Newly Appointed Chairman & MD
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যান- রজনীশ কুমার
২) অ্যাক্সিস ব্যাংকের চেয়ারম্যান-শ্রী রাকেশ মাখিজি
৩) রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান-বিনোদ কুমার যাদব
৪) প্রসার ভারতীর চেয়ারম্যান - Dr. A. সূর্য প্রকাশ
৫) ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট-Nariner Dhrubv Batra
৬) এয়ার ইন্ডিয়ার Chairman & MD- অশ্বিনী লোহানী
৭)15th Finance Commission এর চেয়ারম্যান -এন. কে. সিং
৮) নীতি আয়োগ এর চেয়ারম্যান -নরেন্দ্র মোদি
৯) নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান- মি: রাজীব কুমার
১০) নীতি আয়োগ এর CEO- অমিতাভ কান্ত
১১) সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর চেয়ারপারসন - প্রসুন যোশী
১২) Children's ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার চেয়ারপারসন -মুকেশ খান্না
১৩) এটমিক এনার্জি কমিশন এর চেয়ারম্যান-K.N.Vyas
১৪) ISRO এর চেয়ারম্যান- k.Sivan
১৫) ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) এর ডাইরেক্টর -আজিত কুমার মহান্তি
১৬) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডাইরেক্টর জেনারেল-নিলাম কাপুর
১৭) প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান-বিজয় কুমার চোপড়া
১৮) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর-শক্তিকান্ত দাস
১৯) নাবার্ড এর চেয়ারম্যান- Harsh Kumar Bhanwala
২০) INFOSYS এর CEO & MD- সালিল এস পারেখ
২১) বোম্বে স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান-বিক্রম জিৎ সেন
২২) অ্যাক্সিস ব্যাংকের CEO এবং MD- অমিতাভ চৌধুরী
২৩) L.I.C এর চেয়ারম্যান-M.R কুমার
২৪) সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর চেয়ারম্যান -অজয় ত্যাগী
২৫) সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারপারসন-প্রমোদ চন্দ্র মোদি
২৬) NASSCOM এর প্রেসিডেন্ট- দেবযানি ঘোষ
২৭) NASSCOM এর চেয়ারম্যান- Keshav R Murugesh
২৮) ললিতকলা একাডেমীর চেয়ারম্যান-উত্তম পাচারনে
২৯) ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট-বৃজেন্দ্র পাল সিং
৩০)স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডাইরেক্টর জেনারেল-নিলাম কাপুর
৩১) প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান-বিজয় কুমার চোপড়া
৩২) UPSC এর চেয়ারম্যান- অরবিন্দ সাক্সেনা
৩৩) ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন(ICCR) এর প্রেসিডেন্ট- বিনয় সহস্রাবুদ্ধে
No comments:
Post a Comment