WB POLICE MAIN
SET-6
২)দুধের সাদা বর্ণের কারণ কি?
ক) ল্যাকটোজ খ) কেসিন√
গ) অ্যালবুমিন ঘ) গ্লোবিউলিন
৩)আতশবাজির সময় সবুজ শিখার কারণ কি?
ক) মার্কারি খ) সোডিয়াম
গ) বেরিয়াম√ ঘ) পটাশিয়াম
৪)নিম্নের মধ্যে কোনটি পরিবেশ থেকে ফ্লুরাইডের প্রাথমিক উৎস?
ক) পোখরাজ খ) এপাটাইট
গ) ফ্লুরাইট√ ঘ) ফসফোরাইট
৫)কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম নতুন রাজ্যের মর্যাদা পায়?
ক) 30 তম খ) 34 তম
গ) 35 তম ঘ) 36 তম√
৬)"সংগ্রামী জীবন ,সংগ্রাম হীনতা মৃত্যু"-এ কথা কে বলেছিলেন?
ক) মহাত্মা গান্ধী খ) মাও সেতুং
গ) নেতাজি সুভাষচন্দ্র বসু ঘ) স্বামী বিবেকানন্দ√
৭)কোন কারখানা বা খনিতে কাজ করার নূন্যতম বয়স কত?
ক) 10 বছর খ) 12 বছর
গ) 14 বছর√ ঘ) 16 বছর
৮)গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত?
ক) কানাডা খ) লন্ডন√
গ) জাপান ঘ) জার্মানি
৯)" প্রপিরুন" কি?
ক) মারাত্মক বিধ্বংসী ঝড়√ খ) সামুদ্রিক ঝড়
গ) সুনামি ঘ) সমুদ্রস্রোত
১০)পেনিসিলিয়াম কি?
ক) ছত্রাক√ খ) ভাইরাস
গ) ব্যাকটেরিয়া ঘ) প্রোটোজোয়া
১১) কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?
ক) 1952 খ) 1953
গ) 1954 √ ঘ) 1955
১২)রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে?
ক) ভিটামিন A খ) ভিটামিন K√
গ) ভিটামিন C ঘ) ভিটামিন D
১৩)"চুক্কার "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) সাঁতার খ) ক্রিকেট
গ) পোলো√ ঘ) টেনিস
১৪)স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ?
ক) মৃতজীবী খ) পরজীবী√
গ) স্বভোজী ঘ) মিথোজীবী
১৫)ফরাসি ভাষায় কোন শিখ গুরু জাফরনামা নামক বইটি রচনা করেন?
ক) গুরু তেগ বাহাদুর খ) গুরু নানক
গ) গুরু হররাই√ ঘ) গুরু গোবিন্দ সিং
১৬)দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কোন নদী সৃষ্টি হয়েছে?
ক) তিস্তা খ) তোর্সা√
গ) রায়ডাক ঘ) মহানন্দা
১৭)ঢালো কোন রাজ্যে প্রচলিত নৃত্য?
ক) অসম খ) গোয়া√
গ) কেরল ঘ) কর্ণাটক
১৮)নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক) নীল চাষ খ) মাছ চাষ√
গ) উদ্যানপালন ঘ) শস্য উৎপাদন
১৯)গ্যালভানাইজেশন এ ব্যবহৃত ধাতু হলো-
ক) লোহা
খ) রুপা
গ) দস্তা√
ঘ) তামা
২০) পঙ্কজ উদাস কোন ধরনের গানে বিশিষ্ট?
ক) খেয়াল
খ) ভজন√
গ) ঠুমরি
ঘ) গজল
২১)"কল্লোল"নাটকটি রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
২২)পরাশ্রয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গটি হলো-
ক) মূলরোম
খ) হস্টেরিয়া
গ) পরাশ্রয়ী মূল
ঘ) ভেলামেন√
২৩) তিমি মাছের শ্বাস যন্ত্রটির হলো-
ক) ফুলকা
খ) ফুসফুস√
গ) ফুসফুস ও ফুলকা উভয়
ঘ) বায়ুথলি
২৪)কোন দেশে pangolin দেখা যায়?
ক) আফ্রিকা√
খ) ইউরোপ
গ) রাশিয়া
ঘ) জাপান
২৫)Shorea Robusta আর লাতিন নাম?
ক) শাল√
খ) শিশু
গ) সেগুন
ঘ) চন্দন
No comments:
Post a Comment