Friday, December 27, 2019

টার্গেট WB Police Mains GK Test- 7


 টার্গেট WB Police Mains
                            GK Test- 7

কোন মৌলটি DNA এর গঠনে ব্যবহৃত হয় না?

ক) কার্বন
খ) ফসফরাস
গ) নাইট্রোজেন
ঘ) সালফার√

 ১)"কল্লোল"নাটকটি রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

২)বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল?

ক) লর্ড মেয়ো
খ) লর্ড লিটন
গ) লর্ড ডাফরিন
ঘ) লর্ড রিপন√

৩)কর্ষিকা কোন প্রাণীর জ্ঞানেন্দ্রিয়?

ক) আরশোলা√
খ) কচ্ছপ
গ) জেলিফিশ
ঘ) হাতুড়ি মাথা হাঙ্গর          

৪)কোয়ান্টাম ম্যাকানিক্স এর সাহায্যে নিচের কোনটি সম্ভব?
ক) তত্ত্বীয় জ্ঞানার্জন
খ) সূত্রপ্রদান ও গাণিতিক সম্পর্ক
গ) পরমাণুর গঠন ব্যাখ্যা√
ঘ) মূলনীতির ব্যাখ্যা

৫)কোনটি ভঙ্গুর?
ক) লোহা
খ) মরিচা√
গ) রাবার
ঘ) স্বর্ণ

৬)খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?
ক) ক্ষারকীয়√
খ) এসিডিক
গ) নিরপেক্ষ
ঘ) লবণাক্ত অবস্থা

৭)মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল ?

(ক) গাজিয়াবাদ       
(খ) কানপুর      
(গ) ফৈজাবাদ  √     
 (ঘ) এলাহাবাদ

৮)ভুটানের কোথায় ফল সংরক্ষণ শিল্প গড়ে উঠেছে ?

ক)সামচি√
খ)থিম্পু
গ)ফুন্টশেলিং
ঘ)পানাখা

৯)ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি কৃষি জমিতে সারের ব্যবহার সর্বাধিক হয় ?

ক)উত্তর প্রদেশ
খ)পাঞ্জাব√
গ)তামিলনাড়ু
ঘ)পশ্চিমবঙ্গ

১০)কোন রাজ্য কর্কটক্রান্তি রেখা দ্বারা দ্বিখণ্ডিত হয়নি ?

ক)ওড়িশা√
খ)গুজরাট
গ)পশ্চিমবঙ্গ
ঘ)রাজস্থান

১১)ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে?

(ক) জয়পুর
(খ) আমেদাবাদ
(গ) হাওড়া√
(ঘ) বারাণসী

১২)রাজস্থানের শুকনো ভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের গড় কত ?

ক)100 সেমি
খ)10 সেমি
গ)20 সেমি
ঘ)1 সেমির ও কম√

১৩)নীচু সমতলে পলিযুক্ত জমিতে কোন চাষ ভালো হয়?

(ক) পাট√
(খ) কফি
(গ) কার্পাস
(ঘ) মিলেট

১৪)পূর্ব মেদিনীপুর এর সদর দপ্তর কোথায় ?

ক)হলদিয়া
খ)মেদিনীপুর
গ)তমলুক√
ঘ)কাঁথি

১৫)দৌড় প্রতিযোগিতা তাৎক্ষণিক শক্তি পায় কার মাধ্যমে?

ক) ফ্যাট
খ) প্রোটিন
গ) কার্বোহাইড্রেট√
ঘ) ক্যালসিয়াম

১৬)নিচের কোনটি প্রোটোজোয়া নয়?

ক)অ্যামিবা
খ)প্যারামেসিয়াম
গ)হাইড্রা
ঘ)কেঁচো√

১৭)মার্গারিন কি থেকে প্রস্তুত করা হয়?

(ক) সরিষা
(খ) নারিকেল√
(গ) তিসি
(ঘ) ধান

১৮)ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক অবস্থিত?

ক) উত্তরাখণ্ড√
খ) উত্তর প্রদেশ
গ) কেরালা
ঘ) তামিলনাড়ু

১৯)পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়?

ক) রাজস্থান
খ) আসাম
গ) তামিলনাড়ু√
ঘ) উত্তরাখণ্ড

২০)ভুটানের জাতীয় খেলার নাম কি?

ক) ধনুর্বিদ্যা√
খ) ক্রিকেট
গ) বেসবল
ঘ)ভলিবল

২১)C4 উদ্ভিদের উদাহরণ-

ক) গম
খ) যব
গ) বাজরা
ঘ) ভুট্টা√

২২)আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?

ক) এশিয়া
খ) ইউরোপ√
গ) আফ্রিকা
ঘ) উত্তর আমেরিকা

২৩)মানবদেহে সুসুন্মা কান্ডের দৈর্ঘ্য কত?

ক) 35 সেন্টিমিটার
খ) 37 সেন্টিমিটার
গ) 45 সেন্টিমিটার√
ঘ) 40 সেন্টিমিটার

২৪)"দা গাইড" উপন্যাসের লেখক কে?

ক) মহতমা গান্ধী
খ) চেতন ভাগত
গ) অরুন্ধতী রায়√
ঘ) আর. কে. নারায়ান

২৫)তড়িৎ কোষের তড়িচ্চালক বল নির্ভর করে না-

ক) কোষের আকারের ওপর√
খ) ক্যাথোড পদার্থের উপর
গ) অ্যানোড পদার্থের উপর
ঘ) ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য এর উপর

২৬)ভারতে কোন জাতের তুলার উৎপাদন সর্বাধিক ?

ক)বড়ো আঁশ
খ)ক্ষুদ্র আঁশ
গ)মাঝারি আঁশ√
ঘ)সঠিক কোনো হিসেবে নেই


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...