Thursday, January 2, 2020

টার্গেট WB Police Mains GK Test-9


টার্গেট WB Police Mains
                            GK Test-9

২৬)ভারতে কোন জাতের তুলার উৎপাদন সর্বাধিক ?

ক)বড়ো আঁশ
খ)ক্ষুদ্র আঁশ
গ)মাঝারি আঁশ√
ঘ)সঠিক কোনো হিসেবে নেই

. ১)খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?

ক) ক্ষারকীয়√
খ) এসিডিক
গ) নিরপেক্ষ
ঘ) লবণাক্ত অবস্থা

২)  শিক্ষা-সংস্কার বিষয়ক সংস্থা  কোনটি ?

(ক) বোর্ড অফ কন্ট্রোল     
(খ) চেম্বার অফ কমার্স       
(গ) জেনারেল কমিটি অফ পাবলি ইনস্ট্রাকশন √      (ঘ) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান

৩).  রাজ্য কোন্ জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না ?

(ক) সংবাদপত্র 
(খ) তামাক     
(গ) চিনি     
(ঘ) সবকটি√

৪)ডায়নামাইট এর প্রধান উপাদান কি ?

ক)TNT
খ) Tri Nitro Phenol
 গ.) Nitro Glycerine√
 ঘ) Nitro Benzene


৫)স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-
ক. তামা
খ. দস্তা
গ. ক্রোমিয়াম√
ঘ. এলুমিনিয়াম

৬)কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
ক. পারদ√
খ. লিথিয়াম
গ. জার্মেনিয়াম
ঘ. ইউরেনিয়াম

৭)মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
ক. পরিপাক
খ. খাদ্য গ্রহণ
গ. শ্বসন√
ঘ. রক্ত সংবহন

৮)কোন ডালের সঙ্গে  ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
ক. অড়হর
খ. ছোলা
গ. খেসারী√
ঘ. মটর

৯)নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
ক. পরমাণু শক্তি√
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. পেট্রোল

১০)কোন খাদ্যে প্রোটিন বেশি?
ক. ভাত
খ. মুরগির মাংস
গ. মসুর ডাল√
ঘ. ময়দা

১১)অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
ক. গ্লাইকোজেন√
খ. গ্লুকোজ
গ. ফ্রক্টোজ
ঘ. সুক্রোজ

১২)জলের  জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
ক. পটক মাছ
খ. হাঙ্গর
গ. শুশুক√
ঘ. জেলী ফিস

১৩)ইনসুলিন নিংসৃত হয় কোথা থেকে?
ক. অগ্ন্যাশয় হতে√
খ. প্যানক্রিয়াস হতে
গ. লিভার হতে
ঘ. পিটুইটারী গ্লান্ড হতে

১৪)সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. ৪ টি
খ. ৬ টি√
গ. ৫ টি
ঘ. ৮ টি

১৫)রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
ক. অক্সিজেন পরিবহন করা√
খ. রোগ প্রতিরোধ করা
গ. রক্ত জমাট বাধতে সাহায্য করা
ঘ. উপরে উল্লিখিত সব কয়টিই

১৬)পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক. নিউট্রন ও প্রোটন√
খ. ইলেকট্রন ও প্রোটন
গ. নিউট্রন ও পজিট্রন
ঘ. ইলেকট্রন ও পজিট্রন

১৭)ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
ক. ফসফরাস
খ. নাইট্রোজেন√
গ. পটাশিয়াম
ঘ. সালফার

১৮)কোথায় প্রথম আর্যসমাজে  বর্ণভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়?

(ক) পুরুষ সূত্র  √
(খ) অর্থব বেদে
(গ) পূর্ব মীমাংসা
(ঘ) সাংখ্য দর্শন

১৯)আর্য সভ্যতায় সময় মাপার একক কি ছিল?

(ক) মিনিট
(খ) গোধূলী√
(গ) বুটি
(ঘ) বালি

২০)নবজাতকের জন্ম থেকে ৩ মাস বয়স সম্পর্কে পড়াশোনা কে কি বলে?

ক)chorology
খ) concology
গ)Nematology
ঘ) Neonatology√

২১) আর্যরা প্রথম ভারতের কোথায় বসতি স্থাপন করেছিলেন?

(ক) মুলতান√
(খ) কাংড়া
(গ) লাহোর
(ঘ) আলমগিরপুর

২২)গোত্রের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?

(ক) ঋক বেদ
(খ) সাম বেদ
(গ) যজুর বেদ
(ঘ) অর্থব বেদ√

২৩)মহেঞ্জোদাড়োতে যে “ড্যান্সিং গার্ল” এর নিদর্শন পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরী?
(ক) সোনা
(খ) রূপা
(গ) ব্রোঞ্জ√
(ঘ) তামা

২৪)“ What Bengals think today, India will think tomorrow” – কার উক্তি?
(ক) মহাত্মা গান্ধী
(খ) গোখলে√
(গ) লাল বাহাদুর শাস্ত্রী
(ঘ) উপরের কেউই নয়


২৫)ভুপাল গ্যাস দুর্ঘটনায় *MIC* গ্যাসটি কোন কারখানা থেকে নির্গত হয়েছিল?

ক)LNT
খ)ইন্ডিয়ান পেট্রোলিয়াম
গ) ভারত পেট্রোলিয়াম
ঘ) ইন্ডিয়া ইউনিয়ন কার্বাইড√


২৬)নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ?

ক) মানুষের হাত
খ) চিমটা
গ) টিউবওয়েলের হাতল√
ঘ) যাতি

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...