টার্গেট WB Police Mains
GK Test-48
১) ভারতীয় সংবিধানে কতগুলো সিডিউল আছে?
ক) ৯টি
খ) ৮টি
গ)১২টি √
ঘ)১০ টি
ভারতীয় সংবিধান যখন লেখা হয়েছিল তখন সিডিউল ছিল ৮টি বর্তমানে ১২টি সিডিউল আছে
২) রাষ্ট্রপতি হচ্ছেন-
ক) রাষ্ট্রের প্রধান√
খ) সহকারি প্রধান
গ) রাষ্ট্র ও সরকার উভয় প্রধান
ঘ) কোনটাই নয়
*রাষ্ট্রপতি হতে গেলে সবচেয়ে কম বয়স হতে হবে 35 বছর । রাষ্ট্রপতির কার্যকাল পাঁচ বছর
রাষ্ট্রপতি 12 জনকে রাজ্যসভায় নিয়োগ করতে পারে এবং দুজনকে লোকসভায় নিয়োগ করতে পারেন এবং এই দুজন হলো anglo-indian
মোট 14 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন
৩) সংবিধানে ভারতবর্ষ কে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। তার মানে কি?
ক) ধর্মীয় পূজা এখানে বারণ
খ) রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে
গ)রাষ্ট্র মনে করে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনরকম বৈষম্যমূলক আচরণ করা হয় না√
ঘ) এগুলো কোনটাই ঠিক নয়
ধর্ম নিরপেক্ষ শব্দটি 1976 সালে 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছে
৪) এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় ?
ক) সম্পত্তির ওপর অধিকার√
খ) শান্তিপূর্ণভাবে সমাবেশ করা
গ) দেশের সর্বত্র বিনা বাধায় ঘুরে বেড়াবার অধিকার
ঘ) সংবিধান অনুযায়ী সুবিচার পাওয়ার অধিকার
*সম্পত্তির অধিকার বর্তমানে আইনগত অধিকার legal right
৫) রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে -
ক)35 বছরের বেশি হতে হবে √
খ)60 বছরের বেশি হতে হবে
গ)50 বছরের বেশি হতে হবে
ঘ)সংবিধানে বয়স নিয়ে কিছু বলার নেই
৬) কনস্টিটিউশন অ্যাসেম্বলির সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
ক) চক্রবর্তী রাজাগোপালাচারী
খ)সর্দার প্যাটেল
গ) বি আর আম্বেদকর √
ঘ)জহরলাল নেহেরু
**1947 সালের 29 শে আগস্ট খসড়া কমিটি গঠিত হয় যার চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর
৭) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে?
ক) একবার√
খ) দুবার
গ) তিন বার
ঘ)কখনোই না
**এখনো পর্যন্ত শুধুমাত্র 42 তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে একবার মাত্র সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে।
৮) কোন বিচারালয়ের মৌলিক অধিকারকে কার্যকরী করার দায়িত্ব ?
ক) সুপ্রিম কোর্ট
খ)হাইকোর্ট
গ)জেলা ও দায়রা বিচারালয়
ঘ) ক ও খ√
**ভারতীয় সংবিধানের 32 নং ধারায় সুপ্রিমকোর্ট ও 226 নং ধারায় হাইকোর্টের ওপর মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে।
৯) "ধর্মনিরপেক্ষ" শব্দটি সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছে কত সালে?
ক) 1950
খ)1952
গ)1976 √
ঘ)1978
42 তম সংশোধনী
১০)লোকসভা ভেঙে দিতে পারে কে?
ক) প্রধানমন্ত্রী
খ)লোকসভার স্পিকার
গ)ভারতের রাষ্ট্রপতি√
ঘ) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
*প্রধানমন্ত্রীর পরামর্শ ভারতের রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে
১১)ভারতের রাজ্যগুলির রাজ্যপাল নিযুক্ত হন কার দ্বারা ?
ক) রাজ্য আইনসভার সদস্য বৃন্দ
খ)লোকসভার স্পিকার
গ)ভারতের রাষ্ট্রপতি√
ঘ) রাজ্যের মুখ্যমন্ত্রী
**সংবিধানে 155 নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন
১২) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে?
ক) 33
খ) 14
গ)37
ঘ) 300 A√
**বর্তমানে এটি আইনগত অধিকার, মৌলিক অধিকার নয় ।(44 তম সংবিধান সংশোধন 1978 )
১৩) "সমাজতান্ত্রিক" শব্দটি প্রস্তাবনায় সংশোধিত হয়েছে কোন বছর?
ক)1952
খ)1976 √
গ)1950
ঘ)1978
১৪) ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার অধিকারের কথা উল্লেখ আছে?
ক) 25
খ)77
গ)39
ঘ) 326√
১৫) ইলেকশন কমিশনারকে কে নিযুক্ত করেন?
ক)ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খ)ভারতের রাষ্ট্রপতি√
গ) ভারতের উপরাষ্ট্রপতি
ঘ)ভারতের প্রধানমন্ত্রী
*আর্টিকেল 324 এ ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে।
*আর্টিকেল 326 ভোট অধিকারের কথা উল্লেখ হয়েছে
১৬) রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল কত?
ক) 3 বছর
খ) 2 বছর
গ) 6 বছর √
ঘ) 4 বছর
**লোকসভা সদস্যদের আয়ুষ্কাল 5 বছর
**লোকসভার সদস্য হতে গেলে সবচেয়ে কম বয়স হতে হবে 25 বছর
১৭) পঞ্চায়েতিরাজ গঠিত হয়েছে-
ক) ব্লক স্তরে
খ) গ্রাম ও ব্লক স্তরে
গ)গ্রাম, ব্লক ও জেলাস্তরে√
ঘ) গ্রাম, ব্লক ,জেলা ও রাজ্যস্তরে
১৮) ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে থেকে?
ক) 26 শে জানুয়ারির 1950√
খ) 15 আগস্ট 1947
গ) 26 নভেম্বের 1949
ঘ) 15 ই জুন 1952
**ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26 শে নভেম্বর 1949। এই কারণে 26 শে নভেম্বর এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়।
১৯) রাজ্য সভায় সভাপতিত্ব করেন কে?
ক) রাষ্ট্রপতি
খ) উপরাষ্ট্রপতি√
গ) প্রধানমন্ত্রী
ঘ) স্পিকার
**64 নম্বর ধারায় বলা হয়েছে উপরাষ্ট্রপতি পদ অধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করবেন এবং 63 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে বলা হয়েছে।
২০) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ√
খ) ডঃ রাধাকৃষ্ণন
গ)এম এম হিদায়াতুল্লাহ
ঘ)সরদার বল্লভ ভাই প্যাটেল
২১) কোন বিল অর্থবিল কি না তা কে ঠিক করেন?
ক) রাষ্ট্রপতি
খ)লোকসভার অধ্যক্ষ√
গ) উপরাষ্ট্রপতি
ঘ)অর্থমন্ত্রী
২২) ভারতেরসুপ্রিম কোর্ট বিচারবিভাগীয় পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে ।কোন দেশের সংবিধান থেকে বৈশিষ্ট্য ধার করা হয়েছে?
ক) যুক্তরাজ্য
খ) মার্কিন যুক্তরাষ্ট্র√
গ) সুইজারল্যান্ড
ঘ) ফ্রান্স
২৩) পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি কে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যুত করা যায়?
ক)প্রধানমন্ত্রী দ্বারা
খ) উপরাষ্ট্রপতি দ্বারা
গ)প্রধান বিচারপতি দ্বারা
ঘ)পার্লামেন্ট বা সংসদ দ্বারা ইমপিচমেন্ট√
২৪) ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন-
ক) জাতীয় জরুরি অবস্থা
খ) শাসনতান্ত্রিক জরুরি অবস্থা
গ)আর্থিক জরুরি অবস্থা
ঘ)উপরের সবকটি√
**জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন 352 নং ধারা অনুযায়ী, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা জারি করতে পারেন 356 ধারা অনুসারে এবং আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন 360 নং ধারা অনুযায়ী
২৫) নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়?
ক)শোষণের বিরুদ্ধে অধিকার
খ) সমান কাজের জন্য সমান মজুরি√
গ) আইনের চোখে সমান অধিকার
ঘ)ধর্মীয় স্বাধীনতার অধিকার
২৬) রাজ্যসভার সদস্য নির্বাচন হয় কিভাবে?
ক)সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত
খ)রাজ্যের আইনসভা দ্বারা নির্বাচিত √
গ)সমস্ত বিধানসভা দ্বারা নির্বাচিত
ঘ)বিধানসভা ও স্বশাসিত প্রতিষ্ঠান দ্বারা নির্বাচিত
২৭) সুপ্রিম কোর্ট দিল্লিতে বসে। কিন্তু কোন ক্ষেত্রে কোর্ট অন্যত্রও বসতে পারে?
ক)যদি সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা সেই ধরনের সিদ্ধান্ত নেয়
খ)সংসদের অনুমোদন নিয়ে
গ) রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে√
ঘ) রাজ্যগুলির বিধানসভার অনুরোধে
২৮) লোকসভায় বিভিন্ন রাজ্যের সদস্য সংখ্যা নির্ধারিত হয়-
ক)সেই রাজ্যে জনসংখ্যার ভিত্তিতে √
খ)রাজ্যের আয়তন ও সম্পদের ভিত্তিতে
গ) আয়তন সম্পদ ও জনসংখ্যার ভিত্তিতে
ঘ) নির্বাচন কমিশন নির্ধারিত মাপকাঠি দিয়ে
২৯) এদের মধ্যে কে সর্বাধিক সময় প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন?
ক) জহরলাল নেহেরু √
খ)লাল বাহাদুর শাস্ত্রী
গ)ইন্দিরা গান্ধী
ঘ) ক ও খ দুজনেই
৩০) সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত কাজ করতে পারে?
ক) 62 বছর
খ) 65 বছর √
গ)70 বছর
ঘ) বয়স সীমা নির্ধারিত নেই
*হাইকোর্টের বিচারপতিরা 62 বছর পর্যন্ত কাজ করতে পারে।
৩১) মন্ত্রিসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
ক) প্রধানমন্ত্রী √
খ)রাষ্ট্রপতি
গ)পালা করে সব মন্ত্রীরা
ঘ)ক্যাবিনেট সেক্রেটারি
৩২) নিম্নলিখিত বিকল্প গুলির মধ্যে কোন কক্ষটি সেখানকার সদস্য নয় এমন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়?
ক) রাজ্যসভা√
খ) লোকসভা
গ) বিধানসভা
ঘ)সবগুলি
*উপরাষ্ট্রপতি পদ অধিকারবলে রাজ্যসভা পরিচালিত করেন
৩৩) বর্তমানে নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও রয়েছেন-
ক)2জন নির্বাচন কমিশনার√
খ) 3জন নির্বাচন কমিশনার
গ) 5 জন নির্বাচন কমিশনার
ঘ) 6জন নির্বাচন কমিশনার
**বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা, নির্বাচন কমিশনার অশোক লাভাসা, সুশীল চন্দ্র
৩৪)কে হাইকোর্টের কার্যক্ষেত্রের সম্প্রসারণ করতে পারেন?
ক) রাজ্যপাল
খ) রাষ্ট্রপতি√
গ) সংসদ
ঘ)উপরোক্ত সবকটি
৩৫) ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রে প্রকৃত শাসনতান্ত্রিক ক্ষমতা উপভোগ করেন-
ক) রাষ্ট্রপতি
খ)প্রধানমন্ত্রী
গ)মন্ত্রী পরিষদ √
ঘ)উপরোক্ত সকলেই
৩৬) পঞ্চায়েত রাজ ব্যবস্থার কোন স্তরে পঞ্চায়েত সমিতি সক্রিয় থাকে?
ক) গ্রাম পঞ্চায়েত স্তর
খ) গ্রাম স্তর
গ) জেলা স্তর
ঘ) ব্লক স্তর√
৩৭) ভারতের রাষ্ট্রপতি এই মর্মে শপথ গ্রহণ করেন যে তিনি-
ক) রাষ্ট্রের সার্বভৌমত্ব ,ঐক্য এবং অখন্ডতা রক্ষা করবেন
খ) অবৈধ পক্ষপাতিত্ব ব্যতিরেকে শাসন করবেন
গ)সংবিধান এবং আইনকে সংরক্ষণ ও সুরক্ষা প্রদান করবেন এবং ভারতের জনতার উন্নতিকল্পে তাদের সেবায় আত্মনিয়োগ করবেন√
ঘ) রাষ্ট্র তথা সংবিধানের সার্বভোমত্ব ,ঐক্য এবং অখন্ডতা রক্ষা করবেন
৩৮) সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
ক) স্পিকার√
খ) উপরাষ্ট্রপতি
গ)প্রধান বিচারপতি
ঘ)প্রধানমন্ত্রী
৩৯) ভারতের অ্যাটর্নি জেনারেল কে কে নিয়োগ করেন?
ক) ভারতের প্রধান বিচারপতি
খ) কেন্দ্রীয় আইনমন্ত্রী
গ) প্রধানমন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি√
৪০) কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা গ্রহণ করা হয়েছে?
ক) রাশিয়া
খ)ইউ এস এ√
গ) ইংল্যান্ড
ঘ)জাপান
৪১) কত সময়ের মধ্যে সংসদের অনুমোদন ব্যতিরেকে বাতিল হয়ে যায় রাষ্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স?
ক)ঘোষণার 6 সপ্তাহের মধ্যে
খ) সংসদের পরবর্তী অধিবেশন শুরুর 6 সপ্তাহের মধ্যে √
গ) ঘোষণার 6 মাসের মধ্যে
ঘ) সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার 6 মাসের মধ্যে
৪২) গণ পরিষদের চেয়ারম্যান ছিলেন-
ক) জহরলাল নেহেরু
খ) রাজেন্দ্র প্রসাদ√
গ) বি আর আম্বেদকর
ঘ) সরদার বল্লভ ভাই প্যাটেল
৪৩) ভারতের রাষ্ট্রপতি স্বেচ্ছাধীন ক্ষমতা উপভোগ করেন নিম্নলিখিত কোন ক্ষেত্রে?
ক) একটি বিলে অনুমোদন প্রদান থেকে বিরত থাকার ক্ষেত্রে√
খ) জরুরি অবস্থা জারির ক্ষেত্রে
গ) ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে
ঘ) প্রধানমন্ত্রীকে নিয়োগের ক্ষেত্রে
৪৪) ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে রয়েছে-
ক)আইন সংস্কার সংক্রান্ত বিধিব্যবস্থা
খ)দলত্যাগ বিরোধী আইন
গ) জাতীয় ভাষা গুলির একটি তালিকা√ ঘ)রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি
৪৫)ভারতীয় সংবিধান অনুযায়ী যদি কোন ব্যক্তি সংসদ এবং রাজ্য আইনসভা উভয়েরই সদস্য পদে নির্বাচিত হন তাহলে তিনি -
ক) উভয় পদেই আসীন থাকতে পারেন
খ)সংসদের সদস্যপদ ত্যাগে বাধ্য থাকবেন
গ)রাজ্য আইনসভার সদস্যপদ ত্যাগে বাধ্য থাকবেন ঘ)সংসদ অথবা রাজ্য আইনসভা যেকোনো একটি সদস্যপদ ত্যাগে বাধ্য থাকবেন√
৪৬) গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান অনুমোদিত হয়েছিল-
ক) 1949 সালের 17 অক্টোবর
খ) 1949 সালের 14 ই নভেম্বর
গ) 1949সালের 26 শে নভেম্বর √
ঘ) 1950 সালের 26 শে জানুয়ারি
৪৭) যদি ভারতের রাষ্ট্রপতির আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই সময় উপরাষ্ট্রপতি বিদেশ সফরে থাকে তাহলে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন-
ক) ভারতের প্রধান বিচারপতি√
খ) ভারতের প্রধানমন্ত্রী
গ) লোকসভার স্পিকার
ঘ)সেনাপ্রধান
৪৮) ভারতীয় সংবিধান কি ধরনের?
ক) যুক্তরাষ্ট্র
খ)অযুক্তরাষ্ট্রীয়
গ) এককেন্দ্রিক
ঘ) আধা যুক্তরাষ্ট্রীয়√
৪৯) ভারতীয় সংবিধানে কতগুলি অনুচ্ছেদ রয়েছে?
ক) 315
খ)368
গ) 390
ঘ) 395√
যখন সংবিধান গ্রহণ করা হয়েছিল তখন অনুচ্ছেদ ছিল 395 টি
৫০) লোকসভা কে তার 5 বছরের কার্যকালের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ভেঙে দিতে পারে-
ক) প্রধানমন্ত্রী
খ)লোকসভার স্পিকার
গ) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সুপারিশে√
ঘ) রাষ্ট্রপতি ,নিজের ইচ্ছা অনুযায়ী
৫১) নির্দেশাত্মক নীতি গুলি-
ক) আদালত কর্তৃক বলবৎযোগ্য
খ) আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়√
গ) আংশিক বিচার্য
ঘ)মৌলিক অধিকার
৫২) সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার উল্লিখিত হয়েছে?
ক) 17
খ)18
গ)19√
ঘ)20
No comments:
Post a Comment