Tuesday, January 21, 2020

টার্গেট WB Police Mains GK Test-32



টার্গেট WB Police Mains
                           GK Test-32

১)কোষ আবিষ্কৃত হয় কত সালে?

ক)1664
খ)1662
গ)1665√
ঘ)1658

২)গ্যাস ঝালাই এর সময় ব্যবহৃত আগুনের শিখার রং নীল হয় কেন?

ক)সোডিয়াম এর জন্য 
খ)বেরিয়াম এর জন্য √
গ)পারদের জন্য 
ঘ)পটাশিয়াম এর জন্য

৩)হীরে হল ________এর allotropic গঠন?

ক) সোনা 
খ) মুক্ত 
গ)কার্বন √
ঘ)সিলিকন

৪)কোন নদীর উল্লেখ বৈদিক সাহিত্যে বেশিবার আছে?

ক) গঙ্গা 
খ)সিন্ধু √
গ)শতদ্রু 
ঘ)যমুনা

৫)সেমিকন্ডাক্টর ট্রানজিস্টরে কোন ধাতু ব্যবহৃত হয়?

ক) সোনা
খ) জার্মেনিয়াম√
গ) সিলিকন
ঘ) প্লাটিনাম

৬) শীতল রক্তের অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) মাছ
খ) সরীসৃপ
গ) পক্ষী√
ঘ) উভচর

৭) বায়ুর দিক নির্ণয় যন্ত্রের নাম কি?

ক) বাতপতাকা√
খ) ব্যারোমিটার
গ) ক্রোনোমিটার
ঘ) কোনোটিই নয়

৮) জোনাকির দেহে আলো সৃষ্টি ও সমুদ্রের মাছের দেহে  তড়িতের সৃষ্টি করে

ক) এটিপি√
খ) ডিটিপি
গ) ডিডিটি
ঘ) মিথেন

৯)"শব্দ ", "বসন্ত" , "হোলি", " সাকি" গ্রন্থ গুলির রচয়িতা কে?

ক) গুরু নানক 
খ) কবির √
গ)চৈতন্যদেব 
ঘ)রামানন্দ

১০)সিন্ধু সভ্যতার সময়ের একটি বন্দরের নাম করো যেখানে থেকে সুতিবস্ত্র ও তুলো রপ্তানি হতো-

ক) লোথাল √
খ)তাম্রলিপ্ত 
গ)মিথিলা 
ঘ)মহেঞ্জোদারো

১১)দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি?

ক)তালচের
খ) বোকারো
গ) রানীগঞ্জ√
গ) বিরামপুর

১২)ভক্তি আন্দোলনের সূত্রপাত ভারতের কোথায় প্রথম হয়?

ক) উত্তরে 
খ)পশ্চিমাংশে 
গ)দক্ষিণাংশে √
ঘ)পূর্বাংশে

১৩)উদ্ভিদের সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি?

ক) পাতার মেসোফিল কলা√
খ) ভাজক কলা
গ) যোগ কলা
ঘ) এদের কোনোটিই নয়

১৪)সালোকসংশ্লেষ কখন হয়?

ক) সালোকসংশ্লেষ সূর্যালোকের অনুপস্থিতে হয়
খ) সালোকসংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয়√
গ) আলো ও অন্ধকার উভয়ই হয়
ঘ) কোনোটিতেই হয়না

১৫)বায়ুশূন্য স্থানে দ্রুত পতন কার ঘটবে?

ক) পালক
খ) কাঠের বল
গ) স্টিলের বল
ঘ) সব বস্তুই একই গতিতে পড়বে√

১৬)লুই ব্রেইল কত সালে ব্রেইল লিপি আবিষ্কার করেন?

ক)1828
খ)1829✓
গ)1856
ঘ)1839

১৭)ভারতের কোথায় জাফরান চাষ হয়?

ক) দুন সমভূমি
খ) চম্বল উপত্যকা
গ)ডুয়ার্স সমভূমি 
ঘ)কারেওয়া ধেরেস√

১৮)ক্যালক্রিট থেকে কি পাওয়া যায়?

ক) চুন√
খ) পটাশিয়াম 
গ)সোডিয়াম 
ঘ)ম্যাগনেসিয়াম

১৯)মিনা কোন রাজ্যের উপজাতি?

ক) ঝাড়খণ্ড 
খ)মধ্যপ্রদেশ 
গ)রাজস্থান √
ঘ)উত্তর প্রদেশ

২০)কোন ঋতুতে আমাদের অতিরিক্ত ফ্যাট এর প্রয়োজন হয়?

ক) বর্ষাকাল 
খ)গ্রীষ্মকালে 
গ)শীতকাল √
ঘ)বসন্তকাল

২১) নোংরা ভীতিকে কি বলে ?

ক)হেলমিনথফোবিয়া 
খ)ডাস্টফোবিয়া 
গ) পাইরোফোবিয়া 
ঘ)অটোমিশোফোবিয়া √

২২)প্রাথমিক সোনার বিশুদ্ধতা হলো -

ক)২৪ ক্যারেট √
খ) ২১ ক্যারেট 
গ) ২২ ক্যারেট 
ঘ)১৮ ক্যারেট 

২৩)শক্তিসালি জল বলা হয় যে আসিডকে তা হলো ?

ক)সালফিউরিক আসিড 
খ) হাইড্রক্লোরিক আসিড
গ) কার্বনিক আসিড
ঘ) নাইট্রিক আসিড√

২৪)নিম্নলিখিত কোন গুলির মধ্যে সবচেয়ে বেশি কার্বন আছে ?

ক)ঢালাই লোহা √
খ)কাঁচা লোহা 
গ) স্টিল 
ঘ) স্টেইনলেস স্টিল 

২৫) বৈজ্ঞানিক সি ভি রমন আবিস্কার করেন ?

ক)রমন রে 
খ) আল্ট্রা ভায়োলেট রে 
গ) গামা রে 
ঘ) রমন ইফেক্ট √



https://drive.google.com/file/d/15pyL1mSJFZqr79-P7z7yqmJcI2wbi0Xc/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...