Thursday, January 2, 2020

বাংলা সাহিত্যের ইতিহাস



বাংলা সাহিত্যের ইতিহাস

১) রবীন্দ্রনাথের কালের যাত্রা কি জাতীয় নাটক?
রাজনৈতিক নাটক

২) কেতকাদাস কোন শতকের কবি?
সপ্তদশ শতকে

৩) পদাতিক কবি কাকে বলা হয়?
সুভাষ মুখোপাধ্যায় কে

৪) গোপীচন্দ্রের গান কোন হরফে লেখা হয়েছিল?
দেবনাগরী হরফে

৫) গোবিন্দ দাস কোন পর্যায়ে শ্রেষ্ঠ?
অভিসার পর্যায়

৬) কালকেতুর পিতার নাম কি?
ধর্মকেতু

৭) যুগসন্ধির কাল বলা হয় কোন সময়কে?
১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ

৮) পঞ্চতন্ত্র প্রবন্ধের রচয়িতা কে?
সৈয়দ মুজতবা আলী

৯) লিও টলস্টয় কোন কোন ভাষায় সাহিত্য রচনা করেছেন?
রুশ ও ফ্রান্স

১০) পাবলো নেরুদা কোথাকার কবি?
চিলিয়ান কবি

১১) পাবলো নেরুদার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
BOOK OF TWILIGHT(1923)

১২) পাবলো নেরুদা কোন কালিতে লেখালেখি করতেন?
সবুজ কালি

১৩) ভারতচন্দ্র কে রায় গুণাকর' উপাধি কে দেন?
কৃষ্ণচন্দ্র রায়

১৪) দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম রচনার নাম কি?
একঘরে

১৫) শ্রীমধুসূদন নাটকের রচয়িতা কে?
বনফুল

১৬) রবীন্দ্রনাথ বিচিত্রা গ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
নন্দলাল বসু কে

১৭) বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
মমবাণী

১৮) স্বর্ণলতার অভিনয় যোগ্য সংস্করনের নাম কি?
সরলা

১৯) A grammar of the Bengali language-গ্রন্থের লেখক কে?
হ্যালহেড (রচনা করেছিলেন 1778 খ্রিস্টাব্দে)

২০)Old Testament কোথা থেকে ছাপা হয়েছিল?
শ্রীরামপুর মিশন থেকে

২১) বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কি?
বেদান্ত গ্রন্থ ( যেটা রচনা করেছেন রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে)

২২) বাংলা সাময়িক পত্রের সূত্রপাত ঘটে কবে?
1818 খ্রিস্টাব্দে

২৩)বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি?
সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব।

২৪) ভূদেব মুখোপাধ্যায় তার ঐতিহাসিক উপন্যাসের কাহিনী কোথা থেকে নিয়েছেন?
কান্টের ROMANCE OF HISTORY INDIA থেকে

২৫) বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাসের রচয়িতা কে?
প্যারীচাঁদ মিত্র (প্রথম উপন্যাস  টি হল আলালের ঘরে দুলাল)

২৬) বিদ্যোৎসাহিনী সভার প্রতিষ্ঠাতা কে?
কালীপ্রসন্ন সিংহ

২৭) কালীপ্রসন্ন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর স্মৃতির উদ্দেশ্যে কোন গ্রন্থ রচনা করেন?
বঙ্গেশবিজয়( যদিও এই উপন্যাসটি অসমাপ্ত)

২৮) মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
তিলোত্তমাসম্ভব

২৯) মেঘনাদবধ কাব্যে কদিনের ঘটনা বর্ণিত আছে?
তিনদিন ও দুই রাত্রের

৩০) ভারত সংগীত কবিতাটির রচয়িতা কে?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৩১) বাঙালি মুসলমান লেখক এর প্রথম কাহিনী কাব্যের নাম কি ?
ভাবলাভ

৩২) ভারত উদ্ধার নামক ব্যঙ্গ কাব্যের রচয়িতা কে?
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৩৩) দামিনী গল্প সংকলনের রচয়িতা কে?
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

৩৪) জীবনবেদ গ্রন্থের রচয়িতা কে?
কেশব চন্দ্র সেন

৩৫) বাঙালি রচিত প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি?
প্রতাপাদিত্য চরিত্র (রচনা করে ছিলেন রামরাম বসু ১৮০১ খ্রিস্টাব্দে)

৩৬) বাঙালির রচিত প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি?
রাজাবলি (রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, 1808 খ্রিস্টাব্দে)

৩৭) বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম কি?
গৌড়ীয় ব্যাকরণ (রাজা রামমোহন রায় 1833 সালে রচনা করেছিলেন)

৩৮)সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে?
ঈশ্বর গুপ্ত

৩৯)মদনমোহন তর্কালঙ্কারের স্ত্রী শিক্ষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
সর্বশুভকারী পত্রিকা

৪০) ইংল্যান্ডের ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
ভূদেব মুখোপাধ্যায়

৪১)ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি কোন আখ্যান অবলম্বনে রচিত?
THE LAST DAY OF THE WEEK অবলম্বনে

৪২) পৃথিবীতে মোট কটি সুপ্রাচীন মহাকাব্য রয়েছে?
চারটি (বাল্মীকির রামায়ণ , বেদব্যাস এর মহাভারত, হোমারের ইলিয়াড ও ওডিসি)

৪৩) র.ল.ব-ছদ্মনামে কে কবিতা লিখতেন?
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৪৪) মধুসূদন কার কাছে সংস্কৃত শেখেন?
রাজকুমার বিদ্যা রত্নের কাছে

৪৫) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম লিরিক কবিতার নাম কি?
আত্মবিলাপ

৪৬) হেক্টরবধ নামে গদ্য আখ্যান কে রচনা করে?
মধুসূদন দত্ত

৪৭) পলাশীর যুদ্ধের কবি কাকে বলা হয়?
নবীনচন্দ্র সেন কে

৪৮) নবীনচন্দ্রের একটি পত্র সাহিত্যের নাম
প্রবাসের পত্র

৪৯) রবীন্দ্রনাথ তাঁর হিন্দু মেলার উপহার কবিতা টি কোন কবিতার অনুকরণে রচনা করেন?
ভারত সংগীত

৫০) বাংলা ঐতিহাসিক উপন্যাস এর সূচনা কে করেন?
ভূদেব মুখোপাধ্যায়

৫১) রবীন্দ্রনাথ তাঁর স্ত্রীর শোকে কোন গ্রন্থ রচনা করেন?
স্মরণ

৫২) বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম কি?
চিত্রা

৫৩) এষা কাব্যের রচয়িতা কে?
অক্ষয় কুমার বড়াল

৫৪) গীতিকবিতার যুগ বলা হয় কোন সময়কে?
1862 থেকে 1896 খ্রিস্টাব্দ

৫৫) বিদ্যাসাগরের পূর্বে একজন যথার্থ ভাষা শিল্পীর নাম বলুন।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

৫৬)আধুনিক গীতিকাব্যের প্রথম সচেতন কবি কে?
বিহারীলাল চক্রবর্তী

৫৭) বাংলা সাহিত্যের সবচেয়ে বড় উপন্যাসের নাম কি?
বঙ্গধিক পরাজয়( রচনাকার প্রতাপ চন্দ্র ঘোষ)

৫৮) বঙ্কিম কোন দার্শনিকের অনুগামী ছিলেন?
আগুয়েস্তা কোৎ (ইনিএকজন ফরাসি দার্শনিক)

https://drive.google.com/file/d/1yqpnkmv77XqT7hNL7Qrdij7BeKWgL_g6/view?usp=drivesdk




4 comments:

  1. অসম্ভব ভালো উদ্যোগ। বাংলা ভাষা সম্পর্কে জানতে এই লিঙ্কে প্রবেশ করুন : watch?v=VrLgWL-a7Nc

    এ ছাড়া বাংলা সাহিত্যের স্বনামধন্য এবং প্রচারবিমুখ কবি মোশতাক দাউদীর সম্পর্কে জানার জন্য এই লিঙ্কে প্রবেশ করুন : kushal.hasnatasif/posts/1176903546024353

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...