ক) চেন্নাই
খ) মুম্বাই√
গ) কলকাতা
ঘ) দিল্লি
৫৩) শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক হলো-
ক) দ্য মার্চেন্ট অফ ভেনিস
খ) ম্যাকবেথ√
গ) দি টেম্পেস্ট
ঘ) এজ ইউ লাইক ইট
৫৪) ভিটামিন-K রক্ত তঞ্চন এর একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে-
ক) থ্রম্বোপ্লাস্টিন√
খ) ফাইব্রিনোজেন
গ) প্রথ্রমবিন
ঘ) কোনোটিই নয়
৫৫) জলসমের একক হল-
ক) ডিগ্রী সেন্টিগ্রেট
খ) ক্যালোরি
গ) গ্রাম√
ঘ) ডাইন
৫৬) কবি সত্যেন্দ্রনাথ রচনা করেন-
ক) অগ্নিবীণা
খ) কুহু ও কেকা√
গ) সাগর থেকে ফেরা
ঘ) ত্রিযামা
৫৭) ভারতের মধ্যে জনঘনত্ব বেশি হল-
ক) পশ্চিমবঙ্গ√
খ) বিহার
গ) মহারাষ্ট্র
ঘ) উত্তর প্রদেশ
৫৮) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদ কে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়?
ক) 360
খ) 368√
গ) 390
ঘ) 348
No comments:
Post a Comment