Saturday, December 21, 2019

টার্গেট WB Police Mains GK Test- 1




টার্গেট WB Police Mains
                            GK Test- 1


১)নিচের কোন প্রাণী দের ভারতের জাতীয় প্রতীকে দেখতে পাওয়া যায়?

ক) ষাঁড়,হরিণ এবং ঈগল
খ) হরিণ এবং হাতি
গ) হাতি বাঘ এবং ষাঁড়
ঘ) ঘোড়া এবং ষাঁড়√


২) রেকিয়াভিক কোন দেশের রাজধানী?

ক) জামাইকা
খ) জর্ডান
গ) আয়ারল্যান্ড
ঘ) আইসল্যান্ড√


৩) অপটিক্যাল ফাইবার এর কার্যনীতি হল-

ক) প্রতিসরণ
খ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন√
গ) বিক্ষেপ
ঘ) প্রতিফলন


৪) টেলিফোনের জনক কাকে বলা হয়?

ক) ল্যাভয়সিয়ে
খ) জনবেল
গ) গ্রাহাম বেল√
ঘ) অ্যাডাম স্মিথ


৫) পুলু কাদের বলা হয়?

ক) ভারতীয় সৈন্য
খ) ইংরেজ সৈন্য
গ) পাকিস্তানি সৈন্য
ঘ) ফরাসী সৈন্য√


৬)কোন প্রাণী একমাত্র ইউক্যালিপটাস গাছের পাতা খেয়ে বাঁচে?

ক) কোয়ালা√
খ) গ্রেটার গ্লাইডার
গ) সাধারণ ওয়ামব্যাট
ঘ) ক্যাঙ্গারু


৭)নিচের কোন মাছের কোন কঙ্কাল নেই?

ক) তারা মাছ
খ) স্পঞ্জ
গ) জেলি মাছ√
ঘ) সিলভার মাছ


৮)আফগানিস্তানের রাজধানীর নাম কি?

ক) বেজিং
খ) কাবুল√
গ) পিয়াং ইয়াং
ঘ) তাশখন্দ


৯)বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) হকি√
খ) ক্রিকেট
গ) ফুটবল
ঘ) বাস্কেটবল


১০)মাছের হৃদপিন্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে?

ক) 2টি√
খ) 4টি
গ) 3টি
ঘ) 6 টি


১১)কোন দেশ 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?

ক) শ্রীলংকা
খ) অস্ট্রেলিয়া
গ) পাকিস্তান
ঘ) ভারত√


১২)ভারতে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ কোথায় খেলা হয়?

ক) আমেদাবাদ√
খ) দিল্লি
গ) কলকাতা
ঘ) ব্যাঙ্গালোর


১৩)ডাক ব্যবস্থা কে শুরু করেন?

ক) শাহজাহান
খ) হুমায়ুন
গ) শেরশাহ√
ঘ) আকবর


১৪)ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কবে?

ক) 1994
খ) 1995
গ) 1996√
ঘ) 1997


১৫)ভারতের বৃহত্তম মন্দির কোনটি?

ক) সূর্য মন্দির
খ) মীনাক্ষী মন্দির
গ) লিঙ্গরাজ মন্দির
ঘ) শ্রী রঙ্গনাথস্বামী মন্দির√


১৬) ২০২২ সালে কোন শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে?

ক) ঢাক
খ) ব্রিটেন
গ) বেজিং
ঘ) ডারবান√


১৭) ভারতের বৃহত্তম মসজিদ কোনটি?

ক) জামা মসজিদ√
খ) জুমা মসজিদ
গ) টিপু সুলতান মসজিদ
ঘ) বাবরি মসজিদ


১৮) সম্প্রতি কোন রাজ্যে মহিলাদের সাহায্যার্থে" সখি" নামের উদ্যোগটি চালু হয়েছে?

ক) বিহার
খ) পশ্চিমবঙ্গ
গ) উড়িষ্যা
ঘ) হরিয়ানা√


১৯) মানবদেহের ব্লাডব্যাংক কাকে বলা হয়?

ক) প্লীহা√
খ) যকৃত
গ) ফুসফুস
ঘ) অগ্নাশয়


২০)ভারতের বিসমার্ক কাকে বলা হয়?

ক) লাল বাহাদুর শাস্ত্রী
খ) মতিলাল নেহেরু
গ) সরদার বল্লভ ভাই প্যাটেল√
ঘ) এপিজে আবদুল কালাম


২১) ফেসবুকের স্রষ্টা কে?

ক) স্টিভ জবস
খ) মার্ক জুকারবার্গ√
গ) ল্যারি পেজ
ঘ) বিল গেটস


২২) সিঁড়ি থেকে পড়ে কার মৃত্যু হয়?

ক) শাহজাহান
খ) হুমায়ুন√
গ) শেরশাহ
ঘ) আকবর


২৩)GST সম্পূর্ণ নাম কি?

ক) General Service Tax
খ)Gross Domestic Product Tax
গ)Goods and Service Tax√
ঘ)Union Service Tax


২৪)ভারতের ধান উৎপাদনের------হয় পশ্চিমবঙ্গে-

ক) 10%
খ) 15 %√
গ) 20%
ঘ) 25%


২৫) ধুয়াধার জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়?

ক)কৃষ্ণা
খ) নর্মদা√
গ) গোদাবরী
ঘ) ব্রহ্মপুত্র

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...