Thursday, January 2, 2020

টার্গেট WB Police Mains GK Test-10


টার্গেট WB Police Mains
                            GK Test-10

২৬)নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ?

ক) মানুষের হাত
খ) চিমটা
গ) টিউবওয়েলের হাতল√
ঘ) যাতি

১)পুং গর্ধব কে কি বলা হয়?

ক) জ্যাক√
খ) জিল
গ) টম
ঘ) জেরি

২) রুদ্রপ্রয়াগ এই দুই নদীর সঙ্গমে অবস্থিত-

ক) অলকানন্দা- ভাগীরথী
খ) অলকানন্দা - মন্দাকিনী√
গ) মন্দাকিনী -শোন গঙ্গা
ঘ) মন্দাকিনী -গঙ্গা

৩) ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত  "খেয়াল" এর উদ্ভাবক কে?

ক) তানসেন
খ) আমির খসরু
গ) কবির
ঘ) ওঙ্কার নাথ ঠাকুর√

৪)"ইডিয়ট"রচয়িতা কে?

ক) বরিস পাস্তারনক
খ) রবার্ট ফ্রস্ট
গ) দস্তএভসকি√
ঘ) অল্টাস হাসলে       

৫)কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত?

ক) স্তন্যপায়ী
খ) পক্ষী √
গ) বানর
ঘ) সৌরজগৎ

৬)ভারতীয় নাটকের প্রবর্তন ও  জনক হিসাবে কাকে গণ্য করা হয়?

ক) কালিদাস√
খ) ভবভূতি
গ) ভাস
ঘ) শূদ্রক

৭) কোন বাঙালি নাট্যকার  "এবং ইন্দ্রজিৎ" লেখেন?

ক) মনোজ মিত্র
খ) বাদল সরকার√
গ) মোহিত চট্টোপাধ্যায়
ঘ) দীনেশ বসু

৮) কবি সত্যেন্দ্রনাথ রচনা করেন-

ক) অগ্নিবীণা
খ) কুহু ও কেকা√
গ) সাগর থেকে ফেরা
ঘ) ত্রিযামা

৯) পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি?

 ক)ফিশিং ক্যাট√
 খ)রয়েল বেঙ্গল টাইগার
 গ)একশৃঙ্গ গন্ডার
 ঘ)হাতি

১০) পশ্চিমবঙ্গের রাজ্য পুষ্প (state flower )কি?

ক)গোলাপ
খ)পদ্ম
গ) শিউলি√
ঘ)শালুক

১১) পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি?

ক)আম গাছ
খ)ছাতিম গাছ√
গ)কদম্বগাছ
ঘ)শিশু গাছ

১২) পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি?

ক)শালিক
খ)দোয়েল
গ)ফিঙে
ঘ)বুক সাদা মাছরাঙ্গা√

১৩) ভিটামিন-K রক্ত তঞ্চন এর একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে-

ক) থ্রম্বোপ্লাস্টিন√
খ) ফাইব্রিনোজেন
গ) প্রথ্রমবিন
ঘ) কোনোটিই নয়

১৪) মহাত্মা গান্ধী কার লেখা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন?

ক)বেনার্ড সাও
খ)কাল মার্কস
গ)লেনিন
ঘ)লিও টলস্টয়√

১৫) কোথায় স্বামীনারায়ণ মন্দির অক্ষরধাম অবস্থিত?

ক)দ্বারকা, গুজরাট
খ)পুরী ,উড়িষ্যা
গ)মথুরা, উত্তর প্রদেশ
ঘ)গান্ধীনগর ,গুজরাট√

১৬) নল্লোমালা পাহাড় কোথায় অবস্থিত?

ক)উড়িষ্যা
খ)মেঘালয়
গ)অন্ধ্রপ্রদেশ√
ঘ)গুজরাট

১৭) নিম্নলিখিত কোন রাজ্যে দীর্ঘতম উপকূল (coastal line) আছে?

ক)মহারাষ্ট্র
খ)তামিলনাড়ু
গ)গুজরাট√
ঘ)অন্ধ্রপ্রদেশ

১৮) ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি?

ক)মালওয়া
খ)ছোটনাগপুর
গ)লাদাখ√
ঘ) ডেকান

১৯) মানবদেহে একজোড়া লিঙ্গ নির্ধারক সেক্স ক্রোমোজোম ব্যতীত অন্য ক্রোমোজোম কে কি?

ক)পলিজোম
খ)হেটোজম
গ)অটোজোম√
ঘ)অ্যালজোম

২০)হাইড্রোক্লোরিক অ্যাসিড কে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর সঙ্গে উত্তপ্ত করলে কি বর্ণ হয়?

ক)লাল
খ)নীল
গ)সবুজ √
ঘ)হলুদ

২১) সাধারণ কাঁচ কে কি বলা হয়?

ক)লাইন গ্লাস
খ)সোডালাইম গ্লাস√
গ)সোডা গ্লাস
ঘ)কোনোটিই নয়

২২) নিচের কোনটি হ্যালোজেন গোষ্ঠীর নয়?

ক)সরফিন√
খ)ফ্লোরিন
গ)ক্লোরিন
ঘ)ব্রোমিন

২৩) সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি?

ক)সুক্রোজ
খ)গ্লুকোজ 
গ)ফ্রুক্টোজ √
ঘ)ল্যাকটোজ

২৪) মনুষ্য সৃষ্ট পরিবেশের নাম কি?

ক)বায়োস্ফিয়ার
খ)ন্যানোস্ফিয়ার
গ)টেকনোস্ফিয়ার √
ঘ)উস্ফিয়ার

২৫) Gateway of India কে নির্মাণ করেন?

ক)ফ্রণক লর্ড রাইট
খ)জর্জ উইটেট   √ 
গ)ফ্রাঙ্ক জেরি
ঘ)জাহা হাদিদ





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...