SCHEME
2019 সালের সব যোজনা
১)কোন রাজ্য সরকার " Jai Kishan Rin Mukti Yojana" লঞ্চ করল?
-মধ্য প্রদেশ
[এখানে 50 হাজার কোটি টাকার কৃষক ঋণ মুকুব করার ব্যবস্থা নেওয়া হবে]
২)কোন রাজ্য সরকার" Ama Ghare LED Scheme" লঞ্চ করল?
-উরিষ্যা
[এটি একটি ফ্রী LED Bulb Distribution Scheme]
৩)"One Family One Job" এটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
-সিকিম
[সিকিম ভারতের সম্পূর্ণ Organic State. সিকিমের রাজধানী গ্যাংটক। সিকিমের বর্তমান গভর্নর গঙ্গাপ্রসাদ। বর্তমান চিফ মিনিস্টার প্রেম সিং তামাং।]
৪) প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি IIT-BHU তে একটি সুপার কম্পিউটার লঞ্চ করেছিল। তার নাম কি?
-Param Shivay
[এই সুপার কম্পিউটার টি Traffic Management
এর জন্যে ব্যবহার করা হবে]
৫) "KUSUM" স্কীম কি সংক্রান্ত?
-সোলার পাম্প
৬)কোন রাজ্য সরকার "Mukhya Mantri Parivar Samridhi Yojana "লঞ্চ করেছিল?
-হরিয়ানা
[প্রত্যেক পরিবার বার্ষিক 6 হাজার টাকা পাবে। সেই সব পরিবার পাবে যাদের বছরে আয় 1,80,000 টাকা। তারা প্রতি মাসে 500 টাকা করে পাবে।]
৭)কোন রাজ্য সরকার "Mukhyamontri Vridhajan Pension Yojana"লঞ্চ করেছিল?
-বিহার
[যাদের বয়স 60 বছরের বেশি তারা প্রতি মাসে 400 টাকা করে পেনশন পাবে।] বিহারের রাজধানী পাটনা
৮)"Arundhuti Scheme" কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
-আসাম
-
[অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার যাদের বার্ষিক আয় 5 লাখের কম তাদের মেয়ের বিয়েতে 11.66gm সোনা দেওয়া হবে যদি তাদের marriage formal registration হয়। ] আসামের রাজধানী দিসপুর
৯)"Ayusman Bharat Mobile App"লঞ্চ করা হয়ে ছিল। এটি কি সংক্রান্ত?
-Cashless Health insurance
[এটি বিশ্বের বৃহত্তমCashless Health insurance]
১০)"Smart Village Campeign" কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
-পাঞ্জাব
-[এটি Rural Development এবং Village Infrastructure কে উন্নত করার জন্য একটি স্কিম। পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়]
১১) সম্প্রতি"মুখ্যমন্ত্রী সেবা সংকল্প হেল্পলাইন 1100" - কোন রাজ্য সূচনা করল?
-হিমাচল প্রদেশ
১২)কোন রাজ্য " ভালি ডিক্রি"যোজনা লঞ্চ করেছিল?
-গুজরাট
[প্রত্যেক মেয়ে যখন ক্লাস 4 এডমিশন নেবে তখন 4000 টাকা করে পাবে আর যখন ক্লাস 5 এর এডমিশন নেবে তখন 6000 টাকা করে পাবে।তাদের বয়স 18 বছর হলে তারা উচ্চশিক্ষা লাভ করার জন্য এক লক্ষ টাকা পাবে।
গুজরাটের রাজধানী গান্ধীনগর। গুজরাটের গভর্নর আচার্য দেবব্রত। গুজরাটি চিফ মিনিস্টার বিজয় রুপানি]
১৩)" প্রধান মন্ত্রী শ্রম যোগী মন্ধন" স্কীম এ প্রতি বছর কত টাকা দেওয়া হবে ৬০ বছর পার করলে?
-৩০০০
[ Unorganised sector এ যাদের আয় মাসে ১৫০০০ টাকা তাদের দেওয়া হবে। এই প্রোজেক্টের জন্য 500 কোটি টাকা বরাদ্দ]
১৪)কোন রাজ্য প্রথম implement করলো" প্রধান মন্ত্রী সুরক্ষা" বীমা যোজনা?
-উত্তর প্রদেশ
[উত্তর প্রদেশের বর্তমান গভর্নর আনন্দি বেন প্যাটেল। মুখ্য মন্ত্রী যোগী আদিত্য নাথ। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ]
১৫)কোন রাজ্য "Meri Fasal Mera Byora"লঞ্চ করেছিল কৃষক দের জন্যে?
-হরিয়ানা
১৬)"Mo Sarkar" এটি কোন রাজ্য সরকার শুরু করেছিল?
-উড়িষ্যা
১৭)কোন রাজ্য সরকার " Village Volunteers System" চালু করেছিল?
-অন্ধ্রপ্রদেশ
[50 টি পরিবারের পেছনে একটি ভলেন্টিয়ার থাকবে।তাদের পারিশ্রমিক দেয়া হবে পাঁচ হাজার টাকা এবং সর্বমোট 2.8 লক্ষ ভলেন্টিয়ার নিয়োগ করার কথা ভাবা হচ্ছে]
১৮) সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী"School Fagadaba"(Make Education better Scheme) চালু করলো?
-মনিপুর
[স্কুল এর infrastructure এবং education quality কে বাড়ানোর জন্য এই স্কিম। তাছাড়া বায়োমট্রিক ডিভাইসলাগানো হবে প্রত্যেক স্কুলের শিক্ষকদের রেগুলার অ্যাটেনডেন্স দেখার জন্য]
১৯) কোন রাজ্য ভারতে প্রথম রাজ্য হিসেবে " National Policy On Biofuel" লঞ্চ করল?
-রাজস্থান
২০)সম্প্রতি কোন রাজ্য "সারবাট সেহেত বীমা"(Sarbat Sahet Bima Yojona) যোজনা নামক একটি স্কীম চালু করলো?
-পাঞ্জাব সরকার
[এটি একটি স্বাস্থ্য বীমা যোজনা। এতে 46 লক্ষ পরিবার উপকৃত হবে ।এবং প্রত্যেক বছর 5 লক্ষ টাকার ক্যাশ লেস চিকিৎসা করা হবে]
২১) "YSR Vahana Mitra Scheme'কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
-অন্ধ্র প্রদেশ
২২) সম্প্রতি আমাদের HRD( Human Resource Development) Minister একটি ট্রেনিং প্রোগ্রাম চালু করলো। তার নাম কি?
-NISHTHA
[এটি বিশ্বের Largest TeacherTraining program]
২৩) আসন্ন কোন মাসকে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি পুষ্টি মাস বা" Month of Nutrition" হিসাবে ঘোষণা করলো?
-সেপ্টেম্বর
[এর প্রধান উদ্দেশ্য শিশুদের অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি]
২৪) কোন রাজ্যে" মুখ্যমন্ত্রী ডাল Poshit" যোজনা লঞ্চ করল?
-উত্তরাখণ্ড
[এই স্কিমে প্রতিমাসে দুই কেজি মসুরের ডাল দেওয়া হবে 23 লক্ষ রেশন কার্ড হোল্ডার দের]
২৫)সম্প্রতি কোন রাজ্য" কন্যা সুমঙ্গলা যোজনা"একটি নতুন স্কীম শুরু করলো?
- উত্তর প্রদেশ
[ 15000 টাকা দেয়া হবে প্রত্যেক কন্যা সন্তানকে]
২৬)"YSR Kanti Velugu" স্কীম কোন রাজ্য শুরু করল?
-অন্ধ্র প্রদেশ
২৭)কোন রাজ্য সরকার education এর জন্য " অভিনন্দন" নামক স্কীম চালু করেছে?
-আসাম
২৮) সম্প্রতি বিশ্বের প্রথম চৈতন্য মহাপ্রভুর ওপর মিউজিয়াম কোথায় তৈরি করা হবে?
- কলকাতা
২৯)সম্প্রতি নাসার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের নাম্বার 1 সালফার - ডাই- অক্সাইড নির্গত করে কোন দেশ?
- ভারত
৩০) পশ্চিম বঙ্গের কোন দুটি স্কিম 2019 সালে UN
দ্বারা পুরস্কৃত হয়?
- "Utkarsh Bangla " and " Sabooj Sathi"
https://drive.google.com/file/d/1uebA6ihfWB_6UZCnQadDgkokonq9Szz-/view?usp=drivesdk
No comments:
Post a Comment