Wednesday, January 22, 2020

টার্গেট WB Police Mains GK Test-33



টার্গেট WB Police Mains
                           GK Test-33

 ১) লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

ক) পি এ সাংমা
খ) সোমনাথ চ্যাটার্জি
গ) জি বি মবলঙ্কার√
ঘ) এম. এ. আয়েঙ্গের

২)"সত্যবতী"- চরিত্রটি আশাপূর্ণা দেবী কোন উপন্যাসে আছে?

ক) প্রথম প্রতিশ্রুতি√
খ) সুবর্ণলতা 
গ)বকুলকথা 
ঘ) অরণ্যের অধিকার

৩) 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?

ক) 2 মিনিট
খ) 4 মিনিট√
গ) 4 সেকেন্ড 
ঘ) 40 মিনিট

৪)"তিলাঞ্জলি" গ্রন্থটি কার লেখা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রেমেন্দ্র মিত্র
গ) শঙ্খ ঘোষ
ঘ) সুবোধ ঘোষ√

৫)পর্তুগিজ শাসনের হাত থেকে গোয়া কবে মুক্ত হয়?

ক)1947
খ)1961√
গ)1950
ঘ)1975

৬)"তথাগত "নামে কে পরিচিত?

ক) মহাবীর
খ) অশোক
গ) নানক
ঘ) বুদ্ধদেব√

৭) ক্যান্সার রোগের চিকিৎসায় কোন ধাতু ব্যবহার করা হয়?

ক) লোহা 
খ)রূপা 
গ)তামা 
ঘ) কোবাল্ট√

৮) কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় কোনটি?

ক) বরফ 
খ)পারদ 
গ)নিশাদল √
ঘ)তুঁতে

৯) "ব্রজদা"- চরিত্রটি কার সৃষ্টি?

ক) প্রেমেন্দ্র মিত্র 
খ) বুদ্ধদেব গুহ 
গ) গৌরকিশোর ঘোষ√ 
ঘ) নারায়ন গঙ্গোপাধ্যায়

১০) ভারতীয় রাষ্ট্রপতির দেহরক্ষীদের মূলমন্ত্র কি?

ক) সত্যমেব জয়তে 
খ)জয়হিন্দ
গ)ভারত মাতা কি জয়√
ঘ) বন্দেমাতারাম

১১) কোন খেলায় একটি মাটির কলসির দরকার হয়?

ক) বেসবল √
খ)বাস্কেটবল 
গ)গলফ  
ঘ)পোলো

১২)"লবঙ্গ দ্বীপ "নামে পরিচিত কোনটি?

ক) শ্রীলংকা 
খ) জঞ্জিবার√
গ)  আরব
ঘ)আফগানিস্তান

১৩) "কালিন্দী " উপন্যাস এর লেখক কে?

ক)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় √
খ)মানিক বন্দ্যোপাধ্যায় 
গ)জীবনানন্দ দাশ 
ঘ)জসীমউদ্দীন

১৪) আলোর ভিতিকে কি বলা হয়?

ক) ফোবোফোবিয়া
খ) ফটোফোবিয়া√
গ) ফিলোফোবিয়া
ঘ) সাইনোফোবিয়া

১৫) কুকুরের কয়টি দাঁত আছে?

ক) 32
খ)42 √
গ)50
ঘ)40

১৬)" Play the game in the spirit of the game"-উক্তিটি কার?

ক) সুভাষচন্দ্র বোস 
খ)জহরলাল নেহেরু√
গ)অরবিন্দ ঘোষ
ঘ)দাদাভাই নওরোজি

১৭) শিবাজী স্টেডিয়াম ভারতের কোথায়?

ক) মুম্বাই 
খ)কানপুর
গ) চেন্নাই 
ঘ)নিউ দিল্লি√

১৮) রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের ইংরেজি অনুবাদ প্রথম কে করেন?

ক) মাদার টেরিজা 
খ)সরোজিনী নাইডু
গ) সিস্টার নিবেদিতা √
ঘ)মহাশ্বেতা দেবী

১৯) " টিকোনাল "- কি?

ক) কৃত্রিম তন্তু√
খ) সংকর ধাতু 
গ) পর্বত শৃঙ্গ 
ঘ) আগ্নেয়গিরি

২০) অরণ্য সপ্তাহ কবে পালিত হয়?

ক) 14-20 জুলাই√
 খ)13-19 জানুয়ারি
গ)25 জানুয়ারি-1 ফেব্রুয়ারি
 ঘ)1-7 সেপ্টেম্বর

২১) "ভোরের পাখি" নামে কে পরিচিত?

ক)ঈশ্বর গুপ্ত 
খ)বিহারীলাল চক্রবর্তী √
গ)মুকুন্দরাম চক্রবর্তী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২২)"Three Musician" ছবিটি কার আঁকা?

ক) রেমব্রান্ট
খ) রাফায়েল
গ) পাবলো পিকাসো√
ঘ) ভ্যান গগ

২৩) বাবর এর পিতার নাম কি?

ক) হুমায়ুন 
খ) ওমর শেখ মির্জা √
গ) কুতুবউদ্দিন আইবক 
ঘ) শেরশাহ

২৪) মহাকাশচারী আকাশ কি রংয়ের দেখেন?

ক) ধূসর 
খ) নীল 
গ) কালো√
ঘ) সাদা

২৫) বাষ্পমোচন কোথায় ঘটে?

ক) মূল 
খ)কাণ্ড 
গ)বৃন্ত 
ঘ) পাতা√

২৬) কোন সাল থেকে ময়ূরী ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষিত হয়েছে?

ক) 1956
খ)1947
গ)1953
ঘ)1964√

২৭) শীত ঋতুর সঙ্গে কোন রাগের সম্পর্ক?

ক) হিন্দোল 
খ)নট -নারায়ন
গ) শ্রীরাগ √
ঘ)মেঘ

২৮)মাইকেল মধুসূদন দত্ত রচিত "একেই কি বলে সভ্যতা " গ্রন্থটি কি প্রকৃতির?

ক) নাটক
খ) প্রহসন √
গ) কাব্যগ্রন্থ
ঘ) উপন্যাস

২৯) "Fifth Column" এর অর্থ কি?

ক) সংবাদপত্র 
খ)বিশ্বাসঘাতক √
গ)বাজেট 
ঘ)দেশপ্রেম

৩০)"আকাশবাণী "নামকরন কে করেন?

ক) নেতাজি সুভাষচন্দ্র বসু 
খ)রবীন্দ্রনাথ ঠাকুর √
গ)চিত্তরঞ্জন দাশ
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৩১) কোন দেশ পুলিৎজার পুরস্কার প্রদান করে?

ক)ফিলিপিনস
খ) ইংল্যান্ড
গ) আমেরিকা যুক্তরাষ্ট্র√
ঘ) ভারত

৩২) "The Mirror"-পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয়?

ক) ইংল্যান্ড √
খ)পাকিস্তান 
গ)আফগানিস্তান 
ঘ)আমেরিকা যুক্তরাষ্ট্র

৩৩) "পিচার"শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) বেসবল√
খ) বাস্কেটবল
গ) বিলিয়ার্ড 
ঘ) টেনিস

৩৪) "Letters Between A Father and Son"-গ্রন্থটি কার লেখা?

ক) জহরলাল নেহরু
খ)ভি এস নাইপল √
গ)আর .কে. গুজরাল 
ঘ)বিক্রম শেঠ

৩৫) ভারতের কোন রাজ্যে প্রথম ইলেকট্রনিক ভোট যন্ত্র ব্যবহার করা হয়?

ক) পাঞ্জাব 
খ)গোয়া √
গ)উড়িষ্যা 
ঘ)কেরল

৩৬) ফন কি?

ক) আয়ন বায়ু 
খ)মৌসুমী বায়ু
গ) স্থানীয় বায়ু√
ঘ) সমুদ্র বায়ু

৩৭)নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি কেরালায় অবস্থিত?

ক) তুঙ্গভদ্রা
খ) মেটুর
গ) পল্লিভাসাল√
ঘ) কোনোটিই নয়

৩৮)নিচের কোন অঞ্চলে চা ও কফি দুই বাগিচা ফসলের চাষ হয়?

ক) কাদুর
খ) নীলগিরি √
গ)হাসান 
ঘ)কুর্গ

৩৯) পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি?

ক) টোকিও
খ) প্যারিস 
গ) সিডনি 
ঘ) নিউইয়র্ক√

৪০)পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি?

ক) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
খ) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা√
গ) উত্তর পূর্ব মৌসুমি বায়ু
ঘ) ভারতীয় মৌসুমী বায়ুর আরবসাগরীয় শাখা

৪১)দোয়াব কথাটির অর্থ কি?

ক) দুটি পর্বতের মধ্যবর্তী স্থলভাগ
খ) দুটি নদীর মধ্যবর্তী স্থান√
গ) দুটি হ্রদের মধ্যবর্তী স্থলভাগ
ঘ) দুটি সমুদ্রের মধ্যবর্তী স্থান

৪২) কোন উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়?

ক) আলুর মূলে
খ) পাতার মেসোফিল কলা
গ) অর্কিডের বায়বীয় মূল এবং গুলঞ্চের আত্তীকরণ মূলে√
ঘ) কোনটি সঠিক নয়

৪৩)আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয়?

ক)12 ডিসেম্বর
খ)13ডিসেম্বর
গ)3ডিসেম্বর√
ঘ)10ডিসেম্বর

৪৪)কলকাতা করপরেশন অ্যাক্ট কত সালে বলবৎ হয়?

ক)1948
খ)1951√
গ)1955
ঘ)1957

৪৫)কোন বলের ব্যাস সবচেয়ে বেশি?

ক) ক্রিকেট বল 
খ)টেনিস বল
গ)গলফ বল 
ঘ)স্কোয়াস বল√

৪৬)চিড়াকুট ,চাচাই, কন্টন জলপ্রপাত গুলি ভারতের কোন রাজ্যে দেখা যায়?

ক) পশ্চিমবঙ্গ 
খ)অন্ধ্রপ্রদেশ 
গ)মধ্যপ্রদেশ√ 
ঘ)উত্তর প্রদেশ

৪৭)কাগজ শিল্পে কাগজের মণ্ড তৈরি জন্য কি ব্যবহৃত হয়?

ক) সালফিউরিক এসিড 
খ)নাইট্রিক অ্যাসিড
গ) হাইড্রোজেন পারঅক্সাইড √
ঘ)হাইড্রোক্লোরিক এসিড

৪৮)মেঘালয় এর রাজধানীর নাম কি?

ক) কোহিমা
খ) শিলং√
গ) রাচি
ঘ) দিসপুর
               
** নাগাল্যান্ড- কোহিমা
**আসাম -দিসপুর
**ঝাড়খন্ড -রাচি


৪৯)শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে?

        ক) অ্যানাবোলিজম
        খ)ক্যাটাবলিজম 
        গ)মেটাবলিজম √
        ঘ)কোনোটিই নয়

৫০) ভারতে রবিবার ছুটি চালু কে করেন?

ক) লর্ড কর্নওয়ালিস 
খ)লড ডালহৌসি
গ) লর্ড ওয়েলেসলি √
ঘ)লর্ড ক্যানিং

https://drive.google.com/file/d/167xgG6OoRMCa8zo_UHaCZhw4Ezf9qi48/view?usp=drivesdk


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...