WBPSC CLEARKSHIP SET 14
LAST MINUTE PREPARATION
১) ভারতের অতি প্রাচীন বিহার হলো-
ক) নালন্দা
খ) তক্ষশীলা√
গ) বৌদ্ধ বিহার
ঘ) কোনোটিই নয়
২) European economic community এর সদর দপ্তর কোথায়?
ক) ভাটিকান সিটি
খ) ব্রাসেলস√
গ) লন্ডন
ঘ) বার্লিন
৩) বুদ্ধের মৃত্যু ঘটেছিল-
ক) 460 B.C
খ)483 B.C√
গ)490 B.C
ঘ) 486 B.C
৪) "Bishop" শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ফুটবল
খ) দাবা√
গ) গলফ
ঘ) ক্রিকেট
৫) কবীর কার শিষ্য ছিলেন?
ক) রামানুজ
খ) রামানন্দ√
গ) চৈতন্যদেব
ঘ) শংকরাচার্য
৬)কোন ধাতু ইটাই ইটাই রোগের কারণ?
ক) ক্যাডমিয়াম√
খ) দস্তা
গ)ক্রোমিয়াম
ঘ)পারদ
৭)পেরুর রাজধানীর নাম কি?
ক) জাকার্তা
খ)লিমা √
গ)কাম্পালা
ঘ)মাদ্রিদ
৮) ভারতের অন্যতম নিদর্শন "উমেদ ভবন" কোথায় অবস্থিত?
ক) রাজস্থান √
খ)গুজরাট
গ)মধ্যপ্রদেশ
ঘ)দিল্লি
৯) ভারী ধাতু বলতে কী বোঝায়?
ক) যাদের পারমাণবিক সংখ্যা বেশি
খ) যাদের আণবিক গুরুত্ব বেশি
গ) যাদের মধ্যে অম্লের আধিক্য আছে√
ঘ) কোনোটিই নয়
১০) ফুটবল খেলায় গোলপোস্টের উচ্চতা কতটা হয়?
ক) 20 ফুট
খ) 22 ফুট
গ) 24 ফুট√
ঘ) 26ফুট
১১) আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন?
ক) দারায়ুস
খ) অ্যারিস্টোটল√
গ) সক্রেটিস
ঘ) সাইরাস
১২)তাপের প্রভাবে কঠিন বস্তুর তরলে রূপান্তরের প্রক্রিয়া কে কি বলে?
ক) ঘনীভবন
খ)বাষ্পায়ন
গ) গলন √
ঘ)স্ফুটন
১৩)" টেবিল সল্ট " কাকে বলে ?
ক)ম্যাগনেসিয়াম ক্লোরাইড
খ)ম্যাগনেসিয়াম ব্রমাইড
গ)সোডিয়াম ক্লোরাইড√
ঘ)সোডিয়াম ব্রমাইড
১৪) ভারতের কোন রাজ্য সরকার "নন্দী পুরস্কার" প্রদান করে?
ক) কেরালা
খ)অন্ধ্রপ্রদেশ √
গ)মধ্যপ্রদেশ
ঘ)কর্ণাটক
১৫)ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক) উত্তরপ্রদেশ
খ)মধ্যপ্রদেশ
গ)ছত্রিশগড় √
ঘ)কর্ণাটক
১৬)পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন প্রায় কত?
ক) 250 গ্রাম
খ)300 গ্রাম √
গ)500 গ্রাম
ঘ)150 গ্রাম
১৭)মাইথন জলবিদ্যুত প্রকল্পটি কোন বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত?
ক)ভাকরা নাঙ্গাল
খ)দামোদর উপত্যকা√
গ)হীরাকুঁদ প্রকল্প
ঘ)রিহান্দ প্রকল্প
১৮)নেইমার কোন দেশের খেলোয়াড় ?
ক)নেদারল্যান্ড
খ)আর্জেন্টিনা
গ)ব্রাজিল√
ঘ)জার্মান
১৯) এলিফ্যান্টা দ্বীপ কোথায় আছে?
ক) মুম্বাই √
খ)চেন্নাই
গ) গোয়া
ঘ)উড়িষ্যা
২০)ডিনামাইট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক)ফর্মালিন
খ)ন্যাপথালিন
গ)নাইট্রো গ্লিসারিন√
ঘ)টলুইন
২১)আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন?
ক) 16 মাস
খ)19 মাস√
গ) 22 মাস
ঘ) 20মাস
২২)পুলিকট হ্রদ কোথায় অবস্থিত?
ক)করমন্ডল উপকূল √
খ)মালাবার উপকূল
গ)কঙ্কন উপকূল
ঘ)কোনোটিই নয়
২৩)খের আন্দোলনের সূচনা করেছিল কারা?
ক)ওরাও
খ)মুন্ডা
গ)সাঁওতাল √
ঘ)নিগ্রো
২৪) কোন দ্বীপে কপিলমুনির আশ্রম অবস্থিত?
ক) সাগরদ্বীপ√
খ)সজনেখালি
গ)কাকদ্বীপ
ঘ)ফ্রেজারগঞ্জ
২৫) ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত?
ক) দিনাজপুর
খ)নদীয়া
গ)পুরুলিয়া √
ঘ)বর্ধমান
২৬) ইয়োলো বুক কোন দেশের সরকারি দলিল বা নথি?
ক) ব্রিটেনে
খ)জাপান
গ)রাশিয়া
ঘ)ফরাসি√
২৭)ডিপথরিয়া নামক সংক্রামক রোগের কারণ কি?
ক) ভাইরাস
খ)আদ্যপ্রাণী
গ) ব্যাকটেরিয়া√
ঘ) ছত্রাক
২৮)সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি?
ক) ডলার
খ)সিলিং
গ)ফ্রাঙ্ক √
ঘ)লিরা
২৯)"ব্লাকবাক "জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
ক) গুজরাট √
খ)রাজস্থান
গ)মধ্যপ্রদেশ
ঘ)উত্তর প্রদেশ
৩০)তারাপুরে একটি_________ কেন্দ্র আছে
ক) জলবিদ্যুৎ
খ)তাপবিদ্যুৎ
গ)আণবিক বিদ্যুৎ √
ঘ)পারমাণবিক বিদ্যুৎ
৩১)মিগ বিমানের কারখানা কোথায় স্থাপিত হয়েছে?
ক) সিন্দ্রি
খ) পুনা
গ)নাসিক √
ঘ)মহাবালেশ্বর
৩২)রেশম উৎপাদন ও রেশম বয়ন শিল্পে পৃথিবীতে প্রথম স্থান-
ক) চীন √
খ)জাপান
গ)রাশিয়া
ঘ)ইউক্রেন
৩৩)পৃথিবীর গড় পরিধি হলো-
ক)40 হাজার কিলোমিটার√
খ) 50 হাজার কিলোমিটার
গ) 30 হাজার কিলোমিটার
ঘ) 70 হাজার কিলোমিটার
৩৪)"মহাবলীপুরম "স্থাপত্যকীর্তি দেখা যায় ভারতের কোন রাজ্যে?
ক) কেরালা
খ)অন্ধপ্রদেশ
গ)তামিলনাড়ুর√
ঘ) কোনোটিই নয়
৩৫) মীনাক্ষী মন্দির রয়েছে ভারতের কোন রাজ্যে?
ক) তামিলনাড়ু √
খ)কেরালা
গ)মহীশুর
ঘ)এর কোনোটিই নয়
৩৬)মহাদেশীয় স্থলভাগ ও মহাদেশীয় তলদেশের সমষ্টিকে কি বলে?
ক) লিথোস্ফিয়ার√
খ) ট্রপোস্ফিয়ার
গ) এক্সোস্ফিয়ার
ঘ) কোনোটিই নয়
৩৭)" হিমাচলের কৈলাস" কাকে বলা হয়?
ক) মণিকরণ
খ)মনিমহেশ √
গ)মহীশূর
ঘ)এদের কোনোটিই নয়
৩৮)"শালিমার গার্ডেন" ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক) শ্রীনগর √
খ)গুজরাট
গ)রাজস্থান
ঘ)হিমাচল প্রদেশ
৩৯) ঐতিহাসিক "চারমিনার "ভারতের কোন রাজ্যে রয়েছে?
ক) চেন্নাই
খ)দিল্লি
গ)হায়দ্রাবাদ √
ঘ)মুম্বাই
৪০)সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে গেলে যে সাতটি রঙে বিচ্ছুরিত হয় তাকে কি বলা হয়?
ক) রামধনু
খ)প্রতিফলন
গ)ভিবজিওর √
ঘ)এদের সবকটি
৪১) হামিংবার্ড পাওয়া যায় বিশ্বের কোথায়?
ক) কিউবা√
খ) ফিলিপাইনস
গ)ফ্রান্স-
ঘ)জার্মানি
৪২) পেশি কয় প্রকার?
ক) তিন প্রকার √
খ)চার প্রকার
গ)ছয় প্রকার
ঘ)পাঁচ প্রকার
৪৩) মানুষের চোখ দুটি করোটির কোথায় অবস্থিত?
ক) অংক দেশে
খ)চক্ষু পেশি
গ)অক্ষিকোটর√
ঘ) অশ্রুগ্রন্থি
৪৪) মানুষের চোখের অংশগুলির চারটি ভাগের তিনটি হলো অক্ষিগোলক ,চক্ষুর রক্ষণ মূলক অংশ, চক্ষু পেশী, আর চতুর্থটি হলো-
ক) জ্ঞানেন্দ্রিয়
খ)অশ্রুগ্রন্থি √
গ)টিউনিক
ঘ) স্ক্লে রা
৪৬) বক্ষগহ্বর এর দুপাশে মোট কটি রিব থাকে?
ক)১৬
খ)২২
গ)২৪√
ঘ)২০
৪৭)উদয়গিরির গুহা মন্দির, দেওঘর ,সাচির মন্দির -এগুলো কোন শিল্পের নিদর্শন?
ক) গান্ধার
খ)মৌর্য
গ)পল্লব
ঘ)গুপ্ত√
৪৮) ইব্রাহিম লোদীর সমাধি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক) উত্তরাঞ্চল
খ) হরিয়ানা √
গ)পাঞ্জাব
ঘ)জম্মু-কাশ্মীর
৪৯)শিশমহল ভারতের কোথায় অবস্থিত?
ক) মহারাষ্ট্র
খ)গুজরাট
গ)পাঞ্জাব √
ঘ)সিকিম
৫০)"স্টার মনুমেন্ট" ভারতের কোথায় আছে?
ক) অন্ধ্রপ্রদেশ
খ)হরিয়ানা √
গ)গুজরাট
ঘ)মধ্যপ্রদেশ
https://drive.google.com/file/d/14sMteoyrMgDiLN9S9dyoP7ArsbcXjW2P/view?usp=drivesdk
No comments:
Post a Comment