Tuesday, November 10, 2020

SLST/ NET/SET HISTORY MCQ ইউরোপ বিশ্বের ঘটনাপঞ্জী Set-4

 


SLST/ NET/SET HISTORY MCQ

            ইউরোপ বিশ্বের ঘটনাপঞ্জী

                           Set-4


১) 1792 খ্রিস্টাব্দে ভামির যুদ্ধ কাদের মধ্যে হয়?

ক) ফ্রান্স ও অস্ট্রিয়া

খ) ফ্রান্স ও রাশিয়া

গ) ফ্রান্স ও প্রাশিয়া✓

ঘ) ফ্রান্স ও স্পেন


২) সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটায় কার মৃত্যুদণ্ড?

ক) দাঁতোর

খ) ভেয়ারনেস

গ) মাদাম রোলা

ঘ) রোবসপিয়ার✓


৩) " গিলেটিন "ফরাসি বিপ্লবের কোন পর্বের সঙ্গে যুক্ত?

ক) সংবিধান সভা

খ) সন্ত্রাসের রাজত্ব✓

গ) অভিজাত বিদ্রোহ

ঘ) ডাইরেক্টরি শাসন


৫) সন্ত্রাসের শাসন কবে শেষ হয়?

ক) 1789 খ্রিস্টাব্দে

খ) 1792 খ্রিস্টাব্দে

গ) 1794 খ্রিস্টাব্দে✓

ঘ) 1799 খ্রিস্টাব্দ


৫) জননিরাপত্তা সমিতি মুখ্য পরিচালক কে ছিলেন?

ক) রোবসপিয়ার✓

খ) মিরাবু

গ) হারবস

ঘ) ভেয়ারনেস


৬) ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে পালিত হয়?

ক) রাজতন্ত্রের অবসান এর দিন

খ) রোবসপিয়ারের গিলোটিনের দিন

গ) দ্বিতীয় ফরাসি বিপ্লবের দিন

ঘ) বাস্তিল দুর্গের পতনের দিন✓



৭) কে বলেছেন যে ফরাসি রাজ অভিজাতদের বিশেষ অধিকার গুলি লোপ করতে অসমর্থ হওয়ার জন্যই বিপ্লব ঘটে?

ক) ফিশার✓

খ) লেফেডর

গ) টেইন

ঘ) কেউ না


৮) ইনটেনডেন্ট কাদের বলা হত?

ক) রাজার অনুগত সৈনিক

খ) ষোড়শ লুই এর অনুগত ও অভিজাত শ্রেণী

গ) রাজস্ব আদায়কারী কর্মচারী✓

ঘ) কোনোটিই নয়


৯) পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা কাকে বলা হয়?

ক) ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা✓

খ) সিভিল কনস্টিটিউশন অফ ক্লার্জি

গ) আইসোনেট প্রবর্তন

ঘ) নেপোলিয়নের উত্থান


১০) Dictatorship of distress কাকে বলা হয়?

ক) সন্ত্রাসের শাসন✓

খ) ডাইরেক্টরি শাসন

গ) কনসুলেট শাসন

ঘ) নেপোলিয়নের শাসন


১১) "সোসাইটি অফ প্যান্থিয়ন" কে প্রতিষ্ঠা করেন?

ক) রোবসপিয়ার

খ) ব্যবে✓

গ) ষোড়শ লুই

ঘ) কাল মার্কস


১২) জন্মসূত্রে নেপোলিয়ন কোন দেশীয়?

ক) ফ্রান্স

খ) ইতালি✓

গ) জার্মানি

ঘ) স্পেনীয়


১৩) নেপোলিয়নের জন্ম কোন তারিখ?

ক) 23 জানুয়ারি

খ) 26 জানুয়ারি

গ) 15 ই আগস্ট✓

ঘ) 2 অক্টোবর


১৪) নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন?

ক) কর্ষিকা দ্বীপের অ্যাজাক্সিও শহরে✓

খ) সেন্ট হেলেনা দ্বীপে অ্যাযাকসিও শহরে

গ) ইতালির রোমে

ঘ) ফ্রান্সের প্যারিসে


১৫) নেপোলিয়ন ইংরেজ বাহিনীর হাত থেকে তুলো বন্দর রক্ষা করেন কবে?

ক) 1792 খ্রিস্টাব্দে

খ) 1793 খ্রিস্টাব্দ✓

গ) 1794 খ্রিস্টাব্দ

ঘ) 1798 খ্রিস্টাব্দে


১৬) নেপোলিয়ন কবে মিশর অভিযান করেন?

ক) 1793 খ্রিস্টাব্দ

খ) 1796 খ্রিস্টাব্দে

গ) 1798 খ্রিস্টাব্দ✓

ঘ) 1799 খ্রিস্টাব্দ


১৭) ডাইরেক্টরি শাসন কবে শুরু হয়?

ক) 1793 খ্রিস্টাব্দ

খ) 1795 খ্রিস্টাব্দে✓

গ) 1799 খ্রিস্টাব্দ

ঘ) 1820খ্রিস্টাব্দ


১৮) ডাইরেক্টরি শাসন কবে অবলুপ্ত হয?

ক) 1795 খ্রিস্টাব্দ

খ) 1799 খ্রিস্টাব্দ✓

গ) 1820খ্রিস্টাব্দ

ঘ) 1804খ্রিস্টাব্দ



১৯) ডাইরেক্টরি শাসনের অবসান কে করে?

ক) ডুকো 

খ) রোবসপিয়ার

গ) নেপোলিয়ন✓

ঘ) মেটারনিক


২০) কনসালেটের শাসন কবে শুরু হয়?

ক) 1795 খ্রিস্টাব্দ

খ) 1799 খ্রিস্টাব্দ✓

গ) 1804খ্রিস্টাব্দ

ঘ) কোনোটিই নয়


২১) অষ্টম বছরের সংবিধান কাকে বলা হয়?

ক) 1792 খ্রিস্টাব্দের সংবিধান কে

খ) 1795 খ্রিস্টাব্দের সংবিধান কে

গ) 1799 খ্রিস্টাব্দের সংবিধান কে✓

ঘ) কোনোটিই নয়


২২) 1798 খ্রিস্টাব্দে নীলনদের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হন?

ক) নৌ সেনাপতি হাডসন

খ) নৌ সেনাপতি ওয়াটসন

গ) নৌ সেনাপতি ওয়েলিংটন

ঘ) নৌ সেনাপতি নেলসন✓


২৩) কনস্যুলেটের সংবিধান আইনসভা কয়টি কক্ষ ছিল?

ক) দুটি

খ) তিনটি

গ) চারটি✓

ঘ) ছয় টি


২৪) নেপোলিয়ন কবে যাবজ্জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হন?

ক) 1801 খ্রিস্টাব্দে

খ) 1802 খ্রিস্টাব্দে✓

গ) 1804 খ্রিস্টাব্দে

ঘ) 1803 খ্রিস্টাব্দ


২৫) নেপোলিয়ন কবে বংশানুক্রমিক সম্রাট পদে উন্নীত হন?

ক) 1799 খ্রিস্টাব্দে

খ) 1802 খ্রিস্টাব্দ

গ) 1804 খ্রিস্টাব্দে✓

ঘ) 1807 খ্রিস্টাব্দে












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...