টার্গেট WB Police Mains
GK Test-42
১)একশৃঙ্গ গন্ডার কোন জাতীয় উদ্যানে দেখা যায়?
ক) গরুমারা
খ) জলদাপাড়া
গ) কাজিরাঙা √
ঘ) সুন্দরবন
২)কোন সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়√
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ)মধুসূদন দত্ত
ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩)হেয়ার স্কুলের প্রথম নাম কি ছিল?
ক)ধর্মতলা একাডেমী
খ) পটলডাঙ্গা একাডেমি √
গ)অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
ঘ)ডিফেন্স একাডেমী
৪)"বামাবোধিনী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ
খ) উমেশচন্দ্র দত্ত√
গ)কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ)শিশির কুমার ঘোষ
৫)দারকেশ্বর নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়ে রুপনারায়ন সৃষ্টি হয়েছে?
ক) কাসাই
খ)কেলেঘাই
গ)কংসাবতী√
ঘ) সিলাই
৬)পাঞ্জাবের উট চালকদের গান কে কি বলা হয়?
ক) টপ্পা√
খ) গজল
গ) ঠুংরি
ঘ)বন্দিয়াল
৭)সুন্দরী গাছ কোথায় জন্মায়?
ক) চিরহরিৎ অরণ্যে
খ) সরলবর্গীয় অরণ্য
গ)পর্ণমোচী অরণ্য
ঘ)ম্যানগ্রোভ অরণ্যে√
৮)পশ্চিম উপকূলের উপহ্রদ গুলি কে কি বলা হয়?
ক) তাল
খ) ধান্দ
গ) কয়াল√
ঘ) প্লায়া
৯)পশ্চিম ভারতের ধূলিঝড় কি নামে পরিচিত?
ক) বরদৈছিলা
খ) আম্র বৃষ্টি
গ) লু
ঘ) আধি√
১০)ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কোন কালে?
ক) গ্রীষ্মকালে
খ)বর্ষাকালে
গ)শরৎকালের
ঘ)শীতকালে√
১১)সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না?
ক) লোহা √
খ)তামা
গ)ব্রোঞ্জ
ঘ)সোনা
১২)সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক)ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ)গঙ্গাকিশোর ভট্টাচার্য
গ)দ্বারকানাথ বিদ্যাভূষণ√
ঘ) উমেশচন্দ্র দত্ত
১৩)"বাঙালির ইতিহাস "গ্রন্থটির লেখক কে?
ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ)দীনেশ চন্দ্র সরকার
গ)দীনেশচন্দ্র সেন
ঘ) নীহাররঞ্জন রায়√
১৪)প্রথম বাঙালি ছাত্র যিনি প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন
ক) মধুসূদন দত্ত
খ) নীলরতন সরকার
গ) মধুসূদন গুপ্ত√
ঘ) দ্বারকানাথ গুপ্ত
১৫)জিন্দাবাদ স্লোগান প্রথম কে দিয়েছিলেন?
ক) লোকমান্য তিলক
খ) বীর সাভারকার
গ) চন্দ্রশেখর আজাদ
ঘ) ভগৎ সিং√
১৬)চোল বংশীয় শাসকরা কোন দেবতার উদ্দেশ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন?
ক) ব্রহ্মা
খ)বিষ্ণু
গ)মহেশ্বর√
ঘ) গণেশ
১৭) নিচের কোনটি দ্রাবিড় ভাষা গোষ্ঠীর রাজ্য?
ক) উত্তর প্রদেশ
খ)পাঞ্জাব
গ)হরিয়ানা
ঘ)তামিলনাড়ু√
১৮) কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা নাম দেওয়া হয়েছিল?
ক) সূর্য মন্দির √
খ)লিঙ্গরাজ মন্দির
গ)জগন্নাথ মন্দির
ঘ) ভুবনেশ্বর মন্দির
১৯)বায়ুর সঞ্চয় কার্যের ফলে কি গঠিত হয়?
ক) করি
খ)বার্খান বালিয়াড়ি√
গ) গিরিখাত
ঘ) ড্রামলিন
২০)নদীর গতি বেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?
ক) 10গুণ
খ) 64গুণ√
গ) 68 গুন
ঘ) 60 গুণ
২১)একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে সেই রেখাকে কি বলে?
ক) পতন রেখা
খ)প্রপাত রেখা√
গ) সমোষ্ণ রেখা
ঘ) সমপ্রেশ রেখা
২২)এশিয়ার পশ্চিম সীমানা নির্দেশ করেছে কোন পর্বত?
ক) হিমালয়
খ)ইউরাল পর্বত√
গ) কারাকোরাম
ঘ) হিন্দুকুশ
২৩)কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে?
ক) বানভট্ট √
খ)অশ্বঘোষ
গ)কালিদাস
ঘ)ভারবি
২৪)কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত?
ক) লোহা √
খ)ক্যালসিয়াম
গ)ম্যাগনেশিয়াম
ঘ)তামা
২৫) নিচের কোনটি তরল ধাতু?
ক) লিথিয়াম
খ)গ্যালিয়াম√
গ) প্লাটিনাম
ঘ) বিসমাথ
২৬)দ্রবণকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়?
ক) দুটি
খ)তিনটি √
গ)চারটি
ঘ) পাঁচটি
২৭)ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন টি?
ক) নারুয়া উত্তর প্রদেশ
খ) তারাপুর- মহারাষ্ট্র√
গ) কোটা -রাজস্থান
ঘ) কাকড়া -পাড়া গুজরাট
২৮)মানব দেহের তাপমাত্রা কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক)পিটুইটারি গ্রন্থি
খ)থাইরয়েড গ্রন্থি
গ) হাইপোথ্যালামাস গ্রন্থি √
ঘ)অ্যাড্রিনাল গ্রন্থি
২৯)এসিড নীল লিটমাসকে কোন বর্ণে রূপান্তরিত করে?
ক) সবুজ বর্ণ
খ)লালবর্ণ √
গ)হলুদ বর্ণ
ঘ)কমলা বর্ণ
৩০)শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ?
ক) ক্রান্তীয় চিরহরিৎ
খ) ক্রান্তীয় পর্ণমোচী
গ) ম্যানগ্রোভ
ঘ) সরলবর্গীয়√
৩১)সিস্টোলিথ কোথায় দেখা যায়?
ক) তেতুল
খ) কচু পাতায়
গ)বট পাতায়√
ঘ)আপেল গাছে
৩২)ক্রোধ ও লজ্জা কে নিয়ন্ত্রণ করে?
ক) মধ্য মস্তিষ্ক
খ) অগ্রমস্তিষ্ক
গ)লঘু মস্তিষ্ক
ঘ)থ্যালামাস√
৩৩)অগ্নাশয় থেকে নিঃসৃত কোনটি দেহের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে?
ক) রেনিন
খ) ক্রিয়েটিন
গ) ভিটামিন
ঘ) ইনসুলিন√
৩৪)খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়?
ক) বেনজয়িক অ্যাসিড √
খ) টারটারিক অ্যাসিড
গ)অ্যাসিটিক অ্যাসিড
ঘ)ল্যাকটিক অ্যাসিড
৩৫)মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়?
ক) রেনিন
খ) টায়ালিন √
গ)ক্যাফিন
ঘ)রেজিন
৩৬)নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা?
ক) কার্বন-ডাই-অক্সাইড
খ)অক্সিজেন
গ)অ্যামোনিয়া √
ঘ) ক্লোরিন
৩৭)কঙ্গো নদী কোথায় অবস্থিত ?
ক) আমেরিকা
খ)আফ্রিকা √
গ)উত্তর আমেরিকা
ঘ)চীন
৩৮)হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক) আমেরিকা
খ)অস্ট্রিয়া √
গ)জাপান
ঘ)পোল্যান্ড
৩৯)সংগীতশিল্পী তানসেন এর প্রকৃত নাম কি?
ক) রামতনু√
খ) রামকিঙ্কর
গ)রামানুজ
ঘ)রাম শেখর
৪০)"গঙ্গা অ্যাকশন প্ল্যান "কত সালে তৈরি হয়?
ক) 1980
খ) 1970
গ) 1972
ঘ) 1986√
৪১)ভারতের সফটওয়্যার টেকনোলজি শিল্প মোটামুটি যে দুটি শহরকে কেন্দ্র করে আবর্তিত সেই দুটি শহর হল
ক) মুম্বাই ও দিল্লি
খ)হায়দ্রাবাদ ওব্যাঙ্গালোর√
গ) চেন্নাই ও দিল্লি
ঘ) ব্যাঙ্গালোর ও কলকাতা
৪২)কত সালে উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পুরস্কার পান?
ক) 1950
খ) 1952
গ)1953√
ঘ)1960
৪৩)বিখ্যাত আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?
ক) শ্রীলংকা
খ)মায়ানমার
গ)ইন্দোনেশিয়া
ঘ) কম্বোডিয়া√
৪৪)আভ্যন্তরীণ কারণে ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কবে ?
ক)1962
খ)1975 √
গ)1977
ঘ) 1971
৪৫)চন্ডাশোক নামে কে পরিচিত?
ক) বিন্দুসার
খ) অশোক √
গ) বিম্বিসার
ঘ) চন্দ্রগুপ্ত
৪৬)যশোবর্মন কোথাকার রাজা ছিলেন?
ক) বিহার
খ) মালদ্বীপ
গ)মালব√
ঘ) মগধ
৪৭)মৃত্যুর পর পেশি কঠিন হওয়ার কারণ কি?
ক) অক্সিজেন কমে যাওয়া
খ) কার্বন-ডাই-অক্সাইড কমে যাওয়া
গ)ATP কমে যাওয়া√
ঘ) রক্ত জমাট বেধে যাওয়া
৪৮)কোন ধাতুর আকরিক এর নাম গ্যালেনা?
ক) থোরিয়াম
খ) তামা
গ) সিসা√
ঘ) লোহা
৪৯)বৃষ্টিপাতের পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা?
ক) হাইড্রোমিটার
খ)হাইগ্রোমিটার
গ)রেনগজ √
ঘ)পাইরোমিটার
**হাইড্রোমিটার এর দ্বারা তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়
**হাইগ্রোমিটার দ্বারা আদ্রতা পরিমাপ করা হয়ে থাকে
**পাইরোমিটার দ্বারা উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে
৫০)ক্রিকেট খেলার নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় ?
ক) পেনাল্টি কর্নার
খ)সিলি পয়েন্ট√
গ) টি
ঘ) স্ন্যাচ
৫১)উন্নয়নের জীবনরেখা বলে --
ক)সড়কপথকে
খ)রেলপথকে
গ) জল পথকে√
ঘ)আকাশপথকে
৫২)মশলার শহর বলা হয় --
ক)কাশ্মীর কে
খ) জয়পুরকে
গ)মাদুরাইকে
ঘ) কোঝিকোড কে√
৫৩)রেটুন প্রথা যে কৃষির সঙ্গে যুক্ত সেটি হল -
ক) পাট
খ) গম
গ)কার্পাস
ঘ)আখ√
৫৪)বলউইভিল পোকার আক্রমণে যে চাষের ক্ষতি হয় --
ক)পাট
খ) তুলা√
গ)গম
ঘ) ধান
৫৫)বাণিজ্যিক ভাবে শাকসবজি উৎপাদনকে বলে --
ক)ওলেরিকালচার√
খ)হর্টিকালচার
গ)ফ্লোরিকালচার
ঘ) পোমাম কালচার
৫৬)' লা ' শব্দের অর্থ কি ?
ক)উপত্যকা
খ) নদী অববাহিকা
গ)ধারণ অববাহিকা
ঘ)গিরিপথ√
৫৭)G.I ট্যাগ পেয়েছে কান্ডানগী শাড়ি। এটি কোন রাজ্যের?
ক) কর্ণাটক
খ) কেরল
গ)তামিলনাড়ু√
ঘ)তেলেঙ্গানা
৫৮)বিশ্ব তামাক বিরোধী দিবস কবে ?
ক)20 জুন
খ)23 জুলাই
গ)31 মে √
ঘ)23 ফেব্রুয়ারী
৫৯) ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম ?
ক)জর্জিয়া
খ)পর্তুগাল
গ)নেপাল
ঘ) জাপান √
৬০)লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
ক)অসম
খ) নাগাল্যান্ড
গ)মনিপুর √
ঘ)ত্রিপুরা
No comments:
Post a Comment