টার্গেট WB Police Mains
GK Test- 5
১)জেলেপ লা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত?
ক) হিমাচল প্রদেশ খ) জম্মু ও কাশ্মীর
গ) সিকিম√ ঘ) উত্তরাখণ্ড
২)1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে-
ক) ভারত খ) মালয়েশিয়া√
গ) ইন্দোনেশিয়া ঘ) বাংলাদেশ
৩)ইউনিভার্স বা বিশ্ব সম্পর্কে লেখাপড়া কি কি বলে?
ক) কসমোলজি√ খ) স্টারলজি
গ) মেটালজি ঘ) ইউনিভার্সলজি
৪)মিস ওয়ার্ল্ড ডাইভারসিটি 2019 খেতাব অর্জনকারী নাজ জোশী কোন দেশের?
ক) মরিসাস খ) ইন্দোনেশিয়া
গ) ভারত√ ঘ) থাইল্যান্ড
৫)নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না?
ক) পশ্চিমবঙ্গ খ) উড়িষ্যা
গ) অন্ধ্রপ্রদেশ ঘ) অসম√
৬)থ্যালাসেমিয়া রোগের বাহক কে?
ক) পুরুষ খ) মহিলা√
গ) পুরুষ বা মহিলা যে কেউ ঘ) বানর
৭)ভারতে কোন জাতের তুলার উৎপাদন সর্বাধিক ?
ক)বড়ো আঁশ খ) ক্ষুদ্র আঁশ
গ)মাঝারি আঁশ√ ঘ) সঠিক কোনো হিসেবে নেই
৮)নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক) নীল চাষ খ) মাছ চাষ√
গ) উদ্যানপালন ঘ) শস্য উৎপাদন
৯)পারসেক এককের সাহায্যে কি পরিমাপ করা যায়?
ক) মহাজাগতিক বস্তুর উজ্জলতা
খ) মহাজাগতিক বস্তুর দূরত্ব√
গ) নক্ষত্রের ঘনত্ব
ঘ) বৃহত্তম নক্ষত্রের অরবিটাল গতি
১০)ক্লোরোফিলের কেন্দ্রে কি উপস্থিত থাকে?
ক) ক্যালসিয়াম খ) ক্লোরিন
গ) ম্যাগনেসিয়াম√ ঘ) আয়রন
১১)"সংগ্রামী জীবন ,সংগ্রাম হীনতা মৃত্যু"-এ কথা কে বলেছিলেন?
ক) মহাত্মা গান্ধী খ) মাও সেতুং
গ) নেতাজি সুভাষচন্দ্র বসু ঘ) স্বামী বিবেকানন্দ√
১২)যখন মহাত্মা গান্ধী গ্রেপ্তার হয়েছিলেন তখন লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
ক) বিনোবা ভাবে খ) সরদার প্যাটেল
গ) আব্বাস তৈয়বজি√ ঘ) মৌলানা আবুল কালাম আজাদ
১৩) কাকে ' হেরিংপন্ড ' বলা হয় ?
ক)আটলান্টিক মহাসাগর√ খ)কালো সাগর
গ)মৃত সাগর ঘ)প্রশান্ত মহাসাগর
১৪)সাতবাহন রাজাদের সাম্রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত?
ক) অন্ধ্রপ্রদেশ √ খ) পাঞ্জাব
গ) গুজরাট ঘ) রাজস্থান
১৫)সর্বাধিক বিক্রিত বই "মাই লাইফ" এর রচয়িতা কে?
ক) নেলসন ম্যান্ডেলা খ) বিল ক্লিনটন√
গ) হিলারি ক্লিনটন ঘ) মার্গারেট থ্যাচার
১৬)নিম্নের কোনটি ইউনেস্কোর একটি ঐতিহ্যপূর্ণ স্থান?
ক) করবেট জাতীয় উদ্যান খ) চিলকা হ্রদ√
গ) কেওলাদেও জাতীয় উদ্যান ঘ) কেরালার নোনা জল
১৭) জিওমর্ফলজি হলো-
ক) ভূতত্ত্বের একটি ব্যাখ্যা
খ) পৃথিবীর গঠন সংক্রান্ত পঠন-পাঠন√
গ) জৈব বস্তুর অঙ্গ সংক্রান্ত পঠন-পাঠন
ঘ) কোনোটিই নয়
১৮) ঘানার রাজধানী হল-
ক) কুমাসি খ) সোফিয়া
গ) আক্রা √ ঘ) বুরুন্ডি
১৯) ক্যাকটাস হলো একটা রূপান্তরিত-
ক) কান্ড √ খ) পাতা
গ) ফুল ঘ) মূল
২০) নিম্নলিখিত কোনটি সম্পর্কিত বিদ্যা হলো অনকোলজি?
ক) ক্যান্সার√ খ) পাখি
গ) স্তন্যপায়ী ঘ) মাটি
২১) ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক) ওয়াশিংটন ডিসি খ) জেনেভা
গ) ব্রাসেলস√ ঘ) লন্ডন
২২) ভারতে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) ধানবাদ খ) ভূপাল
গ) সিমলা ঘ) দেরাদুন√
২৩) ব্রিটিশ শাসিত ভারত থেকে বার্মা কে কত সালে বিচ্ছিন্ন করা হয়?
ক) 1947 খ) 1935√
গ) 1930 ঘ) 1943
২৪) কামরূপ কোন অঞ্চলের প্রাচীন নাম ছিল?
ক) বিহার খ) উড়িষ্যা
গ) বার্মা। ঘ) আসাম√
২৫) কোন দেশ 29 শে মে 2019, 12 তম প্রজাতন্ত্র দিবস পালন করল?
ক) মালয়েশিয়া খ) বাংলাদেশ
গ) মালদ্বীপ ঘ) নেপাল√
No comments:
Post a Comment