Sunday, December 29, 2019

SLST/ NET/SET HISTORY MCQ। SET-5




SLST/ NET/SET HISTORY MCQ।  SET-5


১)  হুন নেতা মিহিরকুলকে কে পরাজিত করেছিলেন?
ক) স্কন্দ গুপ্ত
খ) বুদ্ধ গুপ্ত
গ) নরসিংহ গুপ্ত
ঘ) যশোধর্মন√


২)দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে কোন নদীর তীরে পরাজিত করেছিলেন?
ক) গোদাবরী
খ) নর্মদা√
গ) তাপ্তী
ঘ) মহানদী


৩)কোন গুপ্ত শাসক কে মুদ্রায় অঙ্কিত চিত্রে বীণা জাতীয় বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়?
ক) সমুদ্র গুপ্ত√
খ) প্রথম চন্দ্রগুপ্ত
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ) স্কন্দগুপ্ত


৪) গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসকের নাম কি?
ক) নরসিংহ গুপ্ত
খ) বুদ্ধ গুপ্ত
গ) জীবিতগুপ্ত√
ঘ) কুমার গুপ্ত


৫) "নীতিসার "গ্রন্থের রচয়িতা কে?
ক) হরিসেন
খ) যাজ্ঞবল্ক্য
গ) বজ্জিকা
ঘ) কামান্ডক√


৬)"কুমারসম্ভব"- এ কার জন্ম বৃত্তান্ত রচিত আছে?
ক) কার্তিকেয়√
খ) প্রদ্যুম্ন
গ) অভিমুন্য
ঘ) সনদ কুমার


৭)অগ্নিমিত্র ,কালিদাস রচিত মালবিকাগ্নিমিত্রম এর প্রধান চরিত্র কোন বংশজাত ছিলেন?
ক) শুঙ্গ√
খ) কান্ন
গ) সাতবাহন
ঘ) গুপ্ত


৮) মান্দাস প্রশস্তির রচয়িতা কে?
ক) বানভট্ট
খ) বৎস ভট্ট
গ) হরিসেন
ঘ) বীরসেনা√


৯)গুপ্ত যুগের রাজকীয় প্রতীক কি ছিল?
ক) গরুর√
খ) বরাহ
গ) ষাঁড়
ঘ) লক্ষী


১০) শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা কে?
ক) জয়নাল আবেদীন
খ) অশোক√
গ) শ্রী গুপ্ত
ঘ) বিক্রমাদিত্য


১১) হর্ষবর্ধনের অগ্রজ রাজ্যবর্ধনকে কে হত্যা করেছিলেন?
ক) শশাঙ্ক√
খ) দেবগুপ্ত
গ) কীর্তি বর্মন
ঘ) ভাস্কর বর্মন


১২) বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে কাকে গণ্য করা হয়?
ক) প্রথম পুলকেশী
খ) দ্বিতীয় পুলকেশী√
গ) বিনয় আদিত্য
ঘ) প্রথম বিক্রমাদিত্য


১৩) সাঁচি স্তুপ কে নির্মাণ করেছিলেন?
ক) চন্দ্রগুপ্ত
খ) কৌটিল্য
গ) গৌতম বুদ্ধ
ঘ) অশোক√


১৪)" বিন্ধ অধিপতি"  কাকে বলা হয়?
ক) শিমুক
খ) গৌতমীপুত্র সাতকর্ণী√
গ)অশোক
ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য


১৫) সম্রাট অশোকের কোন শিলালেখ টি খরোষ্ঠী লিপি তে রচিত?
ক) কলসি
খ) গির না
গ) শাহবাজগড়ি√
ঘ) মিরাট


১৬) কাকে" বৃষল" বা "কুলহিন" বলে অভিহিত করা হয়?
ক) অশোক
খ) বিন্দুসার
গ) চন্দ্রগুপ্ত মৌর্য√
ঘ) কনিষ্ক


১৭)"অর্থশাস্ত্র "রচয়িতা চাণক্যের আরেকটি নাম কি?
ক) বিষ্ণু দত্ত
খ) গর্গ দত্ত
গ) বিষ্ণু শর্মা
ঘ) বিষ্ণুগুপ্ত√


১৮) 1837 সালে কে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করতে সক্ষম হন?
ক) জেমস প্রিন্সেপ√
খ) এইচ ডি সং কালিয়া
গ) এম .আর .গোখেল
ঘ) বি .এন. মিশ্র


১৯) মৌর্য যুগের সব থেকে বিখ্যাত শিক্ষা কেন্দ্রটি কোথায় অবস্থিত ছিল?
ক) বৈশালী
খ) নালন্দা
গ) তক্ষশীলা√
ঘ) উজ্জয়িনী


২০) অশোকের উক্তি" সবে মুনিষে পজা মম"কোন প্রধান শিলালেখাতে পাওয়া যায়?
ক) তৃতীয়
খ) ষষ্ঠ√
গ) সপ্তম
ঘ) নবম


২১) কোন রচনায় পাওয়া যায় যে অশোক শ্রীনগর নির্মাণ করেছিলেন?
ক) কলহনের রাজতরঙ্গিনী√
খ) দিব্যবদান
গ) তারানাথের "তিব্বতের ইতিহাস"
ঘ) মহাবংশ 1


২২)কোন প্রধান শিলালিপিতে অশোকের ধর্ম সম্পর্কে বিশ্লেষণ করা আছে?
ক) প্রথম
খ) পঞ্চম
গ) দশম
ঘ) একাদশ√


২৩) অশোকের প্রধানমন্ত্রী এদের মধ্যে কে ছিলেন?
ক) বিষ্ণুগুপ্ত
খ) রাধাগুপ্ত√
গ) উপগুপ্ত
ঘ) বসু গুপ্ত


২৪)  অশোক কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করার কার অবদান সবথেকে বেশি?
ক) মহাকাশ্যপ
খ) সর্প কামি
গ) উপগুপ্ত√
ঘ) উপালি


২৫) বরাবর গুহা লিপি থেকে কোন মৌর্য বংশ জাত ব্যক্তির কথা জানা যায়?
ক) বিন্দুসার
খ) কুনাল
গ) দশরথ√
ঘ) বৃহদ্রথ


২৬) বৌদ্ধ ধর্ম গ্রন্থ সমূহ কোন ভাষায় রচিত ছিল?
ক) প্রাকৃত
খ) সংস্কৃত
গ) পালি√
ঘ) অর্ধ -মাগধী


২৭) বুদ্ধ তার বাণী সর্বপ্রথম কোথায় প্রচার করেছিলেন?
ক) কুশিনগর
খ) বুদ্ধগয়া
গ) কাশী
ঘ) সারনাথ√


২৮) সাতবাহন বংশের শাসনকালে ভারতের কোন বন্দরটি বিখ্যাত ছিল?
ক) তাম্রলিপ্ত
খ) ভারুচ
গ) সোপারা√
ঘ) কোচিন


২৯) নাসিক প্রশস্তি র রচয়িতা কে?
ক) গৌতমীপুত্র সাতকর্ণী√
খ) সমুদ্র গুপ্ত
গ) ধর্মপাল
ঘ) হর্ষবর্ধন


৩০) মেগাস্থিনিস কে ছিলেন?
ক) চৈনিক পরিব্রাজক
খ) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
গ) গ্রিক পরিব্রাজক
ঘ) সেলুকাসের দুত√


৩১)"আইহোল প্রশস্তি"র রচয়িতা কে?
ক) কৌটিল্য
খ) রবি কীর্তি√
গ) হরিসেন
ঘ) নয়নিকা


৩২) আলেকজান্ডার এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন নিম্নলিখিত কোন ভারতীয় রাজা?
ক)অম্ভি
খ) পুরু√
গ) মহাপদ্ম নন্দ
ঘ) কেউ নয়


৩৩) অশোক শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছিলেন?
ক) প্রিয়দর্শী
খ) ধর্মাশোক
গ) দেব পুত্র
ঘ) দেবনাম প্রিয় প্রিয়দর্শী√


৩৪) দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল?
ক) যুদ্ধজয়
খ) ধর্ম বিজয়√
গ) দ্বিগবিজয়
ঘ) ভেরি ঘোষ


৩৫) অশোকের আরাধ্য দেবতা কে ছিলেন?
ক) শিব√
খ) বিষ্ণু
গ) বাসুদেব
ঘ) বুদ্ধ



https://drive.google.com/file/d/1xOPLtSwKlQw4irCasgz6qsgqS4QRXYuN/view?usp=drivesdk



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...