Thursday, January 2, 2020

টার্গেট WB Police Mains GK Test- 8

টার্গেট WB Police Mains
                            GK Test- 8

২৬)ভারতে কোন জাতের তুলার উৎপাদন সর্বাধিক ?

ক)বড়ো আঁশ
খ)ক্ষুদ্র আঁশ
গ)মাঝারি আঁশ√
ঘ)সঠিক কোনো হিসেবে নেই

১)"One Family One Job" এটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?
ক) সিকিম   √   
খ)  মধ্যপ্রদেশ
গ) রাজস্থান
ঘ) উত্তর প্রদেশ       

২)কত সালে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়?

ক) 1975
খ) 1960
গ) 1978
ঘ) 1985√

৩)খাজা মৈনুদ্দিন চিস্তির দরগা কোথায় অবস্থিত ?

(ক) আগ্রা     
 (খ) আজমির  √     
 (গ) দিল্লী       
 (ঘ) বিকানীর


৪)ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাপেক্ষা অধিক খনিজ তৈল পাওয়া যায় -

ক)আফগানিস্তানে
খ)বাংলাদেশে
গ)ব্রহ্মদেশে√
ঘ)শ্রীলঙ্কা

৫)পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয় ?

ক)হরিণঘাটা
খ)হাওড়া
গ)যাদবপুর
ঘ)রূপনারায়ণপুর√

৬)‘পার্বত্য মূষিক ’ নামে কে পরিচিত ?

(ক) রনজিৎ সিং       
(খ) শিবাজি√     
 (গ) টিপু সুলতান   
 (ঘ) হায়দরা আলি

৭)চাচানামা ’গ্রন্থ থেকে কোন সময়ের সম্বন্ধে জানা যায় ?

(ক) সুলতানি যুগ√   
 (খ) গুপ্ত যুগ     
 (গ) মুঘল যুগ     
  (ঘ) মৌর্য যুগ

৮)কোথাকার তাম্রখনি পৃথিবীর মধ্যে বৃহত্তম ?

ক)চিলি√
খ)ইকুয়েডর
গ)ভেনেজুয়েলা
ঘ)গিয়ামা

৯)অধিকাংশ নদীই উৎপন্ন হয় -

ক)মালভূমি অঞ্চলে
খ)মরু অঞ্চলে
গ)বালিয়াড়ি অঞ্চলে
ঘ)পার্বত্য অঞ্চলে√

১০)কোন উৎসেচক এর উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অ্যালকোহলে রূপান্তরিত হয়?

ক) ডায়াস্টেজ
খ) মল্টেজ
গ) জাইমেজ√
ঘ) ইনভার্টেজ

১১)পাকিস্তান এর রাজধানী কোনটি ?

ক)ইসলামাবাদ√
খ)রাওয়ালপিন্ডি
গ)লাহোর
ঘ)শিয়ালকোট

১২)ভারতের শিপ্লে অগ্রগণ্য রাজ্য কোনটি ? 

(ক) মহারাষ্ট্র  √   
(খ) অন্ধ্রপ্রদেশ   
 (গ) কর্ণাটক     
  (ঘ) পশ্চিমবঙ্গ

১৩)কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন ?

(ক) মহম্মদ বিন তুঘলক     
 (খ) আলাউদ্দিন খিলজি  √   
 (গ) জালালউদ্দিন     
 (ঘ) বখতিয়ার খিলজি

১৪)গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত?

ক) অগ্নি
খ) মুরুত
গ) সূর্য
ঘ) সাবিত্রী√             

১৫)গুপ্ত যুগের একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ বন্দর হলো-

ক) তাম্রলিপ্ত√
খ) ভারত
গ) কল্যাণ
ঘ) ক্যামবে

১৬)সাতবাহন বংশের শাসনকালে ভারতের কোন বন্দরটি বিখ্যাত ছিল?

ক) তাম্রলিপ্ত
খ) ভারুচ
গ) সোপারা√
ঘ) কোচিন

১৭)কাকে" বৃষল" বা "কুলহিন" বলে অভিহিত করা হয়?

ক) অশোক
খ) বিন্দুসার
গ) চন্দ্রগুপ্ত মৌর্য√
ঘ) কনিষ্ক

১৮)বরাহমিহির রচিত বিখ্যাত রচনা বৃহৎসংহিতার বিষয় কি?

ক) জ্যোতির্বিজ্ঞান √         
খ) রাজনীতি
গ) আয়ুর্বেদ
ঘ) অর্থনীতি

১৯)ভারত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপের নাম-

ক) মালদ্বীপ
খ) চাগোস
গ) জাঞ্জিবার
ঘ) মরিশাস√

২০)পৃথিবীর সর্বাধিক দীর্ঘ শৈলশিরার নাম কি?

ক) মধ্য সামুদ্রিক শৈলশিরা
খ) মধ্য ভারতীয় শৈলশিরা
গ) স্কোশিয়া শৈলশিরা
ঘ) মধ্য আটলান্টিক শৈলশিরা√

২১)পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল?

ক) 15 ই আগস্ট 1947
খ) 15 ই আগস্ট 1930
গ) 26 শে জানুয়ারি 1950
ঘ) 26 শে জানুয়ারি 1930√

২২)কবি সত্যেন্দ্রনাথ রচনা করেন-

ক) অগ্নিবীণা
খ) কুহু ও কেকা√
গ) সাগর থেকে ফেরা
ঘ) ত্রিযামা

২৩)কোন ধাতু শংকর এসিড প্রতিরোধী?

ক) পিতল
খ) ব্রোঞ্জ
গ) জার্মান সিলভার
ঘ) সিলিকন স্টিল.

২৪)কোন গুপ্ত শাসক কে মুদ্রায় অঙ্কিত চিত্রে বীণা জাতীয় বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়?

ক) সমুদ্র গুপ্ত√
খ) প্রথম চন্দ্রগুপ্ত
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ) স্কন্দগুপ্ত

২৫)নামিবিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে পুনরায় নির্বাচিত হলেন ?

(ক) স্যাম নুজমা
(খ) পিটার কাট্যাভিবি         
(গ) হাজে গেইনগব√
(ঘ) পিটার শীভূতে

২৬) কোন রাজ্যের মন্ত্রিসভা যমুনা নদীর জল বিক্রির একটি বিল পাস করেছে?
(ক) উত্তর প্রদেশ
(খ) হরিয়ানা
(গ) হিমাচল প্রদেশ√
(ঘ) উত্তরাখন্ড

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...