টার্গেট WB Police Mains
GK Test- 4
১) রাশিলা কোন রাজ্যের প্রচলিত নৃত্য?
ক) ত্রিপুরা খ) কেরল
গ) গুজরাট√ ঘ) গোয়া
২) পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি?
ক) সহ্যাদ্রি খ) মলয়াদ্রি√
গ) দোদাবেতা ঘ) মহেন্দ্রগীরি
৩) ঝারখান্ড পশ্চিমবঙ্গের সঙ্গে কত কিলোমিটার দৈর্ঘ্যের রাজ্য সীমানা অধিকার করে আছে?
ক) 592 কিমি√ খ) 432 কিমি
গ) 530 কিমি ঘ)430কিমি
৪)2019 সালে হায়দ্রাবাদ ওপেনের পুরুষদের সিঙ্গলসে কে জয়লাভ করেছে?
ক) বি সাই প্রণীত খ) পারুপল্লি কষ্যপ
গ) কিদাম্বি শ্রীকান্ত ঘ) সৌরভ বর্মা√
৫)কোনটি ভঙ্গুর?
ক) লোহা খ) মরিচা√
গ) রাবার ঘ) স্বর্ণ
৬) ভারতের কোন গ্র্যান্ডমাস্টার 2019 সালে বেল্ট এবং রোড চায়না হিউম্যান আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট জিতেছে?
ক) ডি গুকেস খ) অভিজিৎ গুপ্তা
গ) সূর্য শেখর গাঙ্গুলী√ ঘ) সন্দীপন চন্দ্র
৭)কাপড় তৈরির মূল উপাদান কোনটি?
ক) সুতা খ) তন্তু√
গ) রঙ ঘ) রেশম
৮)সংবিধানের সূচনার সময় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছিল?
ক) 10 টি খ) 7 টি√
গ) 5টি ঘ) 6 টি
৯)ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়?
ক) কৃষ্ণা খ) গোদাবরী√
গ) কাবেরী ঘ) দামোদর
১০)খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?
ক) ক্ষারকীয়√ খ) এসিডিক
গ) নিরপেক্ষ ঘ) লবণাক্ত অবস্থা
১১) পিকনোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
ক) ঘনত্ব√ খ) সৌর বিকিরণের তীব্রতা
গ) ভূমিকম্পের তীব্রতা ঘ) উচ্চ তাপমাত্রা
১২) বিঠলস্বামী মন্দিরের প্রতিষ্ঠাতা কে ?
(ক) কৃষ্ণদেব রায় √ (খ) রানা কুম্ভ
(গ) রাজেন্দ্র চোল (ঘ) প্রথম রাজরাজচোল
১৩)কক্ষপথে ঘূর্ণায়মান কোন কৃত্রিম উপগ্রহে ওজন শূন্যতার কারন কি?
ক) বাইরে অভিকর্ষের অনুপস্থিতি
খ) অভিকর্ষজ ত্বরণের মান শূন্য√
গ) গতিশক্তি শূন্য
ঘ) কোনোটিই নয়
১৪) মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল ?
(ক) গাজিয়াবাদ (খ) কানপুর
(গ) ফৈজাবাদ √ (ঘ) এলাহাবাদ
১৫)থার্ম কিসের একক?
ক) তাপ√ খ) ক্ষমতা
গ) আলো ঘ) দূরত্ব
১৬)নিম্নলিখিতকোন যন্ত্রের সাহায্যে আদ্রতা পরিমাপ করা হয়?
ক) কাটা থার্মোমিটার খ) অ্যানিমোমিটার
গ) স্লিং সাইক্রোমিটার√ ঘ) ডাক্তারি থার্মোমিটার
১৭)ভারতের তরল সোনার রাজ্য -
ক)অসম খ) বিহার
গ)মহারাষ্ট্র√ ঘ) গুজরাট
১৮)থ্যালাসেমিয়া রোগের বাহক কে?
ক) পুরুষ খ) মহিলা√
গ) পুরুষ বা মহিলা যে কেউ ঘ) বানর
১৯)ইউনিভার্স বা বিশ্ব সম্পর্কে লেখাপড়া কি কি বলে?
ক) কসমোলজি√ খ) স্টারলজি
গ) মেটালজি ঘ) ইউনিভার্সলজি
২০)ভারতে কোন জাতের গাছে সাধারণত লাক্ষাকীট বাসা বাঁধে ?
শাল খ)মহুয়া
পলাশ√ ঘ)সেগুন
২১)পেশির ক্লান্তির জন্য দায়ী-
ক) কার্বন ডাই অক্সাইড খ) ল্যাকটিক অ্যাসিড√
গ) ক্রিয়েটিনিন ঘ) ইথাইল অ্যালকোহল
২২)ইউট্রিফিকেশন হলো এক ধরনের-
ক) বায়ু দূষণ খ) মাটি দূষণ
গ) জল দূষণ√ ঘ) শব্দ দূষণ
২৩)' ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট ' কোথায় অবস্থিত ?
ক)কলকাতা খ)কটক
গ)কারগিল ঘ)কানপুর√
২৪)ভারতে প্রথম আন্ত :লিঙ্গ (ট্রান্সজেন্ডার) বিদ্যালয় এর নাম কি?
ক) ইন্ডিয়ান ট্রান্সজেন্ডার স্কুল
খ) ইন্ডিয়ান স্কুল ফর ট্রান্সজেন্ডার
গ) ট্রান্সজেন্ডার ইন্টার্নেশনাল স্কুল
ঘ) সহজ ইন্টার্নেশনাল স্কুল√
২৫)ক্লোরোফিলের কেন্দ্রে কি উপস্থিত থাকে?
ক) ক্যালসিয়াম খ) ক্লোরিন
গ) ম্যাগনেসিয়াম√ ঘ) আয়রন
No comments:
Post a Comment