Monday, December 23, 2019

SLST/ NET/SET HISTORY set-4



SLST/ NET/SET HISTORY MCQ Set-4

১) কোন বেদের দুটি ভাগ-শুক্ল ও কৃষ্ণ

ক) ঋক
খ) সাম
গ) যজু√
ঘ) অথর্ব

২) আর্যদের প্রধান খাদ্য ছিল-

ক) ফল ও সবজি
খ) ধান ও ডাল
গ) দুধ ও দুধজাত দ্রব্য√
ঘ) গম ও চাল

৩) বর্ণাশ্রম প্রথা কোথায় পাওয়া যায়?

ক) শতপথ ব্রাহ্মণ
খ) হিরণ্যগর্ভ সুক্ত
গ) পুরুষসূক্ত√
ঘ) যজুর্বেদ

৪) অশোকের কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়?

ক) 13 তম শিলালেখ
খ) ধৌলির কলিঙ্গ শিলালেখ√
গ) দশম শিলালেখ
ঘ) মাস কি লিপি

৫) "ধর্মাশোক "নাম  টি কোথায় পাওয়া যায়?

ক) মাস্কি শিলালেখ
খ) জুনাগর শিলালেখ
গ) সারনাথ শিলালেখ√
ঘ) কলিঙ্গ শিলালেখ

৬) কৌটিল্যের অর্থশাস্ত্রের চতুর্থ খন্ড" কন্টক শোধন" কথাটির মানে কি লিখুন?

ক) চরবৃত্তি
খ) অসামাজিক ও অপরাধীদের দমন
গ) অপরাধীদের বিচার
ঘ) খ ও গ উভয়√

৭) অশোকের মৃত্যুর পর তার সম্রাজ্য পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত হয়েছিল । পশ্চিম ও পূর্ব বিভাগের শাসনভার ন্যস্ত হয়েছিল যথাক্রমে-

ক) কুনাল ও দশরথ√
খ) দশরথ ও কুনাল
গ) সম্পাতি ও শালি সুক
ঘ) শালী সুক ও সম্পাতি

৮) মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কোনটি?

ক) অশোক পরবর্তী রাজাদের দুর্বল শাসন ও রাজ্য বিভাগ
খ) অশোকের শাসনে ধর্মের প্রভাব
গ) ব্রাহ্মণ্য ধর্মের বিদ্রোহ বৌদ্ধ নীতির বিরুদ্ধে
ঘ) সবকটি√

৯) রুদ্র দমনের জুনাগর শিলালিপি অনুসারে কোন শাসক সুদর্শন হ্রদের বাঁধ নির্মাণ করেছিলেন পার্শ্ববর্তী সৌরাষ্ট্র এলাকার জন্য?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য√
খ) বিন্দুসার
গ) অশোক
ঘ) দশরথ

১০) মৌর্য বংশের শেষ শাসক এর নাম কি?

ক) বৃহদ্রথ√
খ) সম্পাতি
গ) দশরথ
ঘ) শালী সুক

১১) আলেকজান্ডারের ভারত অভিযানের সময় উত্তর ভারতের কোন বংশের শাসন জারি ছিল?

ক) নন্দ বংশ√
খ) মৌর্য বংশ
গ) শুঙ্গ বংশ
ঘ) কাম্ব বংশ

১২)"শূন্য" আবিষ্কার করেন কে?

ক) আর্যভট্ট√
খ) বরাহমিহির
গ) ভাস্কর ১
ঘ) শঙ্কু

১৩) এদের মধ্যে কে "বিক্রমাদিত্য" উপাধি গ্রহণ করেছিলেন?

ক) প্রথম চন্দ্রগুপ্ত 
খ) সমুদ্র গুপ্ত
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত√
ঘ) স্কন্দগুপ্ত

১৪) কোন শিলালেখ টি সমুদ্র গুপ্ত সম্পর্কে বর্ণনা দেয়?

ক) এলাহাবাদ শিলা লেখ
খ) জুনাগর শিলালিপি
গ) মেহরৌলি লৌহ শিলালিপি√
ঘ) হাতি গুম্ফা শিলালিপি

১৫) বরাহমিহির রচিত বিখ্যাত রচনা বৃহৎসংহিতার বিষয় কি?

ক) জ্যোতির্বিজ্ঞান√
খ) রাজনীতি
গ) আয়ুর্বেদ
ঘ) অর্থনীতি

১৬) নিম্নলিখিত কোন ব্যক্তি চন্দ্রগুপ্তের নবরত্ন সভার অন্তর্ভুক্ত নয়?

ক) বীরাসেনা
খ) আচার্য দিগ্নাগ
গ) বরাহমিহির
ঘ) চরক√


১৭) কোন গুপ্ত সম্রাট এর সময় কালে প্রথম হুন আক্রমণ হয়?

ক) প্রথম কুমার গুপ্ত√
খ) স্কন্দ গুপ্ত
গ) বুদ্ধ গুপ্ত
ঘ) পুরু গুপ্ত


১৮) গুপ্ত যুগে প্রচলিত রৌপ্য মুদ্রা কে কি নামে ডাকা হতো?

ক) রূপক√
খ) কার্যাপণ
গ) দিনার
ঘ) পণ

১৯) দ্বিতীয় পুলকেশী ও হর্ষবর্ধনের মধ্যে যুদ্ধের কথা কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে?

ক) এলাহাবাদ প্রশস্তি
খ) আইহোল প্রশস্তি√
গ) দামোদর পুত্র তাম্রপত্র
ঘ) বিলশাদ প্রশস্তি

২০) গুপ্ত যুগের একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ বন্দর হলো-

ক) তাম্রলিপ্ত√
খ) ভারত
গ) কল্যাণ
ঘ) ক্যামবে

২১) গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক ছিলেন-

ক) সৌমিল্য
খ) শূদ্রক
গ) শৌণক
ঘ) সুশ্রুত√

২২)বিখ্যাত কবি কালিদাসের রচনাগুলির মধ্যে নিচের কোনটির অন্তর্ভুক্ত নয়?

ক) ঋতুসংহার
খ) মেঘদুত
গ) কুমারসম্ভব
ঘ) দশকর্মা চরিত√


২৩) গুপ্ত যুগের মহিলা জাতি সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়?

ক) বাল্য বিবাহের প্রচলন ছিল গুপ্ত যুগের সমাজে
খ) নারীরা কেউ কেউ বেদ  পাঠে সক্ষম ছিলেন
গ) নৃত্যগীত  মহিলাদের ক্ষেত্রে সম্মানীয় ছিল
ঘ) বিধবা বিবাহের প্রচলন ছিল√


২৪) পাটুলি পুত্র হতে তক্ষশীলা পর্যন্ত রাজপথ কে নির্মাণ করেছিলেন?

ক) মৌর্য√
খ) কুশান
গ) শক
ঘ) গুপ্ত

২৫) কোন শাসক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) কনিষ্ক
গ) প্রথম চন্দ্রগুপ্ত√
ঘ) অশোক


https://drive.google.com/file/d/1w-gaPUwAD1UHCg7k6Zhb3QBJgDz0hmM0/view?usp=drivesdk



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...