Wednesday, January 22, 2020

WBPSC CLEARKSHIP Set- 16



WBPSC CLEARKSHIP
             Last Minute Preparation
                          Set- 16

১) হর্ষবর্ধনের অগ্রজ রাজ্যবর্ধনকে কে হত্যা করেছিলেন?

ক) শশাঙ্ক√
খ) দেবগুপ্ত
গ) কীর্তি বর্মন
ঘ) ভাস্কর বর্মন

২)প্রাগজ্যোতিষপুর কোন শহরের পুরানো নাম?

ক) শ্রীনগর 
খ) গৌহাটি√ 
গ)বারানসি 
ঘ) উজ্জয়নী

৩)কোন শব্দের অর্থ হলো কৃষিকার্য?

ক) আর্য √
খ)পুর 
গ) বালি 
ঘ) নিস্ক

৪)শিয়ালকোটে কার রাজধানী ছিল?

ক) স্কন্দগুপ্ত 
খ)মিহিরকুল √
গ)যশো ধর্মন
ঘ) তোরমান

৫)ভারতের সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটির প্রয়োগ দেখা যায়-

ক)মৌলিক কর্তব্যের ধারা গুলিতে 
খ)নির্দেশাত্মক নীতি সমূহ√
গ) মৌলিক অধিকারের পরিচ্ছেদে 
ঘ)প্রস্তাবনায়

৬)সংবিধানের অর্থ বিশেষণে চূড়ান্ত ক্ষমতা কার?

ক) রাষ্ট্রপতি 
খ) লোকসভা 
গ) সুপ্রিমকোর্ট√
ঘ) স্পিকার

৭)ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে কে শর্তাবলী প্রয়োগ করতে পারে?

ক) নির্বাচন কমিশন 
খ)সংসদ √
গ)রাষ্ট্রপতি 
ঘ)সংসদ ও রাজ্য বিধানসভা

৮)42 তম সংশোধনী তে" সমাজতান্ত্রিক" ও "ধর্মনিরপেক্ষ " শব্দটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনা এ যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) জহরলাল নেহেরু
খ) গুলজারিলাল নন্দ 
গ) ইন্দিরা গান্ধী √
ঘ)বিশ্বনাথ প্রতাপ সিং

৯)ভারতের সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি প্রয়োগ দেখা যায়-

ক) মৌলিক কর্তব্যের ধারা গুলিতে
খ) নির্দেশাত্মক নীতি সমূহ√
গ) মৌলিক অধিকারের পরিচ্ছেদে
ঘ) প্রস্তাবনায়

১০)ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতির পরিচ্ছেদ টি কোন সংবিধানের অনুরূপ নীতি কে অনুসরণ করেছে?

ক) আমেরিকা যুক্তরাষ্ট্র 
খ)আয়ারল্যান্ড √
গ) গ্রেট ব্রিটেন
ঘ) সোভিয়েত ইউনিয়ন

১১) "কালাহারি " মরুভূমি কোথায় অবস্থিত?

ক)আরব 
খ)উত্তর আফ্রিকা 
গ)দক্ষিণ আফ্রিকা√
ঘ) মঙ্গোলিয়া

১২) "কালিদাস" সম্মান কোন বিষয় দেওয়া হয়?

ক) নৃত্য √
খ)আবৃত্তি
গ) কাব্য রচনা
ঘ) গল্প লেখা

১৩) ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় আছে?

ক) আন্দামানের নরকুণ্ডম দ্বীপে
খ) আন্দামানের ব্যারেন দ্বীপে√
গ) লাক্ষাদ্বীপ 
ঘ)নিকোবর দ্বীপ

১৪)ভারতে কে প্রথম নাইট উপাধি লাভ করেন?

ক)রবীন্দ্রনাথ ঠাকুর 
খ)চন্দ্র মাধব ঘোষ√
গ) আচার্য জগদীশচন্দ্র বসু 
ঘ)জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর

১৫)পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি?

ক) বৈকাল 
খ)মরুসাগর√
গ) টিটিকাকা 
ঘ) উলার

১৬)"কথায় কথায় রাত হয়ে যায়"- কার আত্মজীবনী?

ক)গৌরীপ্রসন্ন মজুমদার
খ) পুলক বন্দ্যোপাধ্যায় √
গ)মুকুল দত্ত 
ঘ)শিবদাস বন্দ্যোপাধ্যায়

১৭) "লাক্স "কিসের একক?

ক) আলো 
খ)বিদ্যুৎ 
গ) তাপ 
ঘ) ঔজ্জ্বল্য√

১৮)"ভিক্টোরিয়া গার্ডেন" কোথায় অবস্থিত?

ক) মুম্বাই √
খ) চেন্নাই 
গ)কলকাতা 
ঘ) দিল্লি

১৯)"প্রাচ্যের নন্দনকানন" বলা হয় কোন জায়গাকে?

ক) ব্যাঙ্গালোর 
খ)কাশ্মীর উপত্যকা √
গ)চন্ডিগড় 
ঘ)কটক

২০)বাংলাদেশের জাতীয় ফুল কী?

ক) শাপলা √
খ)শিউলি 
গ)পদ্ম 
ঘ)গোলাপ

২১)শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা কে?

ক) জয়নাল আবেদীন      
খ) অশোক√
গ) শ্রী গুপ্ত
ঘ) বিক্রমাদিত্য

২২) কোন  হাড় টি পায়ের নয়?

ক) হিউমেরাস 
খ)রেডিয়াস 
গ) স্টেপিস√
ঘ) টিবিয়া

২৩) কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে?

ক) লোহিত রক্তকণিকা√
খ) শ্বেত রক্তকণিকা 
গ) প্রোটোপ্লাজম 
ঘ)নিউক্লিয়াস

২৪)"তীর্থঙ্কর " শব্দের অর্থ কি?

ক) জ্ঞানী 
খ)পরিব্রাজক 
গ) ধর্মগুরু √
ঘ) তীর্থযাত্রী

২৫)নিচের কোন পদার্থের সর্বাধিক পরিমাণে নাইট্রোজেন আছে?

ক)ইউরিয়া √
খ)অ্যামোনিয়াম সালফেট 
গ)অ্যামোনিয়াম নাইট্রেট 
ঘ)অ্যামোনিয়াম ক্লোরাইড

২৬)কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত?

ক) শোন
খ) যমুনা
গ) চম্বল√
ঘ) লুনি

২৭)আখ কোন রাজ্যের প্রধান কৃষিজ ফসল?

ক) বিহার 
খ)রাজস্থান 
গ)উত্তর প্রদেশ√
 ঘ)পাঞ্জাব

২৮)টিপাম বেলেপাথর ভারতের কোন রাজ্যে দেখা যায়?

ক) আসাম 
খ) ঝাড়খন্ড√
গ) রাজস্থান 
ঘ)পশ্চিমবঙ্গ

২৯) ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত?

ক) 1 ঘন্টা 57 মিনিট 
খ)2 ঘন্টা √
গ) 1ঘন্টা 30 মিনিট 
ঘ)2 ঘন্টা 15 মিনিট

৩০) তাওয়া প্রকল্পটি কোন রাজ্যের প্রকল্প?

ক) উত্তরপ্রদেশ
খ) রাজস্থান 
গ)মধ্যপ্রদেশ√
ঘ) ঝাড়খন্ড

৩১)ভারতীয় সংবিধানের সংখ্যালঘুদের স্বীকৃতির ভিত্তি কি?

ক) ধর্ম √
খ) জাতি
গ) জনসংখ্যার সম্প্রদায়ের অনুপাত
ঘ) রং

৩২)ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

ক) আমেরিকা 
খ)জাপান 
গ)রাশিয়া √
ঘ)ব্রিটেন

৩৩)নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়?

ক) জনসাধারণের সম্পত্তি রক্ষা
খ) পিতা-মাতার আনুগত্য√
গ)6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদান
ঘ) জনগণের মধ্যে ভাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া

৩৪) আগ্রার শিশমহল কে নির্মাণ করেছিলেন?

ক) আকবর 
খ)জাহাঙ্গীর 
গ)শাহজাহান √
ঘ)ওরঙ্গজেব

৩৫) "ব্ল্যাক  লাং" রোগ কোন অঞ্চলে বেশি দেখা যায়?

ক) কয়লা খনি অঞ্চল √
খ)জলবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন অঞ্চল
গ) তৈল শোধনাগার সংলগ্ন অঞ্চল
ঘ) মধ্যসাগরীয় অঞ্চল

৩৬)অলিম্পিকের লাল বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করে?

ক) এশিয়া 
খ)আফ্রিকা 
গ)ইউরোপ 
ঘ)আমেরিকা√

৩৭) ভারতে কবে ব্যাঘ্রপ্রকল্প আরম্ভ হয়?

ক)1970
খ)1972
গ)1973√
ঘ)1974

৩৮) সংসদের অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হয় কয় মাসের জন্য?

ক) চার মাস
খ) পাঁচ মাস 
গ) ছয় মাস √
ঘ)সাত মাস

৩৯) সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়?

ক) ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে√
খ) পত্র কোষের সাইটোপ্লাজমে
গ) ক্লোরোপ্লাস্ট স্ট্রোমা অঞ্চলে
ঘ) কোনোটিই নয়

৪০) সালোকসংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি কি?

ক) সোডিয়াম 
খ)তামা 
গ) লোহা√ 
ঘ) পটাশিয়াম

৪১) ভারতের কোন নদীর তীরে মধ্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?

ক) গঙ্গা-
খ)ব্রহ্মপুত্র 
গ)কৃষ্ণা √
ঘ)নর্মদা

৪২) হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র অমরনাথ কোথায় অবস্থিত?

ক) পাঞ্জাব 
খ) কাশ্মীর √
গ)মধ্যপ্রদেশ
ঘ) জয়সলমীর

৪৩) মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধির কারণ কি?

ক)জল দূষণ 
খ)পারমানবিক দূষণ
গ) শব্দ দূষণ √
ঘ)বায়ু দূষণ

৪৪) তুন্দ্রা শব্দটির মানে কি?

ক) বরফ ঢাকা অঞ্চল √
খ) গাছ বিহীন অঞ্চল 
গ) বালি ঢাকা অঞ্চল 
ঘ) জলা অঞ্চল

৪৫)ভারতের মধ্য দিয়ে যাওয়া একটি লম্ব রেখা বলতে কী বোঝ?

ক) গঙ্গা
খ) জি টি রোড 
গ) কর্কটক্রান্তি রেখা√
ঘ) হিমালয়

৪৬) হ্যামলেটেড গ্রামীণ জনবসতি ভারতের কোন রাজ্যের বৈশিষ্ট্য?

ক) মধ্য প্রদেশ
খ) বিহার
গ) পাঞ্জাব√
ঘ) পশ্চিমবঙ্গ

৪৭) স্ট্যানলি ও লিভিংস্টোন এই দুইটি কি?

ক) মরুভূমি
খ) নদী 
গ) জলপ্রপাত √
ঘ)পর্বত শৃঙ্গ

৪৮) মরুদ্দ্যান বা ওয়েসিস সৃষ্টির মূলে বাতাসের কোন ক্রিয়াটি দায়ী?

ক) অপসরণ 
খ)অবঘর্ষ√
গ) ঘর্ষণ
ঘ) বালিয়াড়ি 

৪৯)শিবালিক অরুণাচল প্রদেশে  কি নামে পরিচিত?

ক) ধুন্দুয়া 
খ) ধ্যাং√
গ) মিরি
ঘ) জাম্বার

৫০) নির্মেঘ রাতে কেন বেশি শিশির সঞ্চিত হয়?

ক) ভূপৃষ্ঠ বেশি তাপ বিকিরণ করে বলে√
খ) ভূপৃষ্ঠের তাপ পরিচলন এর পরিমাণ বেশি হয় বলে
গ) বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে বলে
ঘ) ভূপৃষ্ঠ কম শীতল হয় বলে

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...