Monday, December 23, 2019

টার্গেট WB Police Mains GK Test- 3



টার্গেট WB Police Mains
                            GK Test- 3


১)কাকে কেবিনেট তোরণের কেন্দ্র প্রস্তর বলা হয়?

ক) স্বরাষ্ট্রমন্ত্রী
খ) আইনমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধানমন্ত্রী√

২)দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে?

ক)৩২
খ)৬৪√
গ)৫০
ঘ)৮১

৩)CGS পদ্ধতিতে জলসমের একক কি?

ক) গ্রাম√
খ) ওয়াট 
গ) কিলোগ্রাম
ঘ) পাউন্ড

৪)তড়িৎ চুম্বক হিসেবে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয়?

ক) কোবাল্ট
খ) কাঁচা লোহা√
গ) নিকেল
ঘ) তামা

৫)বিশ্বের প্রথম দেশ হিসেবে কেবলমাত্র মহিলা বিদেশ মন্ত্রীর বৈঠক আয়োজন করলো কোন দেশ?

ক) ভারত
খ) চীন
গ) কানাডা√
ঘ)ব্রাজিল

৬)সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

ক) ছত্রিশগড়
খ) মধ্যপ্রদেশ.
গ) অন্ধপ্রদেশ
ঘ) উত্তর প্রদেশ

৭)"শ্রীদেবী: গার্ল ওমেন সুপারস্টার"বইটির লেখক এর নাম কি?

ক) জুহি চতুর্বেদী
খ) গজল সিং
গ) পল্লব কুমার
ঘ) সত্যার্থ নায়েক√

৮)একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলি অপত্য কোষ সৃষ্টি হয়?

ক) 2টি√
খ) 4টি
গ) 8টি
ঘ) 16 টি

৯)ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সম্পাদনা করতেন কে?

ক) বিপিনচন্দ্র পাল
খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
গ) দাদাভাই নওরোজি
ঘ) জহরলাল নেহেরু√


১০)2018 সালের বাঘ শুমারি অনুযায়ী সবচেয়ে বেশি বাঘ কোন রাজ্যে রয়েছে?

ক) কর্ণাটক
খ) মধ্যপ্রদেশ√
গ) উত্তর প্রদেশ
ঘ) তামিলনাড়ু

১১)কানাডা বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?

ক) দামোদর 
খ) ময়ূরাক্ষী√
গ) বরাকর
ঘ) অজয়

১২)দুটি পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদের কি বলে?

ক) আইসোবার
খ) আইসোটোন√
গ) আইসোটোপ
ঘ) আইসোডায়াফার

১৩)দুটি পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা তাদের কি বলে?

ক) আইসোবার
খ) আইসোটোন
গ) আইসোটোপ√
ঘ) আইসোডায়াফার


১৪)2019 সালে মিস ইন্ডিয়া 2019 অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে?

ক) দিল্লি
খ) কলকাতা
গ) মুম্বাই√
ঘ) চেন্নাই

১৫)নিম্নের কোন রোগটি মশাবাহিত রোগ নয়?

ক) ডেঙ্গু জ্বর
খ) ম্যালেরিয়া
গ) কালাজ্বর√
ঘ) গোদ

১৬)প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল-

ক) মালিশের পরীক্ষা
খ) বেনেডিক্টের পরীক্ষা
গ) বিউ রেট পরীক্ষা
ঘ) ডি. এন. পি পরীক্ষা

১৭)সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত?

ক) ইরাবতী
খ) চন্দ্রভাগা√
গ) শতদ্রু
ঘ) চম্বল

১৮)মাইকোপ্লাজমা কি?

ক) ছত্রাক
খ) প্রোক্যারিওটিক জীব√
গ) শৈবাল
ঘ) মস জাতীয় উদ্ভিদ

১৯)পৃথিবী থেকে কোন বস্তুর চাঁদে নিয়ে গেলে বস্তুটি র

ক) ভর একই থাকবে√
খ) ভর ও ওজন কমবে
গ) ওজন বাড়বে
ঘ) ভর কমবে

২০)হেপাটাইটিস ভাইরাস দেহের কোন অংশে আক্রমণ করে?

ক) ফুসফুস
খ) লিভার√
গ) রক্ত
ঘ) অগ্নাশয়

২১)বিজ্ঞানের কোন শাখায় মাটি সম্বন্ধীয় আলোচনা করা হয়?

ক) ইকোলজি
খ) হাইড্রোপনিক্স
গ) পেডোলজি
ঘ) জিওলজি

২২)ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?

ক) অক্সিন
খ) জিব্বেরেলিন
গ) ইথিলিন√
ঘ) সাইটোকাইনিন

২৩)বিদেশিয়া কোন রাজ্যের প্রচলিত নৃত্য?

ক) আসাম
খ) বিহার√
গ) ত্রিপুরা
ঘ) উড়িষ্যা

২৪)ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি?

ক)NSE√
খ)DOLEX
গ)BSE
ঘ)CSE


২৫)গ্লাইকোলাইসিস এর অন্তিম যৌগ কোনটি?

ক) পাইরুভিক এসিড√
খ) গ্লুকোজ
গ) মিথানল
ঘ) ম্যালিক এসিড

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...