টার্গেট WB Police Mains
GK Test- 2
1. ভারতের প্রধান রাষ্ট্রীয় রোজগার কোন্ খাতে বেশী ?
(ক) কৃষি√
(খ) শিল্প
(গ) বনভূমি
(ঘ) কোনটাই নয়
2. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ?
ক)ওজোন
খ)নাইট্রাস অক্সাইড
গ)জলীয় বাষ্প
ঘ)হাইড্রোজেন√
3. বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়?
ক) 16 সেপ্টেম্বর√
খ) 19 নভেম্বর
গ) 2nd অক্টোবর
ঘ) 5 জুন
4. নিচের কোনটি নোবেল ধাতু ?
ক)আয়রন
খ)রুপা√
গ)অ্যালুমিনিয়াম
ঘ)ব্রোঞ্জ
5. পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয়?
ক) বিহার
খ) রাজস্থান√
গ) তামিলনাড়ু
ঘ) উত্তর প্রদেশ
6. দৈর্ঘ্যের সবথেকে ছোট একক -
ক)মাইক্রন
খ)ন্যানোমিটার
গ)আংস্ট্রম
ঘ)ফার্মিমিটার√
7. ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন ?
ক)থমাস এডিসন√
খ)আলেকজান্ডার গ্রাহামবেল
গ)উইলিয়াম কুক
ঘ)টেরি এডিসন
8. ভারতের মরুভূমি কি নামে পরিচিত?
ক) গোবি
খ) সাহারা
গ) থর√
ঘ) আটকামা
9.. কোন শহরের উপর সূর্য কখনো উল্লম্বভাবে অবস্থান করে না ?
ক)শ্রীনগর√
খ)মুম্বাই
গ)কলকাতা
ঘ)তিরুবন্তপুরম
10. বাংলাদেশ পৃথিবীর কততম জনবহুল দেশ ?
ক)পঞ্চম
খ)ষষ্ঠ
গ)সপ্তম
ঘ)অষ্টম√
11. নিম্নলিখিত কোন রাজ্যটি বাংলাদেশ এর প্রান্ত নয় ?
ক)মেঘালয়
খ)ত্রিপুরা
গ)মনিপুর√
ঘ)মিজোরাম
12. ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি ?
ক)উত্তরপ্রদেশ
খ)সিকিম√
গ)দিল্লি
ঘ)লাক্ষাদ্বীপ
13. তিরিচিমির কোথাকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ?
ক)নেপাল
খ)ভুটান
গ)আফগানিস্তান
ঘ)পাকিস্তান√
14. যশোর কিসের জন্য বিখ্যাত ?
ক)চিরুনি উৎপাদনে√
খ)ধান উৎপাদনে
গ)পাট উৎপাদনে
ঘ)কাগজ শিল্পে
15. শ্রীলংকার কোন শহরে ভগবান বুদ্ধের দাঁতের মন্দির আছে ?
ক)জাফনা
খ)অনুরাধাপুর
গ)ত্রিঙ্কোমালি
ঘ)কান্ডি√
16.সুয়েজ খাল যুক্ত করেছে-
ক)পারস্য উপসাগর ও আরব সাগর
খ)লোহিত সাগর ও ভুমধ্যসাগর√
গ)ভূমধ্যসাগর ও কালো সাগর
ঘ)লোহিত সাগর ও আরব সাগর
17.ওজোন স্তরের অনুপস্থিতিতে কোন রশ্মি বায়ুমন্ডলে ঢুকতে পারে?
ক)ইনফ্রারেড
খ)দৃশ্যমান
গ)অতিবেগুনী√
ঘ)এক্সরে
18.কোনটি কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী?
ক)ভীমা
খ)মুনি
গ)তুঙ্গভদ্রা√
ঘ)কয়না
19.কোন শহরটি ভারতের জিরো মাইল সেন্টার নামে পরিচিত?
ক)বার্নপুর
খ)এলাহাবাদ
গ)নাগপুর√
ঘ)নতুন দিল্লি
20.ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত?
ক)কেরল
খ)মহারাষ্ট্র
গ)কর্নাটক√
ঘ)তামিলনাড়ু
21.ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি?
ক)৯টি
খ)১১টি√
গ)১২টি
ঘ)২০টি
22. পাইকা কোন রাজ্যের নৃত্য?
ক) গুজরাট
খ) হরিয়ানা
গ) ঝাড়খন্ড√
ঘ) মনিপুর
23.'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসাবে পালিত হয়-
ক)১০ই ডিসেম্বর√
খ)২৪শে অক্টোবর
গ)২৩শে নভেম্বর
ঘ)কোনটিই নয়
24.কলকাতা ন্যাশনাল লাইব্রেরী পূর্বে কি নামে পরিচিত ছিল?
ক) ইম্পেরিয়াল লাইব্রেরি√
খ) ব্রিটিশ লাইব্রেরি
গ) রয়েল লাইব্রেরী
ঘ) অ্যালবার্ট লাইব্রেরী
25. প্রথম বৌদ্ধ মহাসভা কার সময় হয়েছিল?
ক)অশোক
খ) অজাতশত্রু√
গ) কনিষ্ক
ঘ) হর্ষবর্ধন
GK Test- 2
1. ভারতের প্রধান রাষ্ট্রীয় রোজগার কোন্ খাতে বেশী ?
(ক) কৃষি√
(খ) শিল্প
(গ) বনভূমি
(ঘ) কোনটাই নয়
2. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ?
ক)ওজোন
খ)নাইট্রাস অক্সাইড
গ)জলীয় বাষ্প
ঘ)হাইড্রোজেন√
3. বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়?
ক) 16 সেপ্টেম্বর√
খ) 19 নভেম্বর
গ) 2nd অক্টোবর
ঘ) 5 জুন
4. নিচের কোনটি নোবেল ধাতু ?
ক)আয়রন
খ)রুপা√
গ)অ্যালুমিনিয়াম
ঘ)ব্রোঞ্জ
5. পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয়?
ক) বিহার
খ) রাজস্থান√
গ) তামিলনাড়ু
ঘ) উত্তর প্রদেশ
6. দৈর্ঘ্যের সবথেকে ছোট একক -
ক)মাইক্রন
খ)ন্যানোমিটার
গ)আংস্ট্রম
ঘ)ফার্মিমিটার√
7. ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন ?
ক)থমাস এডিসন√
খ)আলেকজান্ডার গ্রাহামবেল
গ)উইলিয়াম কুক
ঘ)টেরি এডিসন
8. ভারতের মরুভূমি কি নামে পরিচিত?
ক) গোবি
খ) সাহারা
গ) থর√
ঘ) আটকামা
9.. কোন শহরের উপর সূর্য কখনো উল্লম্বভাবে অবস্থান করে না ?
ক)শ্রীনগর√
খ)মুম্বাই
গ)কলকাতা
ঘ)তিরুবন্তপুরম
10. বাংলাদেশ পৃথিবীর কততম জনবহুল দেশ ?
ক)পঞ্চম
খ)ষষ্ঠ
গ)সপ্তম
ঘ)অষ্টম√
11. নিম্নলিখিত কোন রাজ্যটি বাংলাদেশ এর প্রান্ত নয় ?
ক)মেঘালয়
খ)ত্রিপুরা
গ)মনিপুর√
ঘ)মিজোরাম
12. ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি ?
ক)উত্তরপ্রদেশ
খ)সিকিম√
গ)দিল্লি
ঘ)লাক্ষাদ্বীপ
13. তিরিচিমির কোথাকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ?
ক)নেপাল
খ)ভুটান
গ)আফগানিস্তান
ঘ)পাকিস্তান√
14. যশোর কিসের জন্য বিখ্যাত ?
ক)চিরুনি উৎপাদনে√
খ)ধান উৎপাদনে
গ)পাট উৎপাদনে
ঘ)কাগজ শিল্পে
15. শ্রীলংকার কোন শহরে ভগবান বুদ্ধের দাঁতের মন্দির আছে ?
ক)জাফনা
খ)অনুরাধাপুর
গ)ত্রিঙ্কোমালি
ঘ)কান্ডি√
16.সুয়েজ খাল যুক্ত করেছে-
ক)পারস্য উপসাগর ও আরব সাগর
খ)লোহিত সাগর ও ভুমধ্যসাগর√
গ)ভূমধ্যসাগর ও কালো সাগর
ঘ)লোহিত সাগর ও আরব সাগর
17.ওজোন স্তরের অনুপস্থিতিতে কোন রশ্মি বায়ুমন্ডলে ঢুকতে পারে?
ক)ইনফ্রারেড
খ)দৃশ্যমান
গ)অতিবেগুনী√
ঘ)এক্সরে
18.কোনটি কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী?
ক)ভীমা
খ)মুনি
গ)তুঙ্গভদ্রা√
ঘ)কয়না
19.কোন শহরটি ভারতের জিরো মাইল সেন্টার নামে পরিচিত?
ক)বার্নপুর
খ)এলাহাবাদ
গ)নাগপুর√
ঘ)নতুন দিল্লি
20.ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত?
ক)কেরল
খ)মহারাষ্ট্র
গ)কর্নাটক√
ঘ)তামিলনাড়ু
21.ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি?
ক)৯টি
খ)১১টি√
গ)১২টি
ঘ)২০টি
22. পাইকা কোন রাজ্যের নৃত্য?
ক) গুজরাট
খ) হরিয়ানা
গ) ঝাড়খন্ড√
ঘ) মনিপুর
23.'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসাবে পালিত হয়-
ক)১০ই ডিসেম্বর√
খ)২৪শে অক্টোবর
গ)২৩শে নভেম্বর
ঘ)কোনটিই নয়
24.কলকাতা ন্যাশনাল লাইব্রেরী পূর্বে কি নামে পরিচিত ছিল?
ক) ইম্পেরিয়াল লাইব্রেরি√
খ) ব্রিটিশ লাইব্রেরি
গ) রয়েল লাইব্রেরী
ঘ) অ্যালবার্ট লাইব্রেরী
25. প্রথম বৌদ্ধ মহাসভা কার সময় হয়েছিল?
ক)অশোক
খ) অজাতশত্রু√
গ) কনিষ্ক
ঘ) হর্ষবর্ধন
No comments:
Post a Comment