Monday, January 20, 2020

টার্গেট WB Police Mains GK Test-31



টার্গেট WB Police Mains
                        GK Test-31

১)উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে?

ক) কানপুর √
খ)বেনারস 
গ)এলাহাবাদ 
ঘ)কলকাতা

২) ভারতে শিল্পের সূচনা হয়-

ক) কুশান রাজত্ব থেকে 
খ)গুপ্ত যুগ থেকে 
গ)হর্ষবর্ধনের রাজত্বকাল থেকে
ঘ) সিন্ধু সভ্যতার সময় থেকে√

৩) নালন্দার উৎখনন শুরু করেন-

ক) স্পুনার, 1917 খ্রিস্টাব্দে√
খ) ব্রুটার, 1919 খ্রিস্টাব্দে
গ) বুকানন, 1921 খ্রিস্টাব্দে
ঘ) জন মার্শাল , 1922 খ্রিস্টাব্দে

৪) বেদকে বলা হয়-

ক) সূর্য বন্দনা
খ) সংহিতা 
গ)অপৌরুষেয়√
ঘ) ত্রয়ী

৫) ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন-

ক) ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ) দয়ারাম সাহানি
গ) স্যার জন মার্শাল
ঘ) ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ√

৬)সান্তাক্রুজ বিমানবন্দর এর পরিবর্তিত নাম কি?

ক) জহরলাল নেহেরু আন্তর্জাতিক বিমানবন্দর√
খ) গান্ধীজী আন্তর্জাতিক বিমানবন্দর
গ) নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর
ঘ) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

৭)রাতের বেলায় দক্ষিণ গোলার্ধে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়?

ক) হ্যাডলির অকট্যান্ট নামক তারার সাহায্যে√
খ) ধ্রুবতারার সাহায্যে
গ) সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে
ঘ) খুটিরসাহায্যে

৮) যদু গোরা কি জন্য বিখ্যাত?

ক) ইউরেনিয়ামের খনি√
খ) সোনার খনি
গ) কয়লা খনি
ঘ) তাম্র খনি
  
৯) হর্ন ব্লেন্ড কি?

ক) অজৈব পদার্থ
খ) জৈব পদার্থ
গ) রূপান্তরিত শিলা
ঘ) খনিজ পদার্থ√

১০) LCD এর পুরো নাম কি?

ক) Liquid Crystal Display√
খ)Low Current Display
গ) Light Circuit Display
ঘ)None

১১)কনৌজ কোন নদীর তীরে অবস্থিত?

ক) গঙ্গা √
খ)হুগলি 
গ)দামোদর 
ঘ)যমুনা

১২)মানব শরীরের বৃহত্তম লালা গ্রন্থি কোনটি?

ক) প্যারোটিড গ্রন্থি √
খ)সাবলিঙ্গুয়াল গ্রন্থি 
গ)সাব ম্যাক্সিলারি গ্রন্থি 
ঘ)কোনোটিই নয়

১৩)চাঁদের মাটিতে নিচের কোন মৌলের অস্তিত্ব পাওয়া গেছে?

ক) টাংস্টেন
খ) টিন
গ) ত্যান্টালাম
ঘ) টাইটানিয়াম√

১৪) শেক্সপিয়ারের কোন রচনায় ডাইনির বর্ণনা আছে?

ক) হ্যামলেট
খ) ম্যাকবেথ√
গ) এ মিড সামার নাইটস ড্রিম
ঘ) রোমিও জুলিয়েট

১৫) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম শারদীয়া পত্রিকা কি?

ক) দেশ
খ) কল্লোল
গ) পার্বণী√
ঘ) সন্দেশ

১৬) সিরো-স্ট্যাটাস মেঘের বর্ণ কি?

ক) দুধের মত সাদা√
খ) নীল 
গ)ধূসর 
ঘ)পালকের মতো

১৭) চীনের বৃহত্তম হ্রদের নাম কি?

ক) লবণ 
খ)কোকোনর √
গ)সিংহাই
ঘ)রাক্ষসতাল

১৮) মাসিক পত্রিকা" দিকদর্শন" প্রকাশিত করেন কে?

ক) রামমোহন রায়
খ) মার্শম্যান √
গ)শিশিরকুমার ঘোষ
ঘ) দ্বারকানাথ ঠাকুর

১৯)সেবি কাকে বলা হয়?

ক) মহিলা কল্যাণ সমিতি
খ)সুসংহত ঋণ প্রকল্প 
গ)আন্তর্জাতিক ক্রীড়া গঠন
ঘ) ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড√

২০)কোন পাথরের রং লাল বা হলুদ এ পরিণত হওয়ার কারণ কি?

ক) কার্বনেশন 
খ)এক্সপ্লইটেশন 
গ)অক্সিডেশন √
ঘ)হাইড্রেশন

২১)কে বলেছিলেন " কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক  হয়, তবে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে"

ক) মহাত্মা গান্ধী √
খ)স্বামী বিবেকানন্দ 
গ)লালা লাজপত রায়
ঘ) বদ্রুদ্দিন তৈয়বজী

২২)দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়?

ক) কলকাতা 
খ)হাওড়া 
গ)ক্যানিং√
ঘ)ফারাক্কা

২৩)"চারুদত্ত ও বসন্ত সেনার প্রেম" কোন গ্রন্থের বিষয়বস্তু?

ক) রাজমালা 
খ)মুদ্রারাক্ষস 
গ)মৃচ্ছকটিক√
ঘ)  রঘুবংশ

২৪)মহাবীর দেহ রাখেন কার আমলে?

ক) বিম্বিসার 
খ)অজাতশত্রু √
গ)উদয়ন 
ঘ)কালাশোক

২৫)আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান?

ক) ভিয়েতনাম 
খ)সুইজারল্যান্ড
গ) ডেনমার্ক 
ঘ)হাঙ্গেরি√

https://drive.google.com/file/d/156cEN_YPK5eFBpU950qzv__UeciuwzZa/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...