Tuesday, January 21, 2020

WBPSC CLEARKSHIP LAST MINUTE SUGGESTION SET-15



WBPSC CLEARKSHIP
           LAST MINUTE SUGGESTION
                             SET-15

১)জাপানের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় আছে?

ক) ওসাকা
খ) নাগাসাকি√
গ) টোকিও
ঘ) টুকাই মুরা

২)"জেচোয়ান " শব্দটির অর্থ কি?

ক) পাঁচটি নদী √
খ)চারটি নদী
গ) তিনটি নদী
ঘ)দুটি নদী

৩) বিন্ধ্যাচল অতিকায় তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ক) ছত্রিশগড়
খ) মধ্যপ্রদেশ√
গ) উত্তর প্রদেশ 
ঘ) অন্ধ্রপ্রদেশ

৪) ডালমিয়া নগর এর সঙ্গে কোন শিল্প সংশ্লিষ্ট?

ক) তৈল শোধন
খ) সিমেন্ট √
গ)তাম্র শোধন
ঘ) সার 

৫) পিম্প্রি তে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে?

ক) বস্ত্র 
খ)পেনিসিলিন √
গ) চর্মশিল্প
ঘ) কাগজ

৬) গম চাষের জন্য কি রূপ মৃত্তিকা প্রয়োজনীয়?

ক)চুন মিশ্রিত দোআঁশ মাটি 
খ)কৃষ্ণ মৃত্তিকা   
গ)উর্বর ভারী দোআঁশ মাটি√
ঘ)নতুন পলিমাটি

৭) হরিশচন্দ্রগর কোন পর্বতমালা শৃঙ্গ?

ক) পূর্বঘাট 
খ)পশ্চিমঘাট √
গ)আরাবল্লী 
ঘ)নীলগিরি

৮) ম্যানহাটন পরিকল্পনা কি উদ্দেশ্যে গৃহীত হয়েছিল?

ক) নিউ ইয়র্কের ম্যানহাটনে সেতু নির্মাণের উদ্দেশ্য
খ) পরমাণু বোমার সৃষ্টির উদ্দেশ্য√
গ)এইডস রোগ থেকে আরোগ্য লাভের উপায় বার করার উদ্দেশ্যে
ঘ) একটি মহাশূন্যযান উৎক্ষেপণের উদ্দেশ্যে

৯) চাঁদে দিন ও রাত্রির মোট সময় কতটা?

ক) পৃথিবীর 14 দিনের সমান 
খ)পৃথিবীর 20 দিনের সমান
গ)পৃথিবীর 27 দিনের সমান √
ঘ)পৃথিবীর 30 দিনের সমান

১০) জলাভূমি উদ্ধারের সবচেয়ে বড় "জুইডার জি" প্রকল্প কোথায়?

ক) সুইজারল্যান্ড 
খ)ফিনল্যান্ড 
গ)নেদারল্যান্ড √
ঘ)গ্রিনল্যান্ড

১১)বিবেকানন্দ হ্রদ কোথায় অবস্থিত?

ক) মুম্বাই
খ) ত্রিবান্দম
গ) পন্ডিচেরি
ঘ) কন্যাকুমারী√

১২)' মালগুড়ি ডেজ' গল্পের লেখক কে?

ক) প্রেমচাঁদ
খ) সি.আর .নারায়ন
গ)  আর. কে. নারায়ান√
ঘ) রাজেন্দ্র জোশি

১৩) ডাইনোসর কোন শ্রেণীভুক্ত জীব?

ক) স্তন্যপায়ী
খ) সরীসৃপ√
গ) উভয়চর
ঘ) পক্ষী

১৪)ভক্তি আন্দোলনের সূত্রপাত ভারতের কোথায় প্রথম হয়?

ক) উত্তরে 
খ)পশ্চিমাংশে 
গ)দক্ষিণাংশে √
ঘ)পূর্বাংশে

১৫)উদ্ভিদের সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি?

ক) পাতার মেসোফিল কলা√
খ) ভাজক কলা
গ) যোগ কলা
ঘ) এদের কোনোটিই নয়

১৬)শক্তিসালি জল বলা হয় যে আসিডকে তা হলো ?

ক)সালফিউরিক আসিড 
খ)হাইড্রক্লোরিক আসিড
গ)কার্বনিক আসিড
ঘ)নাইট্রিক আসিড√

১৭)"শুদ্ধি আন্দোলন" কে শুরু করেন?

ক) মহাদেব গোবিন্দ রানাডে
খ) কেশব চন্দ্র সেন
গ) স্বামী দয়ানন্দ সরস্বতী√
ঘ) আত্মারাম পান্ডু রঙ্গ

১৮) ওরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ছিলেন?

ক) সেতার
খ) তবলা 
গ)সরোদ√
ঘ) বীণা

১৯)কোন পাহাড়ি স্টেশন "সাতপুরার রানী "নামে পরিচিত?

ক) পাঁচমারি √
খ)নীলগিরি 
গ)মহেন্দ্রগীরি 
ঘ)কোনোটিই নয়

২০)বোরলাগ পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে?

ক) বিজ্ঞান 
খ)কৃষি √             
গ)খেলা 
ঘ)সাংবাদিকতা

   *1972 সালে প্রথম পুরস্কার দেওয়া হয়

২১)সূর্যের চারদিকে প্লুটোর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে-

ক) 48 বছর
খ) 148 বছর
গ) 248 বছর√
ঘ) 80 বছর

২২) "The Animal Farm" বইটি লিখেছেন-

ক) চার্লস ডারউইন
খ) মেন্ডেল
গ) জর্জ অরওয়েল√
ঘ) কোনোটিই নয়

২৩) ল্যাম্পাস কাকে বলে?

ক) বৃহৎ বহুমুখী জল সঞ্চয় প্রকল্প
খ) বৃহৎ বহুমুখী বিদ্যুৎ সঞ্চয় প্রকল্প
গ) বৃহৎ বহুমুখী সমবায় সমিতি√
ঘ) বৃহৎ বহুমুখী বৃক্ষ সংরক্ষণ প্রকল্প


২৪)একটি ঘড়ির স্প্রিং কে গোটালে কি ধরনের শক্তি কাজ করে?

ক) স্থিতিশক্তি √
খ) গতিশক্তি 
গ)তড়িৎ শক্তি
ঘ) চুম্বক শক্তি

২৫)পুরুলিয়া জেলার আদ্রা কি জন্য বিখ্যাত?

ক) মৎস্য শিল্প 
খ)জেলাসদর 
গ)রেল জংশন √
ঘ)স্বাস্থ্যকর স্থান

২৬) কোন মৌলের প্রতীক চিহ্ন W?

ক) টাংস্টেন √
খ)ইউরেনিয়াম 
গ)রেডিয়াম 
ঘ)পোলোনিয়াম

২৭) কোন জ্যোতির্বিদ নেপচুন আবিষ্কার করেন?

ক) কোপার্নিকাস
খ) গ্যালিলিও
গ) জে .জে. গাল্লে√
ঘ) আর্কিমিডিস

২৮) গ্রীন হাউজের প্রভাবে কি হয়?

ক)কার্বন-ডাই-অক্সাইড কমে যায় 
খ)পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়√
গ) ওজোন স্তর কমে যায়
ঘ) ওজন স্তর বেড়ে যায়

২৯)জীব দেহের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যার দ্বারা বাহিত হয় তাকে কি বলে?

ক) ক্রোমোজোম 
খ)রক্ত
গ) জিন √
ঘ) কোষ

৩০) পোলিওমাইলাইটিস রোগের কারণ কি?

ক) ছত্রাক 
খ)ভাইরাস 
গ)জীবাণু√
ঘ) প্রোটোজোয়া

৩১) মিনামাটা রোগ যে ধাতুর প্রভাবে হয় তার নাম কি?

ক) সীসা 
খ)পারদ√
গ) আর্সেনিক 
ঘ)লোহা

৩২) নেদারল্যান্ডের সংসদ কি নামে পরিচিত?

ক) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
খ) দ্য স্টেটস জেনারেল√
গ) পিক্স ডাগ
ঘ) people's অ্যাসেম্বলি

৩৩)"ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইল হলো মুখশ্রী"- কার লেখা বইয়ের উক্তি?

ক)রবীন্দ্রনাথ ঠাকুর√
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
গ)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) সুভাষ মুখোপাধ্যায়

৩৪)"জুভেনিস " ছদ্মনাম কে ব্যবহার করতেন?

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) ডিরোজিও √
গ)লেডি ওয়াল্টার বেথুন 
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩৫)"To be or not to be that is the question"-শেক্সপিয়ারের কোন নাটকে এই উক্তি আছে?

ক) ম্যাকবেথ 
খ)ওথেলো 
গ)কিং লিয়ার 
ঘ)হ্যামলেট√

৩৬) বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?

ক) 15 ই আগস্ট
খ) 13 ই এপ্রিল 
গ)26 শে মার্চ √
ঘ)16 ই ডিসেম্বর

৩৭)BARC এর পুরো নাম কি?

ক) British all Radio Corporation
খ)Bhabha Atomic Research Centre√
গ)Bharat Air Radio Corporation
ঘ)Bhabha Atomic Radioactivity Centre

৩৮)কোন যন্ত্রের সাহায্যে রক্ত কণিকার সংখ্যা গোনা হয়?

ক) পাইরোমিটার 
খ)হিমোসাইটোমিটার √
গ)স্ফিগমোম্যানোমিটার
ঘ) অ্যানিমোমিটার

৩৯) কোন খেলার মাঠকে রিং বলা হয়?

ক) হকি 
খ)ক্রিকেট 
গ)বাস্কেটবল 
ঘ)বক্সিং√

৪০) কিষান মহারাজ কোন ক্ষেত্রে ভারত বিখ্যাত?

ক) ধর্মীয় প্রচার 
খ) নৃত্য 
গ)তবলা বাদন√
ঘ) সমাজসেবা

৪১)"মেরিনা  বিচ " কোথায় অবস্থিত?

ক) মুম্বাই
খ) পানাজি 
গ)পারাদ্বীপ
ঘ) চেন্নাই√

৪২) বুনিয়াদি শিক্ষার ধারণা কে দিয়েছিলেন?

ক)রাজা রামমোহন রায়
খ) স্বামী বিবেকানন্দ
গ) ঋষি অরবিন্দ
ঘ) মহাত্মা গান্ধী√

৪৩)"রাজলক্ষ্মী" চরিত্র কার অমর সৃষ্টি?

ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
খ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায় √
গ)রবীন্দ্রনাথ ঠাকুর 
ঘ)রমেশচন্দ্র দত্ত

৪৪)"Our Films , Their Films "গ্রন্থটি কার লেখা?

ক) সত্যজিৎ রায়√
খ) রবিশংকর
গ) উত্তম কুমার 
ঘ)অমিতাভ বচ্চন

৪৫)এক বছর অন্তর কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন?

ক) নেদারল্যান্ড 
খ)ফ্রান্স 
গ)বেলজিয়াম 
ঘ)সুইজারল্যান্ড√

৪৬) কোন মৌলটি সব এসিড থাকে?

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন√
গ) আয়োডিন 
ঘ)নাইট্রোজেন

৪৭)"বৈকুন্ঠের উইল"-কার রচনা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়√
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) প্রমথনাথ বিশী

৪৮) "Central fuel Research Institute"- কোথায়?

ক) জামশেদপুর 
খ)পুনে
গ)জিলগোরা√
ঘ) মুম্বাই

৪৯) ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে-

ক) সংবিধানের সপ্তম তপশিলি
খ) সংবিধানের তৃতীয় খণ্ডে√
গ) সংবিধানের দ্বিতীয় খন্ড
ঘ) সংবিধানের প্রথম খন্ডে

৫০)সংবিধানে যুদ্ধ ঘোষণা করার কিংবা শান্তি চুক্তি করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?

ক) পার্লামেন্ট কে
খ) রাষ্ট্রপতিকে √
গ)প্রধানমন্ত্রী কে 
ঘ) মন্ত্রিপরিষদকে



https://drive.google.com/file/d/15mFJEC5k4p8A_WudUr6PuBuY14C7UAS5/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...